গাজায় বর্বর ইসরায়েলি হামলায় শহীদ আরও ৭১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭১ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ২৭ জুন, শুক্রবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ জুন, বৃহস্পতিবার গাজা জুড়ে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শহীদদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তাকেন্দ্রে শহীদ হয়েছেন অন্তত ৫৪৯ জন। কেন্দ্রগুলোকে ‘মৃত্যুর ফাঁদ’ আখ্যা দিয়ে মিডিয়া অফিস বলছে এসব ঘটনায় এখনো ৩৯ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন, যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরা বলছে, সহায়তা সরবরাহ দুই দিনের জন্য বন্ধ রেখেছে দখলদার ইসরায়েল। এরইমধ্যে উত্তর গাজাগামী সহায়তা করিডোরগুলো বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এতে দুর্ভিক্ষের মুখে থাকা লাখো মানুষের জন্য সরাসরি সহায়তা প্রবেশ পথ রুদ্ধ হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় ৫৬ হাজার ২৫৯ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন।
তথ্যসূত্র:
1.Updates: Israeli attacks kill 71 people, including aid seekers, across Gaza
– https://tinyurl.com/43pfa3j2
Comment