Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৬ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ০৯ অক্টোবর, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৬ রবিউল আখির, ১৪৪৭ হিজরি || ০৯ অক্টোবর, ২০২৫ ঈসায়ী​​

    কাশ্মীরে ভারতের দমননীতি অব্যাহত, আরও এক কাশ্মীরির সম্পত্তি বাজেয়াপ্ত



    দখলকৃত কাশ্মীরে মুসলিমদের ভূমি ও সম্পত্তি বাজেয়াপ্তের অভিযান অব্যাহত রেখেছে হিন্দুত্ববাদী মোদি সরকার। সর্বশেষ, বুদগাম জেলার বীরওয়া এলাকায় ফয়েজ আহমদ নামের এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার প্রশাসন।

    গত ৮ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিস-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভারত নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা’র নির্দেশে পুলিশ বীরওয়ার দাসান এলাকায় ফয়েজ আহমদের মালিকানাধীন ৩ কানাল ১৯ মারলা জমি জব্দ করেছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বিতর্কিত ‘অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) এর অধীনে, এ কালো আইন নিয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।

    দখলদার প্রশাসনের অভিযোগ, ফয়েজ আহমদ নাকি একজন ‘স্বাধীনতাকামী’ এবং তিনি তার জমি বিক্রি করে সেই অর্থ স্বাধীনতা আন্দোলনে ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয়রা বলছেন, এসব অভিযোগ শুধু কাশ্মীরিদের ভয় দেখানো ও ভূমি দখলের অজুহাত মাত্র।

    ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ স্বাধীনতা মর্যাদা বাতিলের পর থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দখলকৃত অঞ্চলে একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে। শত শত কাশ্মীরির বাড়ি, দোকান, কৃষিজমি এবং ব্যবসা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা হয়েছে। এসব সম্পত্তি পরে অ-স্থানীয় হিন্দুদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

    কাশ্মীরের স্বাধীনতাকামী নেতারা এই পদক্ষেপকে ভারতের ঔপনিবেশিক নীতির অংশ বলে উল্লেখ করেছেন। তাদের ভাষায়, এটি কাশ্মীরিদের ঘরবাড়ি নয়, বরং তাদের অস্তিত্ব মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস।

    তথ্যসূত্র:
    1. Modi regime’s colonial drive continues: Property of another Kashmiri seized in IIOJK
    https://tinyurl.com/3my4tdpc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিল হামাস



    ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার (৮ অক্টোবর) ঘোষণা করেছে যে, মিশরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার মাধ্যমে তারা ইসরায়েলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

    আল জাজিরা আরবি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা এমন একটি চুক্তিতে পৌঁছেছে যা গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাবে, দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করবে এবং বন্দি বিনিময়ের পথ সুগম করবে।

    এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, উভয় পক্ষ তার প্রস্তাবিত “শান্তি পরিকল্পনা”র প্রথম ধাপে স্বাক্ষর করেছে।

    হামাসের বিবৃতিতে বলা হয়, সংগঠনটি প্রেসিডেন্ট ট্রাম্প, জামিনদার দেশগুলো এবং আরব ও ইসলামী পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলকে চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নে বাধ্য করে।

    এছাড়া টেলিগ্রামে দেওয়া এক পৃথক বিবৃতিতে হামাস জানিয়েছে, বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে মুক্তির জন্য মনোনীত ফিলিস্তিনি বন্দিদের একটি তালিকা ইতোমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

    তথ্যসূত্র:
    1. نعلن التوصل لاتفاق يقضي بإنهاء الحرب على
    https://tinyurl.com/5n6p2r5f
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় বর্বর ইসরায়েলি হামলা অব্যাহত



      যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবরের পরও গাজায় হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী। ৯ অক্টোবর, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

      চিকিৎসা ও স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, বুধবার গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-জলা ও আন-নাসর পাড়ায় বিমান হামলায় দুজন ফিলিস্তিনি শহীদ হন। উভয় স্থানে বেসামরিক আবাসিক ভবন লক্ষ্য করে মিসাইল ছোড়ে দখলদার ইসরায়েল।

      একই সময় শহরের পূর্বাঞ্চলে আল-দারাজ এলাকার আল-শাওয়া স্কয়ারের নিকটে এক বাড়িতে বোমা পড়লে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন। পরে কেন্দ্রীয় গাজার নেতজারিম করিডর এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে হত্যা করা হয় আরও এক ফিলিস্তিনিকে। এর কিছু সময় পর ওয়াদি গাজা অঞ্চলে ড্রোন হামলায় একদল সাধারণ মানুষের ওপর বর্বর ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন আরও একজন।

      এই সমস্ত হামলা ঘটে এমন সময়ে, যখন দখলদার ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা মিশরে ২০ দফা প্রস্তাব নিয়ে বৈঠক করছে। ও ই প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং হামাসকে “আংশিক নিরস্ত্র” করার মতো শর্ত রাখা হয়েছে। হামাস জানায়, তারা পরিকল্পনার কিছু অংশে নীতিগতভাবে সম্মত হলেও বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

      ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নৃশংস ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ২০০ জনে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্রসহ হাজার হাজার ঘরবাড়ি। গাজা এখন কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

      তথ্যসূত্র:
      1. Israel kills 5 Palestinians in Gaza airstrikes despite ceasefire talks
      https://tinyurl.com/4p4ydnjp
      2. Israeli military continues attacks in Gaza despite ceasefire announcement
      https://tinyurl.com/mt5w2n3u
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X