মহানবী ﷺ এর কার্টুন আঁকার অপরাধে তুরস্কে ৪ কার্টুনিস্ট গ্রেপ্তার

তুরস্কে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত মুসা আলাইহিস সালাম এর ব্যঙ্গচিত্র আঁকার অপরাধে চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দেশটির ইস্তাম্বুল শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।
সম্প্রতি তুরস্কের একটি রাজনৈতিক স্যাটায়ার সাময়িকী লেমান-এ একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র ছাপা হয়। সেখানে দেখা যায়— একজন মুসলিম ব্যক্তি এবং একজন ইহুদি ব্যক্তি হাত মেলাচ্ছে এবং তাদের পায়ের নিচ থেকে একের পর এক বোমা পড়ছে। তাদের উভয়ের পিঠে একজোড়া করে পাখা এবং মাথার ওপর দেবদূতসুলভ আলোকচক্র আছে। ছবিটিতে মুসলিম ব্যক্তির নাম দেওয়া হয়েছে- ‘মোহাম্মেদ’।
লেমানের সর্বশেষ সংখ্যাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে যে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত মুসা আলাইহিস সালাম-কে ব্যঙ্গ করে কার্টুনটি আঁকা হয়েছে।
৩০ জুন (সোমবার), তুরস্কের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ার পাশাপাশি ইসলামি শরিয়াহ আইন অনুসারে এই লেমানের কর্তৃপক্ষ, সম্পাদক ও কার্টুনিস্টদের বিচারের দাবি জানান।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া গতকাল সাংবাদিকদের বলেছেন, এই কার্টুনটি বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার এবং যারা এটি অঙ্কণ ও প্রকাশের সঙ্গে যুক্ত তাদের সবাইকে আইনের কাছে জবাবদিহি করতে হবে।
তুরস্কের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে বলেছেন, ‘এই কার্টুন আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের ওপর ঘৃণ্য আঘাত।’
তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ ইস্যুতে তদন্তের ঘোষণা দিয়েছে।
তথ্যসূত্র:
1. Turkiye detains four over cartoon allegedly depicting Abrahamic prophets
– https://tinyurl.com/2c7dbtjw
2. Turkish police detain four cartoonists after image authorities say depicts the Prophet Mohammed sparks protests
– https://tinyurl.com/3pn2h96u
Comment