৭০০ দিনের আগ্রাসনে গাজাকে ৯০% ধ্বংস করেছে দখলদার ইসরায়েল

গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের লাগাতার সামরিক হামলা ৭০০ দিনে গড়ালেও থামেনি ধ্বংসযজ্ঞ। দুর্বৃত্ত ইসরায়েলের এই দীর্ঘ আগ্রাসনে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম অফিস।
এক বিবৃতিতে অফিসটি জানায়, এই হত্যাযজ্ঞে গাজার অবকাঠামোর প্রায় ৯০% ধ্বংস হয়ে গেছে এবং এর সঙ্গে চলছে ‘গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির সুসংগঠিত নীতি।
তাদের হিসেবে, এ পর্যন্ত কমপক্ষে ৭৩ হাজার ৭০০’রও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ২০,০০০ শিশু এবং ১২,৫০০ নারী রয়েছে। ২,৭০০ পরিবার সম্পূর্ণভাবে নাগরিক নিবন্ধন থেকে মুছে গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন ১,৬৭০ জন চিকিৎসাকর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ১৭৩ জন পৌর কর্মচারী। আহত হয়েছেন কমপক্ষে ১ লাখ ৬২,০০০ এরও বেশি মানুষ, যাদের অনেকেই হাত-পা হারানো, পক্ষাঘাতগ্রস্ত হওয়া বা দৃষ্টিশক্তি হারানোর মতো জীবন-পরিবর্তনকারী আঘাতের শিকার।
অফিসটি জানিয়েছে, ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হাজার হাজার অন্যান্য সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও, গাজা শহর ও উত্তরাঞ্চলের মানুষদের বাড়িতে ফেরার অনুমতি না দিয়ে এবং অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল গণ-বাস্তুচ্যুতি চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
গণমাধ্যম অফিস বলেছে, কয়েক লক্ষ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, যার ফলে ২৪ লাখ বাসিন্দা – যাদের মধ্যে ১০ লাখেরও বেশি শিশু – চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়েছে।
তারা ইসরায়েল ও এর মিত্রদের, বিশেষত যুক্তরাষ্ট্রকে, এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করে আরব ও ইসলামি দেশগুলো, বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন তারা অবিলম্বে আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়, অবরোধ প্রত্যাহার করে।
গাজার সরকারি গণমাধ্যম অফিসের তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে এই যুদ্ধ কেবল বোমা ও গোলার আঘাত নয়, বরং একটি সুসংগঠিত গণহত্যা, অবরোধ ও বাস্তুচ্যুতির নীতি। দুর্বৃত্ত ইসরায়েলের ৭০০ দিনের এই দীর্ঘ আগ্রাসনে গাজা কার্যত একটি মানবিক শূন্যভূমিতে পরিণত হয়েছে—যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো প্রাণ, আর জীবিতরা বেঁচে আছে দুর্ভিক্ষ ও অনিশ্চয়তার ভয়ে। বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের উপর এভাবে আগ্রাসন চালিয়ে সন্ত্রাসী ইসরায়েল বর্বরতার সব ধরনের সীমা অতিক্রম করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
তথ্যসূত্র:
1. 700 days of Israeli war leave 90% of Gaza destroyed, $68B in losses: Media office
– https://tinyurl.com/4yzc8s53
2. 700 days of Israeli bombing destroys 90% of Gaza, kills 64,400
– https://tinyurl.com/bdcvk5h9
Comment