Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৬ মুহাররম,১৪৪৭ হিজরী || ১২ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৬ মুহাররম,১৪৪৭ হিজরী || ১২ জুলাই, ২০২৫ ঈসায়ী​​

    ইসরায়েলি বর্বরতায় গাজা এখন ‘শিশুদের কবরস্থান’



    দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনে বিপর্যস্ত গাজায় মানবিক বিপর্যয় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজা এখন শিশুদের কবরস্থান ও অনাহারের রাজ্যে পরিণত হয়েছে। ১১ জুলাই, শুক্রবার আলজাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ ল্যাজারিনি জানায়, সন্ত্রাসী ইসরায়েল গাজায় একটি নিষ্ঠুর ও পরিকল্পিত হত্যাযজ্ঞের ফাঁদ তৈরি করেছে। গাজার মানুষ এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের সামনে বেছে নেওয়ার মতো মাত্র দুটি পথ রয়েছে। ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলিতে প্রাণ হারানো।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় ৮১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন কেবল খাদ্য সহায়তা সংগ্রহের সময়। এর মধ্যে অন্তত ৬৩৪ জন শহীদ হয়েছে মার্কিন ও ইসরায়েল সমর্থিত এনজিও জিএইচএফ পরিচালিত বিতরণকেন্দ্রের আশপাশে।

    শুক্রবার গাজার দেইর আল-বালাহ এলাকায় খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা ১৫ জন ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করা হয়, যাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। একই দিন রাফাহ শহরে সহায়তা সংগ্রহের সময় আরও অন্তত ১১ জন শহীদ হন।

    জিএইচএফের সঙ্গে যুক্ত মার্কিন ঠিকাদার ও দখলদার ইসরায়েলি সেনারা স্বীকার করেছে যে, তারা কখনও কখনও নিরস্ত্র মানুষকে গুলি করেছে, যারা খাবারের আশায় জড়ো হয়েছিলেন।

    বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপ্রধান কার্ল স্কাউ গাজার পরিস্থিতিকে তার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে। সে জানায়, গাজার জনসাধারণের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, কিন্তু এসব ত্রাণ ট্রাক দিয়ে গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে মানুষ বাধ্য হয়ে বিতর্কিত জিএইচএফ কেন্দ্রগুলোর ওপর নির্ভর করছে।

    এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানির সংকটে হাসপাতালগুলো কার্যত অচল। অনেক জরুরি সেবা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে অ্যাম্বুলেন্স চলাচলও। ফলে আহতদের গন্তব্যে নিতে হচ্ছে ঘোড়ার গাড়ি বা পশুবাহনে।


    তথ্যসূত্র:
    1. Israel turning Gaza into ‘graveyard of children and starving’: UNRWA chief
    https://tinyurl.com/3ex5jvvw
    2.Under our watch, #Gaza has become the graveyard of children & starving people
    https://tinyurl.com/z4kyjsmp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিডিও || ভারতে মহিষ পরিবহন করায় দুই মুসলিমকে হয়রানি করলো হিন্দুত্ববাদীরা


    গরু নয়, এবার মহিষ পরিবহনের কারণে দুই মুসলিম ব্যক্তিকে চরম হয়রানির শিকার হতে হয়েছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় বজরং দলের সদস্যদের হাতে। ১২ জুলাই মধ্য প্রদেশের বক্সওয়াহা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই দুই ব্যক্তি মহিষ পরিবহন করছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে গরু পাচারের মিথ্যা অভিযোগ তোলা হয় এবং তারা হিন্দুত্ববাদী দলের সদস্যদের আক্রমণের শিকার হন।

    ভারতীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিন্দুত্বওয়াচ তাদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, রাষ্ট্রীয় বজরং দলের কর্মীরা দুই মুসলিম ব্যক্তিকে থামিয়ে গরু পাচারের অভিযোগ তোলে এবং তাদের সাথে অমানবিক আচরণ করে। এ সময় ভিডিওতে স্পষ্ট দেখা যায় গরু নয় তারা মহিষ পরিবহন করছিল।

    ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:



    https://archive.org/details/vhp-bajr...oes-12-07-2025

    তথ্যসূত্র:
    1. Cow vigilantes affiliated to VHP-Bajrang Dal stopped two men transporting buffaloes and harassed them,
    https://tinyurl.com/8kucjcsf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || এবার আসামে যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় বজরং দল’



      ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় বজরং দল’ (এএইচপি) আসামের কামরূপ জেলার রাঙ্গিয়া শহরে একটি অস্ত্র প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। ২ থেকে ৬ জুলাই পর্যন্ত পাঁচদিনব্যাপী আয়োজিত এই শিবিরে এক ডজনেরও বেশি যুবককে বন্দুক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।

      গত ১১ জুলাই গবেষণা ও মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিন্দুত্বওয়াচ তাদের সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, প্রশিক্ষণ শিবিরে যুবকদের বন্দুক চালানো, বন্দুক তাক করার কৌশল, এবং অস্ত্র নিয়ন্ত্রণের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়া হচ্ছে।

      উল্লেখ্য যে, এই প্রশিক্ষণটি রাষ্ট্রীয় বজরং দলের ধারাবাহিক কর্মসূচির অংশ। সংগঠনটি নিয়মিতভাবে ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দু যুবকদের এমন প্রশিক্ষণ প্রদান করছে।

      ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:



      https://archive.org/details/bajarang...ing-12-07-2025

      তথ্যসূত্র:
      1. AHP-Rashtriya Bajrang Dal held a training
      https://tinyurl.com/4hn55tfa
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬


        যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের আবারও বর্বর ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ১১ জুলাই, শুক্রবার দেশটির আল-নাবাতিয়া শহরে চালানো এ হামলায় অন্তত ৬ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলদার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও সাম্প্রতিক এই হামলা আবারও ওই অঞ্চলের উত্তেজনাকে উস্কে দিয়েছে।

        স্থানীয় সময় শুক্রবার দুপুরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের আল-নাবাতিয়া শহরে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলেই ১ জন নিহত হন এবং ৫ জন মারাত্মকভাবে আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

        হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সাধারণ নাগরিকদের ব্যবহৃত একটি বাহন ছিল। ড্রোন হামলার পরপরই ঘটনাস্থলে ব্যাপক আগুন ধরে যায় এবং উদ্ধারকাজে বেগ পেতে হয়।

        এই ঘটনার প্রেক্ষিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মন্তব্য করেছে, বর্তমান পরিস্থিতিতে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও প্রশ্নই ওঠে না। সে জানায়, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের এসব কর্মকাণ্ড বন্ধ না হলে অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়বে।


        তথ্যসূত্র:
        1. Lebanon says Israeli strike kills one as Beirut rules out normalisation
        https://tinyurl.com/347pk67e
        2. Israeli strike in south Lebanon said to kill one person, wound five
        https://tinyurl.com/3b4mmjzw
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ভারতীয় নাগরিক



          নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

          এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
          আটককৃত মহিদুল মণ্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মণ্ডলের ছেলে।

          স্থানীয় ও পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মণ্ডলকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে মহিদুল নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয় এবং সে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে স্বীকার করে।

          গত ১৫-১৬ দিন আগে ভারতে থাকা কিছু বাংলাদেশির সঙ্গে কাজের আশায় সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে।


          তথ্যসূত্র:
          ১. বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
          https://tinyurl.com/yesmaxuw
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত অর্ধশতাধিক



            দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার(১১জুলাই) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কাচিনিয়া বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

            সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় অন্তত ৪০টি মোটরসাইকেল। পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা, দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল বাজারে অবস্থান নেয়।

            স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা কাচিনিয়া বাজারে একটি সভার আয়োজন করলে সেখানে আখতারুজ্জামানের অনুসারীরা হামলা চালায়।

            প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, প্রথমে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জলিল শাহকে প্রকাশ্যে মারধর ও বিবস্ত্র করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী।


            তথ্যসূত্র:
            ১. দিনাজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
            https://tinyurl.com/34a5ah8d
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              আরও এক কাশ্মীরি মুসলিমের সম্পত্তি দখলে নিল দখলদার ভারত


              আরও এক কাশ্মীরি মুসলিমের সম্পত্তি দখলে নিল দখলদার ভারত। কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কাজ বা ভারতের স্বার্থ বিরোধী কার্যক্রমের অভিযোগে ওই মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত।

              ১২ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরের বান্দিপোরা জেলার বাসিন্দা হাসির রফিক নামে এক ব্যক্তির জমি বাজেয়াপ্ত করেছে ভারতীয় প্রশাসন, যার মধ্যে রয়েছে ১ কানাল ১৮.৫ মার্লা জমি বা ৩.৫৯ কোটি টাকা মূল্যের কৃষিজমি।

              হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ জানিয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে এই সম্পত্তিটি বাজেয়াপ্ত করা হয়েছে।


              তথ্যসূত্র:
              1. Indian police attach residential house, orchard land of another Kashmiri in IIOJK
              https://tinyurl.com/554hwbzw
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                আরাকান আর্মির দমনপীড়নে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও দেড়লাখ রোহিঙ্গা; বেশিরভাগই নারী ও শিশু




                জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলেছে, গত ১৮ মাসে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। এর ফলে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে।

                শুক্রবার (১১জুলাই) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

                সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে চলমান সংঘাত এবং বিশেষ করে রাখাইন রাজ্যকে লক্ষ্যবস্তু করায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

                ইউএনএইচসিআর বলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দেড় বছরে আরও দেড় লাখ যুক্ত হয়েছে। ফলে এলাকাটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানের একটিতে পরিণত হয়েছে।

                নতুন করে বাংলাদেশে প্রবেশ করা এসব রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। এসব শরণার্থীর বেশিরভাগই নারী ও শিশু। এদের অধিকাংশই জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছে।

                সংস্থাটি বলছে, শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মূলত সহায়তার ওপর নির্ভরশীল। ফলে নতুন করে শরণার্থী যোগ হওয়ায় সংকট দেখা দিয়েছে। যারা নিবন্ধিত শরণার্থী তাদের মানবিক সহায়তা প্রদান করছে দাতা সংস্থাগুলো। তবে, যারা নিবন্ধনের আওতায় আসেনি; তাদের কাছে খাবার, চিকিৎসা সেবা, শিক্ষা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীসহ মৌলিক পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকদের।


                তথ্যসূত্র:
                ১.বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গা
                -https://tinyurl.com/bdfd7n44
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  সুনামগঞ্জ সীমান্তে বুক বরাবর গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ



                  সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

                  নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

                  পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গরু পারাপার করে আনতে যায় শফিকুল ইসলাম (৪৫)। বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মূলত গুলিটি তার বুক বরাবর লেগেছে।


                  তথ্যসূত্র:
                  https://tinyurl.com/4x4ee9ez
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    সিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী




                    সিরিয়ার গোলান মালভূমির কাছে অবস্থিত কুনেইত্রা প্রদেশের বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী। ১১ জুলাই, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-ইখবারিয়া সিরিয়া।

                    প্রতিবেদনে বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে, আল-রাফিদের পশ্চিমে, একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু ডুনাম (১ ডুনাম = ১,০০০ বর্গমিটার) জমি পুড়ে যায়।”

                    নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল-ইখবারিয়া জানিয়েছে যে জাতিসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।

                    এর আগে একই দিন, কুনেইত্রার ডেপুটি গভর্নর মুহাম্মদ আল-সাঈদ সংবাদ সংস্থা আনাদোলুকে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলে আটটির বেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এসব ঘাঁটি কুনেইত্রার উত্তরে — বিশেষত ইয়ারমুক অববাহিকার ভেতরে গড়ে তোলা হয়েছে, যা সরাসরি ১৯৭৪ সালের ডিসেংগেজমেন্ট চুক্তির লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

                    তিনি আরও বলেন, “এই ঘাঁটিগুলোর কারণে প্রায় ৬,০০০ হেক্টর (১৪,৮০০ একর) কৃষি জমি ও পশু চারণভূমি এখন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বহু পরিবার তাদের গবাদিপশুর খাবার এবং জীবিকা হারাচ্ছে।”

                    প্রসঙ্গত, দখলদার ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অঞ্চল দখল করে নেয় এবং পরে তা একতরফাভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে।

                    মূলত ২০২৪ সালের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ভেতরে ইসরায়েলি হামলা ব্যাপকভাবে বেড়ে গেছে।
                    ইসরায়েল শুধু হামলাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তারা ১৯৭৪ সালের যুদ্ধবিরতির পর গঠিত ‘বাফার জোন’ বা নিরপেক্ষ অঞ্চলকে কার্যত ‘অকার্যকর’ ঘোষণা করে সেখানে নিজের সেনা মোতায়েন এবং নির্মাণ কাজ শুরু করেছে।


                    তথ্যসূত্র:
                    1. Israel deliberately sets fire to Syrian lands near Quneitra
                    https://tinyurl.com/3dw7zeak
                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment

                    Working...
                    X