Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ৯ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি || ০১লা নভেম্বর, ২০২৫ ঈসায়ী​​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ৯ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি || ০১লা নভেম্বর, ২০২৫ ঈসায়ী​​

    সন্ত্রাসী ইসরায়েলের সাথে গুগল অ্যামাজনের গোপন চুক্তি ফাঁস



    সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে গুগল ও অ্যামাজনের ১.২ বিলিয়ন ডলারের ক্লাউড-কম্পিউটিং চুক্তি, ‘প্রজেক্ট নিম্বাস’, নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, এই চুক্তির আওতায় ইসরায়েল এমন একটি গোপন ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে কোম্পানিগুলো সংকেত পাঠিয়ে জানাতে পারবে— কোনো বিদেশি দেশ তাদের কাছে ইসরায়েলি ডেটা চেয়েছে।

    ফাঁস হওয়া ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, বিদেশে ডেটা হস্তান্তরের ২৪ ঘণ্টার মধ্যে কোম্পানিগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইসরায়েলকে পাঠাতে হবে। অর্থের পরিমাণ নির্ধারিত হবে সেই দেশের টেলিফোন ডায়ালিং কোড অনুযায়ী— যেমন যুক্তরাষ্ট্রের কোড +১ হলে ১,০০০ শেকেল, ইতালির কোড +৩৯ হলে ৩,৯০০ শেকেল। আর যদি কোনো গ্যাগ অর্ডারের কারণে দেশটির নাম প্রকাশ করা না যায়, তবে দিতে হবে ১ লাখ শেকেল।

    অর্থপ্রদানের এই কাজটি কেবল অর্থ দেওয়া নয় বরং এটি একটি কোডেড সংকেত। অর্থাৎ কোন দেশের কাছে ডেটা গিয়েছে তা চুপচাপ জানিয়ে দেওয়া। এভাবে ইসরায়েল জানতে পারবে কখন এবং কোথায় তার নাগরিক/সরকারি ডেটা বিদেশি সংস্থার হাতে গিয়েছে।

    চুক্তিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সরকার, সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা গুগল ও অ্যামাজনের ক্লাউড পরিষেবা যেভাবে ব্যবহার করবে, তা সীমিত করতে পারবে না। অর্থাৎ, ডেটা সংরক্ষণ বা তথ্য ব্যবহারে কোনো নিয়ন্ত্রণ থাকবে না।


    তথ্যসূত্র:
    1. Israel demanded Google and Amazon use secret ‘wink’ to sidestep legal orders
    https://tinyurl.com/3jvccjjf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    উত্তরপ্রদেশে মিথ্যা মামলায় ১৭ বছর জেল খাটার পর ০৫ মুসলিমকে নির্দোষ রায় আদালতের



    মিথ্যা মামলায় ১৭ বছর জেল খাটার পর ০৫ মুসলিমকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছে ভারতীয় আদালত। উত্তরপ্রদেশের এলাহবাদ হাইকোর্ট গত বুধবার ( ২৯ অক্টোবর) এই রায় ঘোষণা করে। ২০০৭ সালে সিপিআরএফ ক্যাম্প আক্রমণের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। এই মামলাটিকে ‘ন্যায় বিচারের গর্ভপাত’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

    বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও জাস্টিস নারাইন মিশ্রার নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকদের একটি দল এর আগে এই মামলায় ভুক্তভোগী মুসলিমদেরকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে। এই রায়ে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাষ্ট্র-পক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ হাজির করতে পারেনি। রাষ্ট্র-পক্ষ মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

    ভুক্তভোগীদের অস্ত্র-আইন মামলায় দশবছর করে সাজা দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু তার আগে তারা ইতোমধ্যেই ১৭ বছর বিনা বিচারে জেল খেটেছেন।

    মামলার রায়ের ১৮৫ নং পৃষ্ঠায় বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তারা তাদের কাজে গুরুতর ভুল করেছে। ফলে ভুক্তভোগী মুসলিমদের এর খেসারত দিতে হয়েছে। এছাড়াও আদালত ত্রুটিপূর্ণ তদন্তের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে।

    খালাস প্রাপ্ত মুসলিমরা হলেন, মুহাম্মাদ শরীফ, সাবাহউদ্দীন, ইমরান শাহজাদ, মুহাম্মদ ফারুক ও জঙ্গ বাহাদুর খান। ভুক্তভোগী মুসলিমরা ইতোমধ্যে ১৭ বছর বিনা অপরাধে জেল খেটেছেন।

    উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০০৭ সালে একটি হামলায় বেশ কিছু সিপিআরএফ সৈন্য নিহত হয়। ওই ঘটনায় ০৫ মুসলিমকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পরে ২০১৯ সালে একটি সেশন কোর্ট ০৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল।


    তথ্যসূত্র:
    1. After 17 years, Allahabad High Court acquits five in 2007 Rampur attack case
    https://tinyurl.com/rfann4n6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পুশইনের ভয়ে ভারতে ৯৫ বছর বয়সী নাগরিকের আত্মহত্যা


      ভারতের কলকাতার বীরভূম জেলার ইলামবাজারে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ৯৫ বছর বয়সী ক্ষিতিশ মজুমদার নামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবার দাবি করেছে, তিনি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা ও ভোটার তালিকা নিয়ে উদ্বেগের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই আত্মহত্যা করেছেন।

      ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

      বৃদ্ধের নাতনি নির্মলা গণমাধ্যমকে জানিয়েছে, “আমার দাদার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। তিনি বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে ভীত ছিলেন। এই বয়সে যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কী হবে তা ভেবে তিনি আতঙ্কিত ছিলেন।”

      পুলিশ জানিয়েছে, “আমরা জানতে পেরেছি যে এসআইআর নিয়ে আতঙ্কই আত্মহত্যার কারণ। তবে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

      এটি এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গে ঘটেছে তৃতীয় অনুরূপ ঘটনা। মঙ্গলবার ৫৭ বছর বয়সী প্রদীপ করের ঝুলন্ত দেহ পাওয়া যায়, এবং তার ডায়েরিতে লেখা ছিল এনআরসি-সংক্রান্ত উদ্বেগ। বুধবার কোচবিহারে ৭০ বছর বয়সী এক কৃষকও ভোটার তালিকায় নাম না থাকার ভয়ে আত্মহত্যার চেষ্টা করে।


      তথ্যসূত্র:
      1. 95-year-old man found hanging in Bengal, family says SIR panic: ‘Was worried about getting deported to Bangladesh at this age’
      https://tinyurl.com/dhe4ynz4
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী ইসরায়েলি দখলদারিত্ব নীতি বাস্তবায়ন করছে দখলদার ভারত



        অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে আক্রমণাত্মক-ভাবে ইসরায়েলি দখলদারিত্বের মডেল অনুসরণ করছে দখলদার ভারতীয় উগ্র হিন্দুত্ব-বাদী সরকার।

        কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, নয়া দিল্লি ও তেল আবিব নিয়মিত দমন-পীড়ন নীতি, দখলদারিত্ব নীতি এবং জনসংখ্যা ইঞ্জিনিয়ারিং নীতি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে ও সমন্বয় করছে।

        বছরের পর বছর ধরে দখলদার সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর দমন-নীতি ও দখলদারিত্ব নীতি প্রয়োগ করে আসছে। দখলদার ভারত সরকার সেনাবাহিনীর মাধ্যমে সেই নীতি বাস্তবায়ন করছে। ফিলিস্তিন ও কাশ্মীর উভয় এলাকার জনসাধারণ নৃশংস মিলিটারি নির্যাতনের শিকার।

        গত সাত দশক ধরে ফিলিস্তিন ও জম্মু- কাশ্মীরের মুসলিমরা একই অধিকারের দাবিতে সংগ্রাম করছে।


        তথ্যসূত্র:
        1. India aggressively replicating Israel’s model of occupation, apartheid in IIOJK
        https://tinyurl.com/y3udpf6a
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          উত্তরপ্রদেশে মিথ্যা মামলায় ১৭ বছর জেল খাটার পর ০৫ মুসলিমকে নির্দোষ রায় আদালতের


          মিথ্যা মামলায় ১৭ বছর জেল খাটার পর ০৫ মুসলিমকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছে ভারতীয় আদালত। উত্তরপ্রদেশের এলাহবাদ হাইকোর্ট গত বুধবার ( ২৯ অক্টোবর) এই রায় ঘোষণা করে। ২০০৭ সালে সিপিআরএফ ক্যাম্প আক্রমণের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। এই মামলাটিকে ‘ন্যায় বিচারের গর্ভপাত’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

          বিচারপতি সিদ্ধার্থ ভার্মা ও জাস্টিস নারাইন মিশ্রার নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকদের একটি দল এর আগে এই মামলায় ভুক্তভোগী মুসলিমদেরকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে। এই রায়ে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাষ্ট্র-পক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ হাজির করতে পারেনি। রাষ্ট্র-পক্ষ মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

          ভুক্তভোগীদের অস্ত্র-আইন মামলায় দশবছর করে সাজা দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু তার আগে তারা ইতোমধ্যেই ১৭ বছর বিনা বিচারে জেল খেটেছেন।

          মামলার রায়ের ১৮৫ নং পৃষ্ঠায় বলা হয়, মামলার তদন্ত কর্মকর্তারা তাদের কাজে গুরুতর ভুল করেছে। ফলে ভুক্তভোগী মুসলিমদের এর খেসারত দিতে হয়েছে। এছাড়াও আদালত ত্রুটিপূর্ণ তদন্তের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে।

          খালাস প্রাপ্ত মুসলিমরা হলেন, মুহাম্মাদ শরীফ, সাবাহউদ্দীন, ইমরান শাহজাদ, মুহাম্মদ ফারুক ও জঙ্গ বাহাদুর খান। ভুক্তভোগী মুসলিমরা ইতোমধ্যে ১৭ বছর বিনা অপরাধে জেল খেটেছেন।

          উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০০৭ সালে একটি হামলায় বেশ কিছু সিপিআরএফ সৈন্য নিহত হয়। ওই ঘটনায় ০৫ মুসলিমকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পরে ২০১৯ সালে একটি সেশন কোর্ট ০৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল।


          তথ্যসূত্র:
          1. After 17 years, Allahabad High Court acquits five in 2007 Rampur attack case
          https://tinyurl.com/rfann4n6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন- ২০২৫ এর বিরুদ্ধে ‘জেল ভরো আন্দোলন’; স্বেচ্ছায় জেলবন্দি ২০০০ মুসলিম


            ভারতের মহারাষ্ট্রে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ‘জেল ভরো’ আন্দোলনে অংশগ্রহণ করেছে হাজার হাজার মুসলিম। চলতি সপ্তাহে ওয়াকফ সংশোধন বিতর্কিত এই আইনের বিরুদ্ধে অভিনব এই আন্দোলন অনুষ্ঠিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীরা এই আইনকে মুসলিম বিরোধী ‘কালো আইন’ বলে আখ্যা দিয়েছেন।

            শুক্রবার (৩১ অক্টোবর) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা অবজারভার পোস্ট’।

            সর্বভারতীয় মুসলিম ব্যক্তিগত সংরক্ষণ আইন বোর্ডের ‘জেল ভরো’ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মহারাষ্ট্রের তেহফুজ আওকাফ কমিটি এই প্রতিবাদ সভার আয়োজন করে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আন্দোলন।

            দুই ঘণ্টা অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। এর পর বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ২০০০ মুসলিম স্বেচ্ছায় স্থানীয় থানায় গিয়ে গ্রেফতার হন। পরে সন্ধ্যায় সবাইকে মুক্তি দেওয়া হয়।

            বিক্ষোভ সমাবেশটির সংগঠক ফারুক শেখ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা স্বেচ্ছায় থানায় গিয়ে বন্দি হয়েছি। আমাদের এই আন্দোলন শুধু মুসলিমদের আন্দোলন নয়। শান্তি, সাম্য, ন্যায়বিচারে বিশ্বাস করে এমন প্রত্যেকের জন্যই এই আন্দোলন। জল-গাঁও দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদও শক্তিশালী হতে পারে। আমরা এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমকে অসাংবিধানিক এই বিতর্কিত এই আইনকে প্রত্যাখ্যান করলাম।’

            পরে তেহফুজ ওয়াকফ কমিটির সভাপতি মুফতি খালিদের নেতৃত্বে একটি দল জেলা কালেক্টরের সাথে দেখা করে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর বাতিলের দাবিতে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে এই আইন বাতিলের দাবি জানান।

            জেল থেকে মুক্ত এক মুসলিম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা জেল পূর্ণ করবো কিন্তু আমাদের ওয়াকফ, আমাদের বিশ্বাস ও অধিকার সংরক্ষণে এক চুলও ছাড় দিবো না।’


            তথ্যসূত্র:
            1. ‘We Will Fill the Jails, Not Give Up Our Faith’: 2,000 Detained in Jalgaon’s Peaceful Anti-Waqf Act Stir
            https://tinyurl.com/yc7vnpax
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X