ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে একজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভারতের কর্ণাটকের মাঙ্গালুরু এলাকায় স্থানীয় একটি ক্রিকেট ম্যাচের সময় এই ঘটনা ঘটেছে।
ভারতের কর্ণাটকে রবিবার (২৭ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার এই ঘটনার একটি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম মাকতুব মিডিয়া।
এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে স্থানীয় উত্তেজিত জনতা। অতিরিক্ত মারধরের ফলে পরে মারা যায় ওই যুবক। তার পরিচয় নিশ্চিত হতে পারেনি স্থানীয় গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, প্রথমে সচিন নামক স্থানীয় হিন্দুর সাথে নিহত ওই ব্যক্তির ধস্তাধস্তি হয়। পরে মহুর্তেই মবে রূপ নেয়। স্থানীয় একদল তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বাঁধা দেওয়ার চেষ্টা করলেও গণপিটুনি দেয় কয়েকজন উগ্রবাদী যুবক। পরে একটি মন্দিরের নিকট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, অতিরিক্ত মারধরের ফলে অভ্যন্তরীণ রক্তপাত হয়। যার ফলে তার মৃত্যু ঘটে।
নিহতের শরীরের হাত, পা, পিঠ, নিতম্ব এমনকি যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছে তদন্তকারীরা। এই সব আঘাত কাঠের শক্ত কোনও বস্তু দ্বারা করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
তথ্যসূত্র:
1. Kerala Muslim Youth Lynched to Death in Mangaluru Over Alleged “Pakistan Zindabad” Chant
– https://tinyurl.com/3jujtcsa
Comment