জাতিসংঘের মানবাধিকার কমিশনকে লাল কার্ড দেখিয়ে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘লাল কার্ড সমাবেশ’ করেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন দেশের মূল্যবোধ, স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এসময় তারা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।
প্ল্যাকার্ড গুলোতে ‘গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে’; ‘কমিশন না সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব’; ‘জাতিসংঘের চুক্তি, মূল্যবোধের হুমকি‘; ‘গোলামি না মুক্তি, মুক্তি মুক্তি’ ইত্যাদি লেখা ছিল।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ রায়হান গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে কোনোভাবেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কোনো ভুয়া কমিশন প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। অথচ ইউনুস সরকার অতি দ্রুত এটির অনুমোদন দিয়েছে, যা আমরা বাতিলের দাবি জানাই। দেশে এখন মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। যখন মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়, তখন থেকেই সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছিল। অথচ ড. ইউনুস মিথ্যা জঙ্গি মামলা দিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ব্যস্ত রেখে চুপিসারে এই কমিশনের অনুমোদন দিয়ে দিয়েছে।
সমাবেশে আরেক শিক্ষার্থী বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটি কোনো মানবাধিকার সংস্থা নয়, যেখানে মানুষ মারা গেলে কোনো সমবেদনা প্রকাশ করা হয় না।
তথ্যসূত্র:
১. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশন বাতিলের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লাল কার্ড’ সমাবেশ
– https://tinyurl.com/ykc5kdyv
Comment