বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বৃদ্ধকে মারধর করে গুরুতর আহত করলো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৬০) নামের এক বৃদ্ধকে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৬ জুলাই) ভোরে স্থানীয় এক যুবক বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করেন এবং পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয় এবং হাত-পায়ে ক্ষতস্থানগুলোতে একাধিক সেলাই দেওয়া হয়। রোববার (২৭ জুলাই) দুপুরে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। বৃদ্ধ আলী আকবর দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
আহত বৃদ্ধ আলী আকবর গণমাধ্যমকে বলেছে, ভোরে প্রাকৃতি ডাকে সাড়া দিয়ে হুদাপাড়া সীমান্তের কাছাকাছি গেলে বিএসএফের তিনজন সদস্য আমাকে পেটাতে থাকে। এসময় আমি তাদেরকে বলি যে, আমি তো সীমান্ত অতিক্রম করিনি আমাকে ছেড়ে দেন। তবুও তারা আমাকে রাইফেলের সামনের অংশ দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে খোচাতে থাকে এবং পেটাতে থাকে। এরপর আমাকে ফেলে রেখে তারা চলে যায়।
তথ্যসূত্র:
১. বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বৃদ্ধকে পিটিয়ে আহত করলো বিএসএফ
– https://tinyurl.com/yntj5fm7
Comment