দ্রুত সুস্থ হতে নিজের ‘মুত্র’ পান করলো বিজেপির সাবেক এমপি

অসুস্থতা থেকে দ্রুত সুস্থ হতে নিজের মূত্র নিজে পান করেছে বিজেপির নির্বাচিত সাবেক এমপি ও ভারতের পরিচিত অভিনেতা পারেশ রাওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে, বিজেপির ওই সাবেক এমপি এই কথা স্বাীকার করেছে। সে বলেছে আঘাত থেকে সেরে ওঠার জন্য সে নিজের মূত্র পান করেছে। এক হিন্দু অভিনেতার বাবার পরামর্শেই সে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
সে দাবি করেছে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সে ১৫ দিন যাবৎ নিজের মূত্র পান করেছে এবং ১৫ পনের দিন পর পুণরায় পরীক্ষা করার পর তার রোগের দ্রুত উন্নতি ঘটেছে। সে আরও দাবি করেছে তার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করার পর ডাক্তার তাকে নির্ধারিত সময়ের দুই মাস আগেই হাসপতাল থেকে ছুটি দিয়েছে।
সাবেক ওই বিজেপি নেতার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা ও ঘৃণার সৃষ্টি হয়েছে। তার বিকৃত রুচির প্রচার ও সমর্থনের তীব্র সমালোচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
তথ্যসূত্র:
1. ‘I Drank My Own Urine for Faster Healing,’ BJP Leader Paresh Rawal Stirs Controversy with Health Claim
– https://tinyurl.com/fscats7x
Comment