Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২৪ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরী || ২৪ এপ্রিল, ২০২৫ ঈসায়ী

    ইসরায়েল যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভারতেও তাই করা উচিত: শুভেন্দু




    গাজায় ইসরায়েল যেমনভাবে গণহত্যা চালিয়েছে, তেমন ভাবে ভারতেও মুসলমানদের উপর গণহত্যা চালানোর ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী। সে বলেছে, গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।

    গত ২৩ এপ্রিল কাশ্মীরে হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে উপস্থিত সবার সামনে এমন উগ্র বক্তব্য দেয় শুভেন্দু।

    শুভেন্দু বলেছে, ‘ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। মুদির শিষ্য আছি, মুদির বাচ্ছা আমরা।’

    সে আরও বলেছে, এখানে রাজ্যের মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। সমীর গুহর স্ত্রী সবার সামনেই বললেন, তিনি মোদির লোক বলেই তাকে গুলি করে মারা হয়েছে।’


    তথ্যসূত্র:
    1. Suvendu Adhikari | Pahelgam | PN
    https://tinyurl.com/bdhu3cen
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, নেতানিয়াহুর জরুরি বৈঠক




    ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দখলদারদের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

    ২৩ এপ্রিল, বুধবার রাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাপমাত্রার পারদ চরমে উঠলে ২৩ এপ্রিল, বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ের আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয়। সড়কে গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়।

    পুলিশ জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা।

    ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে ৯ জন ব্যক্তি আহত হয়েছে, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুইজন বেসামরিক নাগরিক।

    সে জানায়, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে।

    সে আরও জানায়, ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাদের সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদস্যরাও যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, আটটি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী, উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করেছে।

    পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, আগুন রুট ১-এর উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। রুট ৬-এর কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

    সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন।

    প্রসঙ্গত, এটাই প্রথম নয়; দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে সেখানে।


    তথ্যসূত্র :
    1. Firefighters battle Beit Shemesh area blazes into night, but evacuees allowed to return
    https://tinyurl.com/rnp3jkw8
    2. Jerusalem hills wildfires: Highways 38, 44 reopen, train service returns; Air Force to aid firefighting efforts overnight
    https://tinyurl.com/jkra4ex5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫


      ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

      চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ২৩ এপ্রিল, বুধবার গাজায় দখলদার ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং আরও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। রাতভর গাজায় হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

      গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩০৫ জনে পৌঁছেছে।

      বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১০৫ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ১৭ হাজার ৯৬ জনে পৌঁছেছে।

      স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া বর্বর ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৯২৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।


      তথ্যসূত্র :
      1. Israeli attacks on Gaza kill dozens, including several in Gaza City shelter
      https://tinyurl.com/ubu84ard
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        দাখিল পরীক্ষা চলাকালে হিজাব না খোলায় চার শিক্ষার্থীর উত্তরপত্র কেড়ে নিল হিন্দু অফিসার




        পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে হিজাব না খোলায় চারজন ছাত্রীকে শাস্তি দিয়েছে দায়িত্বরত হিন্দু ট্যাগ অফিসার। বুধবার (২৩ এপ্রিল) ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রের হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসা ট্যাগ অফিসার চারজন হিজাব পরিহিতা ছাত্রীকে মুখ না খোলার কারণে তাদের উত্তরপত্র কেড়ে নেয়। একজন ছাত্রীর কান্নার পর তার খাতা ফেরত দিলেও বাকি তিনজনের খাতা পরীক্ষা শেষে আর ফেরত দেওয়া হয়নি।

        জানা যায়, বাউফলের ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্র থেকে এ বছর মোট ১৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। এই কেন্দ্রের ট্যাগ অফিসার ছিল উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের উত্তর ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষে প্রবেশ করে ট্যাগ অফিসার পরীক্ষার্থীদের হিজাব খোলার জন্য চাপ প্রয়োগ করে।

        উপস্থিত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, হঠাৎ একজন কালো পোশাক পরা পুরুষ কর্মকর্তা কক্ষে প্রবেশ করে সবাইকে মুখ দেখাতে বলে। অনেক ছাত্রী আপত্তি জানালেও তাকে থামানো যায়নি। চারজন ছাত্রী মুখ না খোলায় তাদের খাতা কেড়ে নেওয়া হয়। একজন শিক্ষার্থী কান্নাকাটি শুরু করলে কিছু সময় পর তার খাতা ফিরিয়ে দেওয়া হয়। অন্য তিনজনের খাতা ফেরত দেওয়া হয়নি।

        এক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, আমি ৮০ নম্বরের উত্তর লিখেছি। হিজাব না খোলার কারণে সে আমার খাতা নিয়ে গেছে। এটা আমাদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা লজ্জিত, অপমানিত এবং আতঙ্কিত।


        তথ্যসূত্র:
        ১. হিজাব না খোলায় শাস্তি পেলেন চার দাখিল পরীক্ষার্থী
        -https://tinyurl.com/mrx5y4fb
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নাফ নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি




          বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

          আটকৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।

          বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী।

          স্থানীয়দের বরাতে তিনি বলেন, নাফ নদীর হোয়াইক্যং সীমান্তে একই এলাকার দুইজন জেলে মাছ ধরতে গিয়েছিল। আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে গেছে।


          তথ্যসূত্র:
          ১. নাফ নদী থেকে বাংলাদেশি ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
          https://tinyurl.com/y8sp5kyp
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে ব্যাপক ধরপাকড় অভিযান, ১৫০০-র বেশি কাশ্মীরি গ্রেপ্তার





            ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরজুড়ে ভারতীয় বাহিনী ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে। বিভিন্ন জেলায় ঘরবাড়িতে অভিযান চালিয়ে ১৫০০-রও বেশি নিরীহ কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, এই গ্রেপ্তার অভিযান ঘিরে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

            স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথভাবে অংশ নিয়েছে। শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা, শোপিয়ান, গান্দেরবাল ও বুদগাম—এই সব জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়।

            এদিকে, জম্মু অঞ্চলেও অনুরূপ ধরপাকড় চলেছে। বিশেষ করে উধমপুর জেলার দুডু-বসন্তগড় এলাকায় শুরু হয় বড়সড় অভিযান। গ্রেপ্তার হওয়া অনেক ব্যক্তির পরিবার জানিয়েছে, ভারতীয় বাহিনী তাদের হুমকি, ভয়ভীতি ও নিপীড়নের মধ্যে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিরীহ যুবকদের টার্গেট করে অবৈধভাবে আটক করা হচ্ছে, ঘরবাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

            জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির খুইহামি জানিয়েছেন, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থীদের ভাড়া বাসা ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ছেড়ে দিতে বলা হয়েছে।

            হিমাচল প্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীদের হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। কাশ্মীরি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেন নাসির।

            তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং একটি নির্দিষ্ট অঞ্চল ও পরিচয়ের ছাত্রদের বিরুদ্ধে পরিকল্পিত ঘৃণা ও হেয়প্রতিপন্ন করার অভিযান।

            উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অন্তত ২০ জন কাশ্মীরি ছাত্র হিন্দু রক্ষা দল নামে একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর হুমকির মুখে বুধবার বিমানবন্দরে চলে যান। ওই গোষ্ঠী কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের দ্রুত শহর ছাড়তে বলেছে, নইলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে।

            মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে চরম স্বেচ্ছাচারিতা এবং কাশ্মীরিদের বিরুদ্ধে একটি উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়নমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। এই অভিযানের জেরে জম্মু ও কাশ্মীরজুড়ে ভয়, উদ্বেগ এবং অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।


            তথ্যসূত্র :
            1. Indian forces arrest over 1500 youth in massive crackdown in IIOJK
            https://tinyurl.com/39c3cs7z
            2. Police detain 1,500 people in Jammu and Kashmir after attack
            https://tinyurl.com/233dc3pk
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X