‘আমরা মুসলিমদের চিকিৎসা করি না’: গর্ভবতী মুসলিম নারীকে ভারতীয় ডাক্তার

ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে শামা পারভীন নামে এক গর্ভবতী মুসলিম নারীকে কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে চিকিৎসা দিতে অস্বীকার করেছে এক উগ্র হিন্দুত্ববাদী চিকিৎসক। গত ৩ অক্টোবর ভারতীয় গণমাধ্যম মুসলিম মিরর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভিডিও বার্তায় ভুক্তভোগী নারী জানান, গত ৩০ সেপ্টেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসক প্রকাশ্যে ঘোষণা দেয় যে, মুসলিম রোগীদের চিকিৎসা করা হবে না। তিনি বলেন, ‘সকাল ৯টায় আমাকে ভর্তি করা হয়। কিন্তু এখনো আমার ডেলিভারি হয়নি। চিকিৎসক নির্দেশ দিয়েছেন আমাকে অপারেশন থিয়েটারে না নিতে। আমি বিছানায় কষ্টে শুয়ে আছি, অথচ ডাক্তার স্পষ্টভাবে চিকিৎসা করতে অস্বীকার করেছেন।’
শামা পারভীনের স্বামী আরমান জানান, চিকিৎসক সব রোগীকে দেখেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রী এবং আরেক মুসলিম নারীকে বাদ দিয়েছে। এর মধ্য দিয়ে সে তাঁর ঘৃণিত সাম্প্রদায়িক মানসিকতা প্রকাশ করেছে।
শামা পারভীন বলেন, তিনি ও তাঁর স্বামী চিকিৎসকের মুখোমুখি হয়ে বৈষম্যের প্রতিবাদ করলেও ওই চিকিৎসক নির্লজ্জভাবে মুসলিম বিরোধী মনোভাবেই অটল থাকে।
ভারতে মুসলিমদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণা ও বৈষম্যের এটি আরেকটি জঘন্য উদাহরণ।
অন্যদিকে কলকাতায়ও এক মুসলিম নারীকে চিকিৎসা দিতে অস্বীকার করেছিল আরেক চিকিৎসক। প্রকাশ্যে বলেছিল, সে মুসলিম রোগী দেখে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নারী ও তাঁর পরিবার।
তথ্যসূত্র:
1. “We don’t treat Muslims,” Pregnant Muslim woman denied treatment in Jaunpur
– https://tinyurl.com/t42xj3c5
Comment