Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৫ মুহাররম,১৪৪৭ হিজরী || ০১ লা জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৫ মুহাররম,১৪৪৭ হিজরী || ০১ লা জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    মহানবী ﷺ এর কার্টুন আঁকার অপরাধে তুরস্কে ৪ কার্টুনিস্ট গ্রেপ্তার




    তুরস্কে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ এবং হযরত মুসা আলাইহিস সালাম এর ব্যঙ্গচিত্র আঁকার অপরাধে চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দেশটির ইস্তাম্বুল শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

    সম্প্রতি তুরস্কের একটি রাজনৈতিক স্যাটায়ার সাময়িকী লেমান-এ একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র ছাপা হয়। সেখানে দেখা যায়— একজন মুসলিম ব্যক্তি এবং একজন ইহুদি ব্যক্তি হাত মেলাচ্ছে এবং তাদের পায়ের নিচ থেকে একের পর এক বোমা পড়ছে। তাদের উভয়ের পিঠে একজোড়া করে পাখা এবং মাথার ওপর দেবদূতসুলভ আলোকচক্র আছে। ছবিটিতে মুসলিম ব্যক্তির নাম দেওয়া হয়েছে- ‘মোহাম্মেদ’।

    লেমানের সর্বশেষ সংখ্যাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে যে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ এবং হযরত মুসা আলাইহিস সালাম-কে ব্যঙ্গ করে কার্টুনটি আঁকা হয়েছে।

    ৩০ জুন (সোমবার), তুরস্কের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেওয়ার পাশাপাশি ইসলামি শরিয়াহ আইন অনুসারে এই লেমানের কর্তৃপক্ষ, সম্পাদক ও কার্টুনিস্টদের বিচারের দাবি জানান।

    তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া গতকাল সাংবাদিকদের বলেছেন, এই কার্টুনটি বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার এবং যারা এটি অঙ্কণ ও প্রকাশের সঙ্গে যুক্ত তাদের সবাইকে আইনের কাছে জবাবদিহি করতে হবে।

    তুরস্কের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে বলেছেন, ‘এই কার্টুন আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের ওপর ঘৃণ্য আঘাত।’

    তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ ইস্যুতে তদন্তের ঘোষণা দিয়েছে।


    তথ্যসূত্র:
    1. Turkiye detains four over cartoon allegedly depicting Abrahamic prophets
    https://tinyurl.com/2c7dbtjw
    2. Turkish police detain four cartoonists after image authorities say depicts the Prophet Mohammed sparks protests
    https://tinyurl.com/3pn2h96u
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দখলদার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র






    গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাওয়া সত্ত্বেও দখলদার ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমা কিট এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে।

    ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, এই সম্ভাব্য অস্ত্র বিক্রির আওতায় দুর্বৃত্ত ইসরায়েল ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮বি/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) গাইডেন্স কিট পাবে যা বিএলইউ-১০৯ বোমায় ব্যবহার করা হয়।

    এছাড়া ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) কিটও পাবে দেশটি যা এমকে-৮২ বোমায় ব্যবহৃত হয়। এ ছাড়া থাকবে প্রকৌশল, সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা।

    এই অনুমোদন এমন এক সময়ে এলো, যখন গাজা উপত্যকাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত ৫৬ হাজার ৫০০ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

    শুধু সোমবারই বর্বর ইসরায়েলি বিমান ও কামান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯৫ জন। লক্ষ্যবস্তু ছিল বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলসহ জনবহুল এলাকা।

    এই প্রেক্ষাপটে দুর্বৃত্ত ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখায় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। অনেক মানবাধিকার সংগঠন ও বিশ্লেষক এই সহায়তাকে ‘যুদ্ধাপরাধে সরাসরি যুক্ত থাকার নামান্তর’ বলে অভিহিত করছেন।


    তথ্যসূত্র:
    1. US approves $510M sale of munitions guidance kits to Israel
    https://tinyurl.com/4j73jep6
    2. Israel – Munitions Guidance Kits and Munitions Support
    https://tinyurl.com/yj427h6y
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ শ্রমিকদল নেতার



      ভোলার তজুমদ্দিনে চাঁদার টাকা না দেওয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

      অভিযুক্ত শ্রমিকদল নেতার নাম ফরিদউদ্দিন। সে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

      জানা যায়, শনিবার রাতে ভুক্তভোগীর স্বামীকে বাসায় ডেকে নেয় শ্রমিকদল নেতা ফরিদউদ্দিন। এসময় আগে ফরিদউদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ভুক্তভোগীর স্বামীকে আটকে নির্যাতন করে চাঁদা দাবি করে। একপর্যায়ে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে স্ত্রীকে বলা হয়।

      পরে রবিবার সকালে ভুক্তভোগী ঘটনাস্থলে স্বামীকে ছাড়িয়ে আনতে গেলে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অসম্মতি জানালে ফের ভুক্তভোগীর স্বামীকে পিটিয়ে জখম করে ফরিদউদ্দিন।

      ভুক্তভোগী নারী গণমাধ্যমকে বলেছেন, ‘ভাই’ বলে কেঁদে কেঁদে আত্মরক্ষা চাইলেও থামেনি ধর্ষকেরা, পায়ে ধরে কান্নাকাটি করলেও ধর্ষকদের হাত থেকে রক্ষা হয়নি।

      ধর্ষণ শেষে স্বামী-স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় ধর্ষণের স্বীকার হওয়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই নারী ৯৯৯-এ ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

      স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


      তথ্যসূত্র:
      ১. শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
      https://tinyurl.com/2wt2vt37
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন; নেট জুড়ে সমালোচনার ঝড়


        চলতি বছরের আলিম পরীক্ষায় বাংলা প্রথমপত্রে শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্ন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

        বাংলা বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবো না’- শেখ মুজিবের এ বক্তব্যকে উদ্ধৃত করে প্রশ্নটি করা হয়েছে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

        প্রশ্নপত্র ঘেঁটে দেখা যায়, ১৫ নম্বর প্রশ্নে উল্লেখ রয়েছে ‘ভরসা হলো, আর দমাতে পারবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভরসা হওয়ার কারণ?

        প্রশ্নের উত্তরের অপশনগুলোর মধ্যে বলা হয় ‘(ক) বাঙালি বুঝেছে তাদের মুখের ভাষা কেড়ে নিতে চায় (খ) একুশে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবরে সারাদেশে হরতাল হয়েছে (গ) ফরিদপুরে রাজবন্দীর মুক্তি চেয়ে স্লোগান হওয়ায় এবং (ঘ) বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দেওয়ায়।

        মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে বলেছেন, প্রশ্নপত্রের বিষয়টি জেনেছি। এ নিয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমিও আছি। ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। যারা এ প্রশ্নপত্র প্রণয়নে জড়িত তাদের বহিষ্কার করা হবে।


        তথ্যসূত্র:
        ১. আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, তদন্তে ৪ সদস্যের কমিটি
        https://tinyurl.com/5n762rmm
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভারতের উত্তরাখণ্ডে মুসলিম যুবকের ধর্মীয় পরিচয় পেয়ে নির্মম মারধর


          ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে এক মুসলিম যুবককে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্মমভাবে মারধর করা হয়েছে। আক্রান্ত যুবকের নাম মুইব, তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। গত ২৬ জুন রাতে তিনি হরিদ্বারের গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী একদল যুবকের হাতে লাঞ্ছনার শিকার হন।

          গত ৩০ জুন ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার রাতে মুইবকে তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি মুসলিম পরিচয় দেন। এরপরই প্রায় ৮ থেকে ১০ জনের একটি দল তাকে গালিগালাজ করতে শুরু করে এবং একপর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

          পরে আহত মুইবকে প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নেওয়া হলেও, সেখানে পর্যাপ্ত চিকিৎসার অভাবে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা শুরু হলেও অর্থনৈতিক সংকটের কারণে পরদিন তাকে বাড়িতে ফিরিয়ে আনতে হয়। তবে বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

          ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা কানখাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।


          তথ্যসূত্র:
          1. Hate Crime: Muslim Youth Brutally Assaulted in Haridwar; No Arrests Yet
          https://tinyurl.com/4824xsbv
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ফটো রিপোর্ট || কাশ্মীরে ভারতীয় বাহিনীর দমন অভিযান, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘরবাড়ি


            কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার পর ভারতীয় বাহিনী উপত্যকা জুড়ে শুরু করেছে নজিরবিহীন দমন অভিযান। ভারত সরকার ওই অঞ্চলে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং ভারতের মতে কথিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় বহু মুসলিমের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

            ভারতীয় গণমাধ্যম দ্য অবজারভার পোস্ট ১লা জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এ পর্যন্ত অন্তত দশটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পেহেলগাম হামলায় জড়িত সন্দেহভাজনদের বাড়ি, পাশাপাশি এমন কিছু ঘরও রয়েছে যাদের বাসিন্দাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

            এই অভিযান শুধু অভিযুক্তদের বাড়িতে সীমাবদ্ধ থাকেনি; আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখন ফাটল ধরা ছাদ ও অনিরাপদ কাঠামোর নিচে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। পুরো পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়িয়ে তুলেছে ভয়, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা।

            বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস, পরিবার উচ্ছেদ এবং দমনমূলক পদক্ষেপের এই ধারাবাহিকতা উপত্যকায় এক গভীর মানবিক সংকটের জন্ম দিচ্ছে।


            তথ্যসূত্র:
            1. In Photos: The Ruins of Homes and Lives After Government’s Crackdown in Kashmir
            https://tinyurl.com/548ynha8
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              গাজায় স্কুল, ত্রাণ বিতরণকেন্দ্রে বর্বর ইসরায়েলি হামলায় শহীদ ৯৫


              গাজায় একটি ক্যাফে, একটি স্কুল এবং ত্রাণ বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া একটি হাসপাতালে বর্বর ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

              ৩০ জুন, সোমবারের হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জনই গাজা সিটি এবং গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। উত্তর গাজা সিটিতে সমুদ্রের তীরে অবস্থিত আল-বাকা ক্যাফেটেরিয়া নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৩৯ জন শহীদ হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

              শহীদদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন। আল-বাকা ক্যাফেটেরিয়ায় জড়ো হওয়া নারী ও শিশুরাও নিহত হয়েছেন বলে জানা গেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দখলদার ইসরায়েলি বিমান থেকে সেখানে বোমা ফেলা হয়েছে।

              ইয়াহিয়া শরীফ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা লোকজনকে ছিন্নভিন্ন অবস্থায় পেয়েছি। এই জায়গাটি কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত না। কোনো রাজনীতি বা কোনো সামরিক সংস্থার সঙ্গে এর সম্পর্ক নেই। জন্মদিনের পার্টিতে শিশুসহ লোকজনে এটি পরিপূর্ণ ছিল। বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

              গাজা থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই ওই ক্যাফেতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই এলাকাটি অনেক আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখনো অনেক স্থানে রক্তের দাগ রয়ে গেছে।

              দখলদার ইসরায়েলি বাহিনী সোমবারও গাজা শহরের ইয়াফা স্কুলে বোমা হামলা চালায়। সেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে সেখান থেকে চলে আসা হামাদা আবু জারাদেহ বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পাঁচ মিনিটের মধ্যে সরে যাওয়া হুমকি দেওয়া হয়েছিল। এরপরেই সেখানে হামলা চালানো হয়।

              আবু জারাদেহ বলেন, আমরা জানি না কী করব এবং কোথায় যাব। ৬৩০ দিনেরও বেশি সময় ধরে পুরো বিশ্ব আমাদের হতাশ করেছে। প্রতিদিনই আমাদের চারপাশে মৃত্যু ওৎ পেতে থাকে। গাজার মধ্যাঞ্চলে আল-আকসা হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।

              এছাড়াও, দক্ষিণ গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন শহীদ হয়েছে। ওই হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।


              তথ্যসূত্র:
              1. Israel bombs Gaza aid sites, cafe and school, killing 95 Palestinians
              https://tinyurl.com/4whxdazj
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                দুই কাশ্মীরিকে খুন ও একজনকে গ্রেফতার করেছে ভারতীয় সেনারা


                দখলদার ভারতীয় বাহিনী কাশ্মীরে আবারো বর্বরতা চালিয়েছে। জম্মু-কাশ্মীরের রাজৌরির কেরি এলাকায় কথিত ‘তল্লাশি অভিযানের’ নামে দুই নিরীহ কাশ্মীরি যুবককে নির্মমভাবে হত্যা ও একজনকে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।

                গত ৩০ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ হত্যাকাণ্ড চালায়। ভারতীয় সেনারা দখলকৃত ভূখণ্ডে দিনকে দিন বেসামরিক নাগরিকদের টার্গেট করছে, এবং এসব অভিযানকে ‘জঙ্গিবিরোধী অভিযান’ বলে প্রচার করছে, যা আসলে কাশ্মীরিদের দমিয়ে রাখার এক নিষ্ঠুর কৌশল।

                ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচার করা হয়েছে যে, নিহত ও গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘জঙ্গি’। তবে স্বাধীন পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মীদের মতে, ভারতীয় বাহিনী কাশ্মীরিদের ‘জঙ্গি’ তকমা দিয়ে নির্বিচারে হত্যা ও গ্রেফতার করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।


                তথ্যসূত্র:
                1. Indian troops martyr two Kashmiri youth, arrest one in Rajouri
                https://tinyurl.com/z5fsr3f4
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  কেরালায় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, হিন্দুদের পাত্র থেকে পানি পান করাই ছিল অপরাধ



                  ভারতের কেরালা রাজ্যে ৩৬ বছর বয়সী আশরাফ নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা। তার অপরাধ ছিল এক গ্লাস পানি পান করা!

                  গত ২৭ এপ্রিল কর্ণাটকের মাঙ্গালোর শহরের একটি ক্রিকেট মাঠে ঘটনাটি ঘটে।

                  জানা যায়, মানসিকভাবে ভারসাম্যহীন আশরাফ মাঠের ধারে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। হঠাৎ তৃষ্ণাবোধ করলে তিনি মাঠের পাশে খেলোয়াড়দের জন্য রাখা পানির পাত্র থেকে পানি পান করেন।

                  এই ঘটনাকে কেন্দ্র করে মাঠের কয়েকজন হিন্দুত্ববাদী যুবক ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শচীন নামে একজন আশরাফের গলা চেপে ধরে এবং রবীন্দ্র নায়েক তাকে ব্যাট দিয়ে আঘাত করে। পরে আরও অন্তত ২৫–৩০ জন হামলায় যোগ দেয়। ব্যাট ও স্ট্যাম্প দিয়ে মারধরে আশরাফ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

                  পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার শরীরের প্রায় প্রতিটি অংশেই আঘাতের চিহ্ন ছিল।

                  স্থানীয় পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অনেকেই চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও বজরং দলের কর্মী। তবে পুলিশ প্রথমে মামলাটি ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করে, যার ফলে তদন্ত বিলম্বিত হয় এবং অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।

                  ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আশরাফ নাকি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন। তবে ব্যাপক সমালোচনার মুখে সে পরে এই বক্তব্য প্রত্যাহার করে। মানবাধিকার কর্মীদের মতে, এটি ছিল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা।


                  তথ্যসূত্র:
                  1. Kin of man lynched in M’luru, say he was mentally unwell, spoke less
                  https://tinyurl.com/36hj8x3v
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    আহ! সারা বিশ্বেই আজ মুসলমান নির্যাতিত -নিপিড়ীত। হে আল্লাহ! মুসলমানদের জন্য একজন ওয়ালী ও নাসীর প্রেরণ করো, আমীন।

                    Comment

                    Working...
                    X