গাজায় তিন দিনে ১৫ সেনা হারাল দখলদার ইসরায়েল

ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ২৭ জুন (শুক্রবার), এবং গত ২ দিনে অন্তত ১৫ জন দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২৭ জুন (শুক্রবার) উত্তর গাজার তুফাহ এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছোড়ে আল কাসসাম ব্রিগেড।
এতে ওই সাঁজোয়া যানে থাকা ১৭ জন দখলদার সেনার মধ্যে ৭ জন নিহত হয় এবং আহত হয় বাকি ১০ জন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২৬ জুন, বৃহস্পতিবার গাজার প্রধান শহর গাজা সিটি এলাকায় আল কাসসাম ব্রিগেডের মুজাহিদদের গুলিতে নিহত হয় এক ইসরায়েলি সেনা। এছাড়া এ সময় বিস্ফোরক রকেট ছুড়ে দখলদার বাহিনীর দু’টি মারকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান এবং একটি বুলডোজার ধ্বংস করা হয়।
তার আগের দিন বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে আল কাসসাম ব্রিগেডের গুলি ও রকেট হামলায় নিহত হয় আরও ৭ জন ইসরায়েলি সেনা। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম এত অল্প সময়ের ব্যবধানে গাজায় এত সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হলো।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন অভিযান শুরুর পর এত অল্প সময়ের মধ্যে এতজন সেনা নিহত হওয়ার ঘটনা এবারই প্রথম। বিশেষজ্ঞদের মতে, এটি দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা।
তথ্যসূত্র:
1.Al-Quds Brigades: We Blew Up Israeli Vehicle in Jabaliya
– https://tinyurl.com/b3wfxctw
2. اليوم الـ 630.. “السرايا” تُدمر آلية صهيونية شرق مخيم جباليا وتواصل التصدي للعدوان
– https://tinyurl.com/mubbapfe
Comment