কাশ্মীরে ভারতের দমননীতি অব্যাহত, আরও এক কাশ্মীরির সম্পত্তি বাজেয়াপ্ত

দখলকৃত কাশ্মীরে মুসলিমদের ভূমি ও সম্পত্তি বাজেয়াপ্তের অভিযান অব্যাহত রেখেছে হিন্দুত্ববাদী মোদি সরকার। সর্বশেষ, বুদগাম জেলার বীরওয়া এলাকায় ফয়েজ আহমদ নামের এক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার প্রশাসন।
গত ৮ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিস-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভারত নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা’র নির্দেশে পুলিশ বীরওয়ার দাসান এলাকায় ফয়েজ আহমদের মালিকানাধীন ৩ কানাল ১৯ মারলা জমি জব্দ করেছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বিতর্কিত ‘অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ) এর অধীনে, এ কালো আইন নিয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।
দখলদার প্রশাসনের অভিযোগ, ফয়েজ আহমদ নাকি একজন ‘স্বাধীনতাকামী’ এবং তিনি তার জমি বিক্রি করে সেই অর্থ স্বাধীনতা আন্দোলনে ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয়রা বলছেন, এসব অভিযোগ শুধু কাশ্মীরিদের ভয় দেখানো ও ভূমি দখলের অজুহাত মাত্র।
২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ স্বাধীনতা মর্যাদা বাতিলের পর থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দখলকৃত অঞ্চলে একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে। শত শত কাশ্মীরির বাড়ি, দোকান, কৃষিজমি এবং ব্যবসা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা হয়েছে। এসব সম্পত্তি পরে অ-স্থানীয় হিন্দুদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
কাশ্মীরের স্বাধীনতাকামী নেতারা এই পদক্ষেপকে ভারতের ঔপনিবেশিক নীতির অংশ বলে উল্লেখ করেছেন। তাদের ভাষায়, এটি কাশ্মীরিদের ঘরবাড়ি নয়, বরং তাদের অস্তিত্ব মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস।
তথ্যসূত্র:
1. Modi regime’s colonial drive continues: Property of another Kashmiri seized in IIOJK
– https://tinyurl.com/3my4tdpc
Comment