ফিলিস্তিনি ছাত্রনেতাকে গ্রেফতার, বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক


গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে (৩০) গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।
৮ মার্চ, শনিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারা ফিলিস্তিনি নাগরিক খলিলকে আটক করে। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন এবং গত বসন্তে গাজা সংহতি শিবিরের প্রধান আলোচক ছিলেন বলে ছাত্র-শ্রমিকদের ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়।
খলিলকে আটকের প্রতিবাদে ১১ মার্চ, মঙ্গলবার শত শত বিক্ষোভকারী লোয়ার ম্যানহাটনে জমায়েত হয়। খলিল, কলম্বিয়ার ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের নেতা ছিলেন এবং প্রায়শই একজন আলোচক এবং মুখপাত্র হিসেবে কাজ করতেন। তিনি ফিলিস্তিনে জন্ম নেন এবং সিরিয়ায় বেড়ে ওঠেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বৈধ স্থায়ী বাসিন্দা।
গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বিকালে শত শত মানুষ গ্রেপ্তারের প্রতিবাদে বেরিয়ে পড়ে, প্রথমে ওয়াশিংটন স্কয়ার পার্কে জড়ো হয় এবং তারপর শহরের কেন্দ্রস্থলে সিটি হলের দিকে মিছিল করে। তারা ‘খলিলকে মুক্ত করুন’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহণ করে এবং মিছিলকারীরা ‘আইসিই নয়, কেকেকে নয়, ফ্যাসিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র নয়’ স্লোগান দেয়।
বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন এবং কর্মী খলিলের আটকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা তার আইনজীবীরা আদালতে চ্যালেঞ্জ করেছেন। মঙ্গলবার, নিউ ইয়র্কের কিছু ডেমোক্র্যাট গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তথ্যসূত্র:
1. Judge extends ban on deportation of Mahmoud Khalil from the US
– https://tinyurl.com/32pvv296
2.Massive Protests, Debates Erupt In US Over Pro-Hamas Campus Campaigner Mahmoud Khalil’s Arrest
– https://tinyurl.com/57zb7kts
Comment