Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৪ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৪ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    রক্তের ওপর দাঁড়িয়ে কর্পোরেট সাম্রাজ্য: ইসরায়েলের গণহত্যায় সহযোগী ১৫৮ কোম্পানি



    অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো আন্তর্জাতিক কোম্পানিগুলোর কদর্য মুখোশ অবশেষে উন্মোচন করেছে জাতিসংঘ। জেনেভা থেকে প্রকাশিত হালনাগাদ ডেটাবেজে উঠে এসেছে ১১টি দেশের ১৫৮টি বহুজাতিক প্রতিষ্ঠানের নাম, যাদের মধ্যে রয়েছে এয়ারবিএনবি, বুকিং.কম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত কর্পোরেট জায়ান্ট। এই প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায়িক মুনাফার জন্য দখলদার ইসরায়েলের নৃশংস দমননীতি ও গণহত্যার কুশীলব হয়ে উঠেছে। ফিলিস্তিনি ভূমি দখল, ঘরবাড়ি ধ্বংস আর জনগণকে উচ্ছেদ করে রক্তের ওপর দাঁড় করানো এ বসতিগুলো আসলে চলছে তাদেরই সরবরাহকৃত অর্থ, প্রযুক্তি আর সেবার জোরে।

    জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক স্পষ্ট ভাষায় বলেছে— দুর্বৃত্ত ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন, যা ‘যুদ্ধাপরাধের শামিল’। অথচ পশ্চিমা ও এশীয় নানা দেশের বহুজাতিক কোম্পানিগুলো বিন্দুমাত্র নৈতিক দায়বদ্ধতা না দেখিয়ে এই অবৈধ কার্যক্রমে অংশ নিচ্ছে।

    এয়ারবিএনবি ও বুকিং.কম ফিলিস্তিনিদের উচ্ছেদ করা ভূমিতে নির্মিত অবৈধ বসতিতে পর্যটন ও হোটেল বুকিংয়ের সুযোগ দিচ্ছে। মটোরোলা সলিউশন্স দখলদার সেনাদের নজরদারি ও দমনযন্ত্রে প্রযুক্তি সরবরাহ করছে। ট্রিপ অ্যাডভাইজর দখলকৃত জমি ‘পর্যটন কেন্দ্র’ হিসেবে প্রচার করে বিশ্বকে প্রতারণা করছে। এভাবে গ্লোবাল কর্পোরেটগুলো নিজেদের মুনাফার পিপাসায় ফিলিস্তিনিদের রক্তকে পণ্য বানিয়ে তুলছে।

    রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুসারে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বেশিরভাগই ইসরায়েলভিত্তিক হলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন, কানাডা, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও স্পেনের সংস্থাও এতে জড়িত। এই তালিকা থেকে প্রমাণ মেলে, ফিলিস্তিনিদের বিপর্যয় কেবল ইসরায়েলের একার নয়, বরং বহুজাতিক ব্যবসায়িক স্বার্থে মোড়ানো এক আন্তর্জাতিক ষড়যন্ত্র।

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব কোম্পানি চাইলে সহজেই অবৈধ বসতিগুলো থেকে সরে দাঁড়াতে পারত। কিন্তু তারা বিপরীতে বেছে নিয়েছে রক্তমাখা মুনাফার পথ। এই নোংরা মুনাফাবাজির ফলে দখলদার ইসরায়েলের হাতে আরও শক্তি জুটছে, আর গাজার ধ্বংসস্তূপে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন লাশের সারি।

    আজকের বিশ্ব যখন মানবাধিকার ও ন্যায়বিচারের বুলি আওড়াচ্ছে, তখন তথাকথিত সভ্য দুনিয়ার এই কর্পোরেট দৈত্যরা রক্তের বাণিজ্য চালাচ্ছে নির্বিকারভাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ মানুষদের কান্না, শিশুদের লাশ, মায়েদের আর্তনাদ—এসব কিছুই তাদের কাছে কেবল ব্যবসায়িক হিসাবের বাইরে কিছু নয়। জাতিসংঘের এই তালিকা কেবল একটি ডেটাবেজ নয়—এটি মানবতার বিরুদ্ধে অপরাধে সহযোগী হয়ে ওঠা কর্পোরেট মুখোশগুলোর আসল চেহারা।


    তথ্যসূত্র:
    1.UN Human Rights Office updates database of businesses involved in Israeli settlements in occupied West Bank
    https://tinyurl.com/mr3mmnyn
    2. More than 150 companies have ties to Israeli settlements, UN database shows
    https://tinyurl.com/cefssumh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৬০ ফিলিস্তিনি শহীদ



    দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একদিনে আরও ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং ১৪২ জন আহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর, শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

    চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শহীদদের মধ্যে অন্তত ৩০ জন গাজা সিটির বাসিন্দা। বর্বর ইসরায়েলি বাহিনী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্থল অভিযানের পর শহরটিতে হামলা আরও বাড়িয়েছে।

    শুক্রবার গাজার আল-ওয়েহদা স্ট্রিট, শাতি শরণার্থী ক্যাম্প, নাসর এলাকা এবং পশ্চিমাঞ্চলের রিমাল এলাকার আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়। রিমাল এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানিয়েছেন, হামলার আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

    স্থানীয়রা ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং চিকিৎসাকর্মীরা নিহতদের মরদেহ সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, এই আবাসিক এলাকা এখনো জনাকীর্ণ। হামলা বাড়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

    জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রতি আট-নয় মিনিট পরপর একটি করে বিমান হামলা চালানো হয়েছে, যার বিধ্বংসী প্রভাব বেসামরিক জনগণের ওপর পড়ছে। এছাড়া বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ-এর ত্রাণ সংগ্রহস্থল থেকে সাহায্য নিতে গিয়ে শুক্রবার আরও ১৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

    তথ্যসূত্র:
    1.At least 60 Palestinians killed in Gaza as Netanyahu vows to ‘finish job’
    https://tinyurl.com/y2vtj99p
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ফজরের নামাজের পর হাটার সময় জোরপূর্বক গুম জুলাই যোদ্ধা আলেম; ১০৪ ঘন্টা পর উদ্ধার



      রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন মাওলানা মামুনের সাথে কথা বললে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

      তুলে নেওয়ার বিবরণ দিয়ে মাওলানা মামুন বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে ফজরের পর হাঁটতে বের হই। হঠাৎ রিকশায় ৩ জন ব্যক্তি আমাকে বলে ভাই আমরা প্রতিদিন কাচা বাজারে গিয়ে চাঁদাবাজির শিকার হই। আমাদের সাথে একটু আসেন। এরপর আমি যেতে চাচ্ছিলাম না। তবুও বলা যায় কথার রিকুয়েষ্টের জেরে আমাকে নিয়ে যায়। আমিও ভাবলাম কী হবে যাই।

      এরপর কামারপাড়া স্ট্যান্ড পার হওয়ার আগেই রিকশা ভাড়া দিয়ে দেয় ওরা। কাঁচাবাজারের সামনে রিকশা থামতেই একটা হাইস (মাইক্রোবাস) আসে সেটাতে ভেতরে তিনজন ছিল। বাহিরে থাকা ৩ জন আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ফেলে। এরপর আমাকে সাব্বিরের ছবি দেখায়। আমি হ্যাঁ চিনি উত্তর দিতেই জ্ঞান হারিয়ে ফেলি। সম্ভবত চেতনা নাশক কিছু ছিল। এরপর আর কিছু বলতে পারি না।

      উদ্ধারের বিষয়ে তিনি বলেন, পরে যখন জ্ঞান ফিরে সেখানে আমাকে সম্পূর্ণ সময় একটা চেয়ারেই বসিয়ে রাখা হয়। পুরো সময়টা চেয়ারেই ছিলাম। কখন ঘুমালাম কখন কী সেটা জানি না। আজকে হঠাৎ করে মুখে পানি ছিটালেন কয়েকজন। পরে দেখি আমি পূর্বাচলের ওই মসজিদের ওখানে।

      উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। এরপর শুক্রবার জুমার পর তাকে পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে নির্জন এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ১ নম্বর সেক্টরের মসজিদে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ উদ্ধার করে উত্তরার চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

      তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।


      তথ্যসূত্র:
      ১. তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানালেন মামুনুর রশীদ
      https://tinyurl.com/3kx9pspx
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজায় কার্যক্রম স্থগিত করল ‘ডক্টরস উইদআউট বর্ডার্স’


        চিকিৎসা সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদআউট বর্ডার্স’ (এমএসএফ) গাজা সিটিতে ইসরায়েলি সামরিক আগ্রাসনের কারণে সেখানে তাদের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) এমএসএফ-এর বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

        বিবৃতিটি এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলি দখলদার বাহিনী গাজা শহরে তাদের আগ্রাসন তীব্র করেছে। গাজায় থেকে লাখ লাখ মানুষ অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

        গাজায় এমএসএফের জরুরি সমন্বয়কারী জ্যাকব গ্রেঞ্জার বলেছেন, ‘আমাদের ক্লিনিকগুলো ইসরায়েলি বাহিনী ঘেরাও করায় আমাদের কার্যক্রম বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।’

        তিনি আরো বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। গাজা সিটিতে চিকিৎসার চাহিদা বিপুল। যেখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের মধ্যে নবজাতক, মারাত্মক আহত ও গুরুতর অসুস্থ রোগীরা স্থানচ্যুত হতে অক্ষম।
        তারা চরম বিপদের মধ্যে রয়েছেন।’

        একদিকে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ আহত, অন্যদিকে চিকিৎসা কেন্দ্রগুলো একের পর এক বন্ধ হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে বিদ্যুৎ, ওষুধ ও খাদ্যের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। গাজায় এখন যেন মৃত্যুর শহর—যেখানে আহতের চেয়ে সেবা দেওয়ার হাত অনেক কম।

        গাজার মানুষের এই চিকিৎসাহীন মৃত্যু ঝুঁকির দায় দখলদার ইসরায়েল ছাড়া আর কারও ওপর বর্তায় না। তারা শুধু আক্রমণ চালাচ্ছে না, বরং চিকিৎসার শেষ আশ্রয়গুলোও ধ্বংস করে গাজাবাসীকে নিঃশেষ করার নোংরা পরিকল্পনা বাস্তবায়ন করছে।


        তথ্যসূত্র:
        1.Palestine: MSF forced to suspend activities amid intensified Israeli offensive in Gaza City
        https://tinyurl.com/mr4653ry
        2. Doctors Without Borders ‘forced’ to suspend medical activities in Gaza City due to Israeli attacks
        https://tinyurl.com/wkcuubbn
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X