ইসরায়েল যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভারতেও তাই করা উচিত: শুভেন্দু

গাজায় ইসরায়েল যেমনভাবে গণহত্যা চালিয়েছে, তেমন ভাবে ভারতেও মুসলমানদের উপর গণহত্যা চালানোর ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী। সে বলেছে, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।
গত ২৩ এপ্রিল কাশ্মীরে হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে উপস্থিত সবার সামনে এমন উগ্র বক্তব্য দেয় শুভেন্দু।
শুভেন্দু বলেছে, ‘ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। মুদির শিষ্য আছি, মুদির বাচ্ছা আমরা।’
সে আরও বলেছে, এখানে রাজ্যের মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। সমীর গুহর স্ত্রী সবার সামনেই বললেন, তিনি মোদির লোক বলেই তাকে গুলি করে মারা হয়েছে।’
তথ্যসূত্র:
1. Suvendu Adhikari | Pahelgam | PN
– https://tinyurl.com/bdhu3cen
Comment