সন্ত্রাসী ইসরায়েলের সাথে গুগল অ্যামাজনের গোপন চুক্তি ফাঁস

সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে গুগল ও অ্যামাজনের ১.২ বিলিয়ন ডলারের ক্লাউড-কম্পিউটিং চুক্তি, ‘প্রজেক্ট নিম্বাস’, নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, এই চুক্তির আওতায় ইসরায়েল এমন একটি গোপন ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে কোম্পানিগুলো সংকেত পাঠিয়ে জানাতে পারবে— কোনো বিদেশি দেশ তাদের কাছে ইসরায়েলি ডেটা চেয়েছে।
ফাঁস হওয়া ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, বিদেশে ডেটা হস্তান্তরের ২৪ ঘণ্টার মধ্যে কোম্পানিগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইসরায়েলকে পাঠাতে হবে। অর্থের পরিমাণ নির্ধারিত হবে সেই দেশের টেলিফোন ডায়ালিং কোড অনুযায়ী— যেমন যুক্তরাষ্ট্রের কোড +১ হলে ১,০০০ শেকেল, ইতালির কোড +৩৯ হলে ৩,৯০০ শেকেল। আর যদি কোনো গ্যাগ অর্ডারের কারণে দেশটির নাম প্রকাশ করা না যায়, তবে দিতে হবে ১ লাখ শেকেল।
অর্থপ্রদানের এই কাজটি কেবল অর্থ দেওয়া নয় বরং এটি একটি কোডেড সংকেত। অর্থাৎ কোন দেশের কাছে ডেটা গিয়েছে তা চুপচাপ জানিয়ে দেওয়া। এভাবে ইসরায়েল জানতে পারবে কখন এবং কোথায় তার নাগরিক/সরকারি ডেটা বিদেশি সংস্থার হাতে গিয়েছে।
চুক্তিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সরকার, সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা গুগল ও অ্যামাজনের ক্লাউড পরিষেবা যেভাবে ব্যবহার করবে, তা সীমিত করতে পারবে না। অর্থাৎ, ডেটা সংরক্ষণ বা তথ্য ব্যবহারে কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
তথ্যসূত্র:
1. Israel demanded Google and Amazon use secret ‘wink’ to sidestep legal orders
– https://tinyurl.com/3jvccjjf




Comment