জামালপুরে শিশুছাত্রীকে ধর্ষণ করলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০ বছর বয়সী এক শিশুছাত্রীকে বই ও চকলেট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় গত ২৮ অক্টোবর রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নেয় প্রধান শিক্ষক শামীম উল বাশার। পরে তাঁর বসতবাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে প্রথমে তাঁর মাকে বিষয়টি জানায়। পরে অন্যদের সহযোগিতায় পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওই রাতেই মামলা করেন।
আসামি শামীম উল বাশারের (৪০) বাড়ি ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে। মামলার পর থকে ওই শিক্ষক পলাতক রয়েছে।
তথ্যসূত্র:
1. চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক পলাতক
– https://tinyurl.com/mub7wevx



Comment