Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ ।। ১২ রমযান, ১৪৪৬ হিজরী ।। ১৩ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ ।। ১২ রমযান, ১৪৪৬ হিজরী ।। ১৩ মার্চ, ২০২৫ ঈসায়ী

    ফিলিস্তিনি ছাত্রনেতাকে গ্রেফতার, বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক


    গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে (৩০) গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।

    ৮ মার্চ, শনিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তারা ফিলিস্তিনি নাগরিক খলিলকে আটক করে। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন এবং গত বসন্তে গাজা সংহতি শিবিরের প্রধান আলোচক ছিলেন বলে ছাত্র-শ্রমিকদের ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়।

    খলিলকে আটকের প্রতিবাদে ১১ মার্চ, মঙ্গলবার শত শত বিক্ষোভকারী লোয়ার ম্যানহাটনে জমায়েত হয়। খলিল, কলম্বিয়ার ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের নেতা ছিলেন এবং প্রায়শই একজন আলোচক এবং মুখপাত্র হিসেবে কাজ করতেন। তিনি ফিলিস্তিনে জন্ম নেন এবং সিরিয়ায় বেড়ে ওঠেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বৈধ স্থায়ী বাসিন্দা।

    গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার বিকালে শত শত মানুষ গ্রেপ্তারের প্রতিবাদে বেরিয়ে পড়ে, প্রথমে ওয়াশিংটন স্কয়ার পার্কে জড়ো হয় এবং তারপর শহরের কেন্দ্রস্থলে সিটি হলের দিকে মিছিল করে। তারা ‘খলিলকে মুক্ত করুন’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহণ করে এবং মিছিলকারীরা ‘আইসিই নয়, কেকেকে নয়, ফ্যাসিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র নয়’ স্লোগান দেয়।

    বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন এবং কর্মী খলিলের আটকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা তার আইনজীবীরা আদালতে চ্যালেঞ্জ করেছেন। মঙ্গলবার, নিউ ইয়র্কের কিছু ডেমোক্র্যাট গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।


    তথ্যসূত্র:
    1. Judge extends ban on deportation of Mahmoud Khalil from the US
    https://tinyurl.com/32pvv296
    2.Massive Protests, Debates Erupt In US Over Pro-Hamas Campus Campaigner Mahmoud Khalil’s Arrest
    https://tinyurl.com/57zb7kts
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যুক্তরাষ্ট্রের ২৯.৮ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্কারোপ করবে কানাডা



    কানাডা থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কারোপ করায়— কানাডাও ২৯.৮ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্কারোপ করবে বলে জানিয়েছে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

    সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে কানাডা একগুচ্ছ প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে যা ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ২৯ দশমিক ৮ বিলিয়ন কানাডিয়ান ডলার (২০ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) মার্কিন পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।

    প্রসঙ্গত ১২ মার্চ, বুধবার থেকেই কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হচ্ছে, যার ওপর আগে শুল্ক অব্যাহতি ছিল। তবে ট্রাম্প প্রশাসন অনুমোদন না করায়– শুল্কমুক্ত কোটা সুবিধার মেয়াদোত্তীর্ণ হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইস্পাত ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ হচ্ছে প্রতিবেশী কানাডা।

    কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কোটি কোটি ডলার মূল্যের কম্পিউটার, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই লোহার পণ্যকেও শুল্কের লক্ষ্যবস্তু করতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

    কানাডার জ্বালানিমন্ত্রী জোনাথন উইলকিনসন রয়টার্সকে জানিয়েছে, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি সীমিত করার মতো অশুল্ক ব্যবস্থা আরোপ করতে পারে। এছাড়া খনিজ পদার্থের উপর রপ্তানি শুল্ক আরোপ করতে পারে।

    দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ এমন সময়ে উত্তপ্ত হচ্ছে যখন এ সপ্তাহেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দায়িত্ব মার্ক কার্নিকে বুঝিয়ে দেবে জাস্টিন ট্রুডো।


    তথ্যসূত্র:
    1. Canada announces C$29.8 billion in retaliatory tariffs on US
    https://tinyurl.com/z6nwrndp
    2. Trump imposes sweeping 25% steel and aluminum tariffs. Canada and Europe swiftly retaliate
    https://tinyurl.com/4m2ewuaw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X