লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ২৮ জুন, শনিবার দক্ষিণ লেবাননে বর্বর বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। বর্বর এ হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কুনিনে একটি গাড়িতে ‘দখলদার ইসরায়েলি বাহিনী’ ড্রোন হামলা চালায়। হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লেবাননের একটি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানায়, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে থাকা এক নারীও নিহত হন এবং তার স্বামী আহত হন।
স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য এক বিবৃতিতে জানিয়েছে, টাইর এলাকার কাছে মাহরুনায় একটি মোটরসাইকেলের ওপর বর্বর ইসরায়েলি হামলায় এক নারীসহ দুইজন শহীদ এবং একজন আহত হয়েছেন। এতে বলা হয়েছে, ‘এই কার্যকলাপগুলো ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন।’
লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে বারবার বোমাবর্ষণ করেছে।
তথ্যসূত্র:
1. Israeli attacks on southern Lebanon kill three people
– https://tinyurl.com/k8up3jaj
2. Israeli strikes on south Lebanon kill three: ministry
– https://tinyurl.com/2dauhts3
Comment