গাজায় গণহত্যায় অংশ নেওয়া আরও এক দখলদার সেনার আত্মহত্যা

ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক দখলদার ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। নিহত ওই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিল।
গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো কোনো সক্রিয় সেনার আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিল এবং গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে অংশ নিয়েছিল।
এর আগে গত সপ্তাহে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেছে, আরেক সেনাকে ঘাঁটি থেকে একইভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ইসরায়েলি সেনাদের একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে রাজনীতিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।
ইসরায়েলি সংসদের বিরোধী নেতা ইয়াইর লাপিদ এক্স-এ লিখেছে, “গত এক সপ্তাহে তিনজন সেনা আত্মহত্যা করেছে। এটা এক দমবন্ধ করা বাস্তবতা।”
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এ প্রবণতা বেড়েছে।
এর আগে গত ৬ জুলাই সাফেদ শহরের কাছে একটি জঙ্গলে এক রিজার্ভ সেনা নিজেকে শেষ করে দেয়। ধারণা করা হচ্ছে, যুদ্ধ-পরবর্তী মানসিক আঘাত থেকেই সে এই সিদ্ধান্ত নেয়। ইসরায়েল হায়োম পত্রিকার হিসাবে, ২০২৪ সালে ২১ জন সেনা আত্মহত্যা করেছে। হারেৎজ আরও আগেই জানিয়েছিল, গাজা আগ্রাসন শুরুর পর ৪২ জন সেনা আত্মহত্যা করেছে।
তথ্যসূত্র:
1. Another Israeli soldier commits suicide, in 3rd death in 10 days
– https://tinyurl.com/4mbajrwx
Comment