ভারতে মুসলিম পরিবারকে টার্গেট করে উগ্র হিন্দুত্ববাদীদের নৃশংস হামলা

ভারতের উত্তরপ্রদেশের হাপুরে উগ্র হিন্দুত্ববাদীদের ভয়াবহ হামলার শিকার হয়েছে এক মুসলিম পরিবার। ওই হামলায় তিনজন গুরুতরভাবে আহত হন এবং পরিবারের বোরখা পরিহিত নারীরা প্রকাশ্যে হেনস্তার শিকার হন।
গত ২৩ সেপ্টেম্বর মুসলিম মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর পাখোয়া থানার অন্তর্গত মাসুতা মোড়ে ঘটনাটি ঘটে। গাজিয়াবাদের মছিনা গ্রামের বাসিন্দা সজিদ তার পরিবার নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এসময় ডজনখানেক হিন্দুত্ববাদী দুষ্কৃতকারী লোহার রড ও ইট নিয়ে তাদের গাড়ি আটকায়। মুহূর্তেই গাড়ি ভাঙচুর করা হয় এবং চালকসহ পরিবারের সবাইকে পিটিয়ে রক্তাক্ত করে। বোরকা পরিহিত নারীরাও তাদের হাত থেকে রেহাই পাননি।
হামলার সময় শাহজাদ নামের স্থানীয় এক যুবক প্রতিরোধ করতে গেলে তাকেও অমানবিকভাবে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পুলিশ নিশান্ত, ছোটু, শিবা ও মোহিত নামে চারজন হিন্দুত্ববাদীকে গ্রেপ্তার করেছে। তবে ভারতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে দোষীদের গ্রেপ্তার দেখানো হলেও পরবর্তীতে তাদেরকে কোনো বিচার ছাড়াই ছেড়ে দেওয়া হচ্ছে। এর ফলে ধারাবাহিকভাবে ইসলামবিদ্বেষী হামলার প্রবণতা বাড়ছে।
হাপুর ও আশপাশের জেলার মুসলিম নেতারা এই আক্রমণকে উত্তর প্রদেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে চলা গণপিটুনির এক উদ্বেগজনক ধারা হিসেবে বর্ণনা করেছেন। তাদের অভিযোগ, অপরাধীদের কার্যকর শাস্তি না দেওয়ায় এ ধরনের সহিংসতাকে উৎসাহিত করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Mob attack on Muslim family in UP’s Hapur sparks outrage and calls for justice
– https://tinyurl.com/y8dkxrd4
Comment