গুলি করে হত্যার পর তিন দফা বৈঠকেও বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল না বিএসএফ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুর রহমানের (৩৭) লাশ তিন দফা পতাকা বৈঠকের পর ৪২ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি বিএসএফ।
শনিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে সর্বশেষ পতাকা বৈঠকে বিএসএফ জানায়, নিহত আব্দুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য তারা নিজেদের হেফাজতে নেবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে লাশ ফেরত দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মরহুম খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে চোরাচালানের মহিষ কিনে কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরছিল। এ সময় আন্তর্জাতিক পিলার নং ১৩৩৮-৩৯ এর মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে হঠাৎ করে বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রহমান। এ সময় বিএসএফের গুলিতে আহত হয়ে নিহতের ভাতিজা জামিল আহমদ (২৫) ও ডোনা ৯ নম্বর গ্রামের ছলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৭) দেশে ফিরে আসতে সক্ষম হয়।
তথ্যসূত্র:
১. সিলেট সীমান্তে তিন দফা পতাকা বৈঠকের পরও লাশ ফেরত দিলো না বিএসএফ
– https://tinyurl.com/muxdn4jw
Comment