Announcement

Collapse
No announcement yet.

সুদান আপডেটঃ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সুদান আপডেটঃ


    🔺সুদানের বর্তমান পরিস্থিতি হলো, রাজধানী খার্তুম সহ আরও কয়েকটি শহর সেনাবাহিনী পুনুরুদ্ধার করে নিয়েছে। যার প্রেক্ষিতে ফেইসবুক,হোয়াট্সআপ,টুইটার সহ বিভিন্ন গ্রুপ/প্লাটফর্ম থেকে সুদানী প্রবাসীদের দেশে আসার আহ্বান করা হচ্ছে।
    আর সীমান্তবর্তী প্রদেশ দারফুর পুরোটায় রয়েছে সন্ত্রাসী আরএসএফ ও তাদের মিত্র জোট বাহিনির দখলে। উভয় দখলকৃত অঞ্চলে প্রত্যেকদিন হামলা পাল্টা হামলা চলছে। সুদান সেনাবাহিনী ও তাদের মিত্র জোট বাহিনিগুলো আরএসএফ নিয়ন্ত্রিত অঞ্চল ফিরিয়ে নিতে পুরোদমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

    🔺আখবারুস সুদান নামক এক আরবী নিউজে বলা হয়েছে যে,উত্তর দারফুরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন: করনয় ও আমব্রো এখন আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে
    ​উত্তর দারফুরের সাম্প্রতিক সামরিক অগ্রগতি যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে একটি দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে দ্রুত বিভিন্ন এলাকা ‘সন্ত্রাস র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (RSF)-এর দখলে চলে যাচ্ছে।
    ​আল-ফাশির – উত্তর দারফুরের চারটি পৃথক সূত্র বৃহস্পতিবার জানিয়েছে যে, ফাশির থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত করনয় (Karnoi) শহরটি এখন পুরোপুরি সন্ত্রাস আরএসএফ-এর নিয়ন্ত্রণে। বুধবার সশস্ত্র গোষ্ঠীগুলোর যৌথ বাহিনী সেখান থেকে পিছু হটে তিনা (Tine) শহরের দিকে চলে যাওয়ার পর আরএসএফ শহরটি দখল করে নেয়।
    ​বুধবার আরএসএফ ঘোষণা করেছে যে, তারা সামান্য সংঘাতের পর করনয় এলাকার আবু কামরা এবং আমব্রো (Ambro) শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছে। উত্তর-পশ্চিম ফাশিরে তিনা, করনয় এবং আমব্রো ছিল সুদান সেনাবাহিনী এবং তাদের সহযোগী যৌথ বাহিনীর শেষ শক্ত ঘাঁটি।
    ​বর্তমানে দারফুর অঞ্চলের বেশিরভাগ অংশই আরএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র জাবাল মাররা অঞ্চলের কিছু অংশ এখনো আব্দুল ওয়াহিদ মুহাম্মদ নূরের নেতৃত্বাধীন 'সুদান লিবারেশন মুভমেন্ট'-এর দখলে আছে।​

    সুদান ট্রিবিউন নামক নিউজে এর উল্টা দাবি হয়েছে, ২৫ ডিসেম্বর, ২০২৫ (করনয়) – সুদান সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে যে, তারা উত্তর দারফুর রাজ্যের উম বারু (Um Baru) এবং করনয় (Karnoi) এলাকায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর একটি হামলা প্রতিহত করেছে।
    ​এর আগে বুধবার, আরএসএফ ঘোষণা করেছিল যে তারা আবু কামরা (Abu Gamra) এবং উম বারু এলাকা দুটির নিয়ন্ত্রণ দখল করেছে। মূলত দারফুর অঞ্চলে সেনাবাহিনীর মিত্র শক্তিদের সর্বশেষ শক্ত ঘাঁটিগুলো কবজ করার যে বৃহত্তর সামরিক অভিযান তারা চালাচ্ছে, এটি তারই অংশ ছিল।

    ​বিষয়টি সহজভাবে বুঝে নিন:
    ​যৌথ বাহিনীর দাবি: তারা আরএসএফ-এর আক্রমণ প্রতিহত করেছে।
    ​আরএসএফ-এর দাবি: তারা এলাকাগুলো দখল করে নিয়েছে।
    ​যুদ্ধক্ষেত্রে প্রায়ই উভয় পক্ষ থেকে এমন পরস্পরবিরোধী দাবি করা হয়।​

    🔺তারা আরও জানায় গতকাল ২৫ ডিসেম্বর নিয়ালার জ্বালানি বাজারে ড্রোন হামলা করেছে।তাতে দক্ষিণ দারফুরে জনজীবনে প্রভাব বাড়ছে
    ​নিয়ালার জ্বালানি বাজারকে লক্ষ্য করে চালানো এই হামলা চলমান সংঘাতের ক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং দক্ষিণ দারফুরের বেসামরিক জীবনে এর ব্যাপক প্রভাবের বিষয়টি ফুটিয়ে তুলেছে।
    ​নিয়ালা – প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রগুলো বৃহস্পতিবার জানিয়েছে যে, সুদান সেনাবাহিনীর বলে ধারণা করা একটি ড্রোন নিয়লা শহরের জ্বালানি বাজারে আছড়ে পড়েছে। এর ফলে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
    ​শহরটির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ড্রোনটিকে উত্তর-পূর্ব দিক থেকে আসতে দেখেন। এরপর এটি সেনাসদর দপ্তরের পূর্ব দিকে এবং সরকারি সচিবালয়ের দক্ষিণ দিকে অবস্থিত বাজারে আছড়ে পড়ে। তারা আরও জানান, বেলা ১১টা ৩৯ মিনিটের দিকে তারা আকাশে আগুনের লেলিহান শিখা দেখতে পান এবং জ্বালানির ড্রামগুলো বিস্ফোরণে চারদিকে উড়তে দেখেন।​

    🔺উভয় বাহিনির হামলা পাল্টা হামলায় জনজীবন দূর্বিষহ হওয়া সত্ত্বেও ইতিমধ্যে আল জাজিরার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে,সুদানের সার্বভৌম পরিষদ স্পষ্ট জানিয়ে দিল যে, আরএসএফ-এর সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা আলোচনা নয়
    ​সুদানের অন্তর্বর্তীকালীন সার্বভৌম পরিষদের (TSC) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটির চলমান বিধ্বংসী যুদ্ধের মধ্যে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর সাথে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
    ​সার্বভৌম পরিষদের ডেপুটি চেয়ারম্যান মালিক আগার আইয়ির বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “কোনো দখলদারের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা আলোচনা হবে না। সুদান যে ন্যায়সঙ্গত শান্তি প্রত্যাশা করে, তা অর্জিত হবে এদেশের জনগণ ও সরকারের তৈরি করা রোডম্যাপ ও ভিশনের মাধ্যমে।”
    ​সংস্কৃতি, গণমাধ্যম ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এই বিবৃতিতে তিনি আরও জোর দিয়ে বলেন যে, দখলদার শক্তির সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।
    ​বিশ্লেষণ ও প্রেক্ষাপট:
    ​কঠোর অবস্থান: মালিক আগারের এই মন্তব্যটি সুদান সেনাবাহিনীর অনড় অবস্থানের প্রতিফলন। তারা আরএসএফ-কে একটি বিদ্রোহী এবং দখলদার শক্তি হিসেবে বিবেচনা করছে।
    ​শান্তি প্রক্রিয়া: তিনি আন্তর্জাতিক চাপের পরিবর্তে সুদানের নিজস্ব সরকারি পরিকল্পনার (রোডম্যাপ) ওপর গুরুত্ব দিয়েছেন।
    ​সংঘাতের মাত্রা: একদিকে আরএসএফ যখন বিভিন্ন এলাকা দখলের দাবি করছে (আগের সংবাদ অনুযায়ী), অন্যদিকে সরকার পক্ষ আলোচনার পথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিচ্ছে। এর মানে হলো সুদান যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে।​

    🔺মুকাওয়ামাতে সুদান ওয়া ফিলিস্থিন নিউজ জানিয়েছে,সন্ত্রাস সুদানের দক্ষিণ কর্দোফানের কাদুগলিতে ড্রোন হামলা করেছে। তাতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
    ​কাদুগলি – স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে, আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (RSF) দক্ষিণ কর্দোফানের কাদুগলি শহরে অবস্থিত জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস বা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
    ​আল-মায়াদিন নেটওয়ার্কের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, একজন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এই বিমান হামলায় গোয়েন্দা সংস্থার ভবনের ‘সামান্য’ ক্ষতি হয়েছে।
    ​তবে গণমাধ্যমের অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে যে, ড্রোনগুলো একটি বেসামরিক গাড়িকেও লক্ষ্যবস্তু করেছে, যার ফলে অন্তত চারজন নিহত হয়েছেন।
    ​গত কয়েক দিন ধরে কর্দোফান রাজ্য সুদান সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে তীব্র সশস্ত্র সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে।

    🔺আবার ডাবাঙ্গা নামক নিউজে সন্ত্রাস আরএসএফ দাবি করেছে যে,তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে সাধারণ জনগনের মাঝে তারা নিরাপত্তা নিশ্চিত করেছে ও ত্রান সরবরাহ রুট খুলে দিয়েছে।

    (বিঃদ্রঃ সুদানের মুসলিম ভাইয়েরা তাদের রাষ্ট্রীয় সেনাবাহিনি (SAF) এর থেকেই আশাবাদী। কারণ তারা অনেকটা ইসলামিক চেতনাধারী।)
    আল্লাহ তায়ালা আমাদের ভাইদের হেফাজত করুন।​

  • #2
    আল্লাহ, মুমিনদের শক্তিশালী করুন আমিন।

    Comment


    • #3
      সুদান আপডেটঃ

      🔺​ নিউজ ফ্রম সুদান জানিয়েছে দক্ষিণ কর্ডোফান রাজ্যের কাদুগলির পশ্চিমে উম্ম আদারা এলাকার ফুটেজে দক্ষিণ সুদানি ভাড়াটে সৈন্যদের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে, যারা আল-হিলু মিলিশিয়া জোট এবং সন্ত্রাস র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) হয়ে কাজ করছে।

      🔺তারা আরও জানায় পশ্চিম কর্ডোফানের গবেশ (Gbeish) এলাকায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (RSF) হাতে ব্যবসায়ী ও বেসামরিক নাগরিকরা বারবার হামলা ও অপহরণের শিকার হচ্ছেন। অপহৃতদের মুক্তির বিনিময়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেইল বা চাঁদাবাজি করা হচ্ছে।

      🔺আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) পরিসংখ্যান অনুযায়ী, কর্ডোফান অঞ্চলের রাজ্যগুলোতে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) মিলিশিয়াদের মানবাধিকার লঙ্ঘনের কারণে মাত্র দুই দিনে ২,৬১৫ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

      🔺পশ্চিম দারফুর রাজ্যের জেনেইনা (Geneina) শহরে দুটি ড্রোন হামলার ফলে নারী ও শিশুসহ অন্তত নয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

      🔺নভেম্বরের শেষের দিকে বিহাচের (Bihać) কাছে বেশ কয়েকজন সুদানি অভিবাসীকে গুরুতর ফ্রস্টবাইটে (তীব্র ঠান্ডায় শরীরের টিস্যু জমে যাওয়া) আক্রান্ত অবস্থায় পাওয়া যায়, যাদের মধ্যে পরবর্তীতে তিনজনের পা কেটে ফেলতে হয়েছে। তাদের শরীরে পর্যাপ্ত পোশাক ছিল না। উদ্ধারের পর তাদের বিহাচ থেকে তুজলার ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য অনুযায়ী, ক্রোয়েশীয় পুলিশ ওই অভিবাসীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জামাকাপড় ও জুতো খুলে নিয়েছে এবং শীতের মধ্যে জোরপূর্বক বসনিয়া ও হার্জেগোভিনায় ফেরত পাঠিয়ে দিয়েছে।

      🔺সেপ্টেম্বর ২০২৫ থেকে এ পর্যন্ত ১,৩০০-এরও বেশি হাম (measles) আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর, ‘ডক্টরস উইদাউট বর্ডার্স’ (MSF) দারফুর অঞ্চলে হামের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, "জরুরি ও কার্যকর টিকাদান কর্মসূচির অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"
      ​"সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, বারবার টিকাদান অভিযান শুরু করা এবং নিয়মিত টিকাদান কর্মসূচি পুনরায় চালু করার তাগিদ দেওয়া সত্ত্বেও, তাদের পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১,৩০০-এর বেশি কেস নথিভুক্ত হয়েছে।"
      ​"তারা আরও যোগ করেছে যে, 'টিকা সরবরাহে বিলম্ব এবং বারবার টিকাদান কর্মসূচি পিছিয়ে দেওয়ার ফলে শিশুরা অসুরক্ষিত থেকে যাচ্ছে, আর এরই মধ্যে এই প্রাদুর্ভাব ক্রমাগত ছড়িয়ে পড়ছে।'"

      🔺সুদানি সশস্ত্র বাহিনী (SAF)-এর ইউনিটগুলো দক্ষিণ সুদান এবং পশ্চিম ও দক্ষিণ কর্ডোফান রাজ্যের সীমান্তবর্তী আল-নাম (Al-Naam) এলাকায় ড্রোনের সাহায্যে জ্বালানি ডিপোগুলোকে লক্ষ্যবস্তু করেছে। হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি, কারণ মাঠপর্যায়ের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যে বড় ধরনের তারতম্য দেখা যাচ্ছে।

      আল্লাহ তায়ালা আমাদের ভাই বোনদের হেফাজত করুন।

      Comment


      • #4
        সুদানে সে অঞ্চলগুলোতে কি কোন মুজাহিদ বাহিনী আছে??

        Comment


        • #5
          Originally posted by খালেদ নেওয়াজ View Post
          সুদানে সে অঞ্চলগুলোতে কি কোন মুজাহিদ বাহিনী আছে??
          এটাই সবচেয়ে কষ্টদায়ক বিষয় যে ওখানে কোন মুজাহিদ গ্রুপ নেই। তবে দেশের সেনাবাহিনীর সাথে ইখওয়ানী ঘিরানার বিভিন্ন ইসলামপন্থী গ্রুপ সহযোগিতা করছে।
          Last edited by Munshi Abdur Rahman; 6 days ago.

          Comment


          • #6
            সুদান আপডেটঃ

            🔺একটি কৌশলগত সামরিক অগ্রগতির খবর হিসেবে, এসএএফ (SAF) বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তাদের ইউনিটগুলো উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল ওবেইদ (El Obeid) শহরের দিকে যাওয়া পূর্বদিকের রাস্তাটি সফলভাবে উন্মুক্ত করেছে। এর মাধ্যমে আরএসএফ (RSF)-এর দীর্ঘদিনের অবরোধের অবসান ঘটল এবং শহরটি পুনরায় জাতীয় সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হলো।

            🔺আরএসএফ (RSF) এবং তাদের সহযোগী মিলিশিয়া বাহিনীর হামলার খবরের মধ্যে মাত্র দুই দিনে—২৫ থেকে ২৬ ডিসেম্বর—উত্তর দারফুরের উম বারু (Um Baru) এবং কারনোই (Karnoi) থেকে ৭,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

            🔺আরএসএফ (RSF) শহরটি দখল করে নেওয়ার পর প্রথমবারের মতো সুদানের আল ফাশিরে (Al Fashir) প্রবেশ করা আন্তর্জাতিক ত্রাণ কর্মীরা শহরটিকে জনশূন্য এবং প্রাণের চিহ্নহীন অবস্থায় দেখতে পেয়েছেন। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভেতরে বা প্লাস্টিকের চাদরের নিচে মাত্র অল্প কিছু মানুষকে আশ্রয় নিতে দেখা গেছে।
            ​একটি সাক্ষাৎকারে, সুদানে জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন আল ফাশিরকে মূলত একটি 'অপরাধস্থলের' (crime scene) সাথে তুলনা করেছেন।

            🔺একটি ভিডিওতে দেখা যাচ্ছে আল-ফাশির এলাকার একটি শিশু চরম ক্ষুধায় মাটিতে লুটিয়ে পড়ছে; একটি ক্ষুদ্র ক্লান্ত দেহ আর নিষ্পাপ চোখগুলো এক লোকমা খাবারের সন্ধান করছে, অথচ বিশ্ব নিরবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে...দৃশ্যগুলো হৃদয়ের গভীরে আঘাত করে। ভিতর থেকে হু হু করে ক্রন্দন চলে আসে। জানিনা বিশ্ব কবে সোচ্চার হবে?

            ইয়া আল্লাহ! নিষ্পাপ শিশু,অবলা নারীদের প্রতিও যাদের দয়া নেই তাদের থেকে তুমি এই ভূপৃষ্টকে নাজাত নসিব কর।​

            Comment


            • #7
              আমাদের এই দাওয়াইলাল্লাহ ফোরামটা কেমন যেন আনইজি হয়ে গেছে। ঢুকতে সমস্যা হওয়ার সাথে এখন আবার বারবার লগইন পাসওয়ার্ড চাই।

              Comment


              • #8
                Originally posted by umayer mussab View Post
                আমাদের এই দাওয়াইলাল্লাহ ফোরামটা কেমন যেন আনইজি হয়ে গেছে। ঢুকতে সমস্যা হওয়ার সাথে এখন আবার বারবার লগইন পাসওয়ার্ড চাই।
                ভাই- আপনি লগিনের সময় রিমেম্বার মি অপশনের টিক দিয়ে দিলে ব্রাউজার ক্লোজ করা পর্যন্ত একবার লগিন করাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ্‌
                বছর ফুরিয়ে যাবে এতো রিসোর্স আছে https://gazwah.net সাইটে

                Comment


                • #9
                  🔺নিউজ ফ্রম সুদান জানিয়েছে যে, সন্ত্রাস র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর বিরুদ্ধে একটি ব্যাপক স্থল অভিযান শুরু করার পর, অবরুদ্ধ ডিলিং (Dilling) শহরের অবরোধ ভাঙার ক্ষেত্রে সুদান সশস্ত্র (SAF) বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
                  ডিলিংয়ের গভর্নর একটি অডিও বার্তায় ডিলিং শহরে সুদান সশস্ত্র বাহিনীর প্রবেশের কথা ঘোষণা করেছেন।


                  🔺পশ্চিম কর্ডোফান রাজ্যের নাহুদ শহরের পশ্চিমে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) একজন চিকিৎসককে হত্যা করেছে এবং অন্য একজনকে অপহরণ করেছে।
                  ​দার হামার জরুরি বিভাগের (Emergency Room) তথ্য অনুযায়ী, ওই দুই চিকিৎসকই ওই এলাকার বেসামরিক মানুষের সেবা দিচ্ছিলেন। খবর পাওয়া গেছে যে, অপহৃত চিকিৎসককে অজানা কোনো স্থানে নিয়ে যাওয়ার আগে নির্যাতন করা হয়েছে।

                  🔺সুদানের একজন লেখক এক্টিভিস্ট রাজধানী খার্তুম সম্পর্কে জানিয়েছেন,
                  জেগে উঠছে খার্তুম...
                  ​আল্লাহর ইচ্ছা ও শক্তিতে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে খার্তুম। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই খার্তুম আগের চেয়ে আরও সুন্দর এবং উন্নত রূপে ফিরে আসবে। পুরুষ ও যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যেই রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতের কাজ শুরু হয়েছে এবং পুরো রাজ্যজুড়ে বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে।
                  ​খার্তুম পুনর্গঠন কমিটির সদস্য এবং অন্তর্বর্তীকালীন সার্বভৌম পরিষদের সদস্য লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম জাবের ইব্রাহিম-এর সাথে একটি বিশেষ অনুষ্ঠান।
                  ​সম্প্রচার: (সুদান টাইম)বৃহস্পতিবার, ১/১/২০২৬, রাত ৯:৩০ মিনিটে আল-বালাদ (Al-Balad) টিভি চ্যানেলের পর্দায়।

                  আল্লাহ তায়ালা আমাদের ভাইবোনদের হেফাজত করুন।

                  Comment


                  • #10
                    সুদান আপডেটঃ

                    🚨 দারফুরে ড্রোন হামলায় আরএসএফের শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা উপদেষ্টা নিহত

                    দারফুরে ড্রোন হামলায় নিহত হয়েছে সন্ত্রাসী আরএসএফ-এর দারফুর অঞ্চলের কমান্ডারের নিরাপত্তা উপদেষ্টা হামিদ আলী আবুবকর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্য দারফুরের জালিঙ্গেইয়ের কাছে দামরাত আল-ফিরদৌস এলাকায় এক বৈঠক চলাকালে এই হামলা ঘটে।

                    স্থানীয় সূত্র জানায়, বৈঠকে সন্ত্রাসী আরএসএফের সামরিক কর্মকর্তা ও তাদের অনুগত ‘রেভল্যুশনারি অ্যাওয়েকেনিং কাউন্সিল’-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলো। হামিদ আবুবকর সন্ত্রাসী আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগলোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলো।



                    Comment


                    • #11
                      নাটের গুরু আমিরাত, ইউএস ও ইজরায়েলের হয়ে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।

                      Comment


                      • #12
                        সুদান আপডেটঃ

                        সুদান লাইফ নিউজ থেকে নেয়াঃ

                        পূর্ব সুদান উত্তপ্ত... প্রতিনিধিত্বের লড়াই উসকে দিচ্ছে সংঘাতের আশঙ্কা
                        ​নাজির তিরক এবং পূর্ব মুক্তি আন্দোলনের নেতার মধ্যে তীব্র মতভেদ; রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির সতর্কতা

                        ​পূর্ব সুদানে ঐতিহ্যবাহী নেতৃত্ব এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার ফলে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে, একটি ভিডিও ক্লিপে নিজের নামে প্রচারিত বক্তব্যের ব্যাপারে নাজির মোহাম্মদ আল-আমিন তিরক-এর অস্বীকৃতি তার অবস্থান এবং আঞ্চলিক রাজনীতিতে তার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
                        ​নাজির তিরক-এর অবস্থান:
                        ​হাদান্দাওয়া গোত্রের প্রধান নাজির তিরক একটি ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন যে, ইব্রাহিম দুনিয়ার বিরুদ্ধে তার নামে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, তা তার বর্তমান অবস্থানের প্রতিফলন নয়। তিনি জোর দিয়ে বলেন, তিনি এখনও 'পূর্ব সুদান মুক্তি বাহিনী'র নেতার বক্তব্যের কোনো আনুষ্ঠানিক জবাব দেননি। তিনি আরও ব্যাখ্যা করেন যে, ইব্রাহিম দুনিয়ার বক্তব্যটি সামগ্রিকভাবে রাষ্ট্রের প্রতি নিবেদিত ছিল। তিরক সশস্ত্র বাহিনীর প্রতি তার অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জানান, যুদ্ধের শুরুতে পূর্ব সুদানের নেতৃত্ব নিরপেক্ষ থাকলেও পরবর্তীতে তারা সরকারকে সমর্থন দেয় এবং অঞ্চলে প্রতিরোধ কমিটি গঠন করে।
                        ​ইব্রাহিম দুনিয়ার আলটিমেটাম:
                        ​অন্যদিকে, পূর্ব সুদান মুক্তি বাহিনীর নেতা ইব্রাহিম দুনিয়া ঘোষণা করেছেন যে, তার প্রস্তাবিত "পূর্ব সুদান সুরক্ষা সনদ" (যাতে রাজনৈতিক ও সামাজিক দাবি এবং অঞ্চলে বাহিনী প্রবেশের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে) ইরিত্রিয়ার মাধ্যমে সুদান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
                        ​তিনি সতর্ক করে বলেন:
                        ​আলোচনার কোনো ইতিবাচক ফলাফল সরাসরি মাঠে কার্যকর হবে।
                        ​যদি আলোচনার মাধ্যমে পূর্ব সুদানের জনগণের দাবি পূরণ না হয়, তবে তার বাহিনী অঞ্চলটির নিয়ন্ত্রণ দখলসহ অন্যান্য বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে।
                        ​যুদ্ধের বাইরে থাকার ঘোষণা:
                        ​কাসালার কাছে শামবুব এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইব্রাহিম দুনিয়ার বক্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে বলেন:
                        ​তার বাহিনী চলমান গৃহযুদ্ধের কোনো পক্ষ নয়।
                        ​বর্তমান সরকারকে তিনি "পোর্ট সুদান সরকার" হিসেবে অভিহিত করেন।
                        ​তার বাহিনী অঞ্চলের বাইরে কোনো লড়াইয়ে অংশ নেবে না।
                        ​শান্তি আলোচনার ক্ষেত্রে তার বাহিনী শক্তির অবস্থানে থেকেই কথা বলবে।
                        ​তিনি আরও উল্লেখ করেন যে, তার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করে নিজেদের অধিকার আদায় করে নিতে পারে।​

                        Comment


                        • #13
                          সুদান আপডেটঃ

                          সুদানের রাজধানী খার্তুম যুদ্ধের আভা কাটিয়ে দিন দিন উন্নত হচ্ছে। তাদের আঞ্চলিক একটি পত্রিকাতে তাদের আপডেট এভাবে তুলে ধরা হয়েছেঃ (হুবহু কপি)

                          ▪️​আল-বুরহান: জাবাল আউলিয়া লোকালিটির 'কারামা' ক্যাম্পের দ্বিতীয় ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
                          ▪️​সার্বভৌম পরিষদের সদস্য ড. নাওয়ারা আবু মুহাম্মদ: স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করেছেন।
                          ▪️​আল-আইসার: চ্যালেঞ্জ সত্ত্বেও সুদানীয় জনগণ স্থিতিস্থাপকতা, সহাবস্থান, সহনশীলতা এবং দেশপ্রেমের অনন্য ক্ষমতা ধরে রেখেছে।
                          ▪️​সংস্কৃতি, তথ্য ও পর্যটন মন্ত্রণালয়: প্রাদেশিক রেডিও ও টেলিভিশন সংস্থার কর্মীদের প্রতি তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে।
                          ▪️​জ্বালানি মন্ত্রী: ৪০০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার দেশে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন।
                          ▪️​ধর্মীয় বিষয়ক ও ওয়াকফ মন্ত্রী: ১৪৪৭ হিজরি সালের হজ সেবা প্যাকেজ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।
                          ▪️​সুফি তরীকা ও আদিবাসী প্রশাসন: সুদান সরকারের শান্তি উদ্যোগের প্রতি তাদের সমর্থন নিশ্চিত করেছে।
                          ▪️​সুদান: ইয়েমেন পরিস্থিতির বিষয়ে সৌদি আরবের প্রচেষ্টা ও অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।
                          ▪️​মাদকবিরোধী সম্মেলন: আগামী মঙ্গলবার দামার শহরে অনুষ্ঠিত হবে।
                          ▪️​ইঞ্জিনিয়ারিং কর্পস: স্বাধীনতার ৭০তম বার্ষিকী উদযাপন করেছে।
                          ▪️​কৃষি ও সেচ মন্ত্রণালয়: পোর্ট সুদান থেকে কর্মীদের খার্তুম রাজ্যে পাঠানোর বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেছে।
                          ▪️​মিশরীয় রেড ক্রিসেন্ট: আশকিত সীমান্ত দিয়ে একটি মানবিক সাহায্য বহর পৌঁছেছে।
                          ▪️​সেন্নার: আন-নায়রা এবং উম্মে মারহি প্রকল্পের উৎপাদনে ফেরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
                          ▪️​সেন্নারের গভর্নর: উদ্যানপালন খাত রক্ষার জন্য একটি বিশেষ জরুরি রুম গঠনের নির্দেশ দিয়েছেন।
                          ▪️​গাদারিফ স্বাস্থ্য মন্ত্রণালয়: পরিপাকতন্ত্র এবং লিভারের এন্ডোস্কোপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।
                          ▪️​উত্তর দারফুর গভর্নর আল-হাফিজ বখিত: রাজ্যের সকল স্তরে সাধারণ সংহতি (General Mobilization) ঘোষণা করেছেন।
                          ▪️​আল-কালাবাত আল-শারকিয়া: যাকাত অফিস ও গভর্নরের পক্ষ থেকে 'কারামা' যুদ্ধের শহীদদের পরিবারের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে।
                          ▪️​আল-জাজিরা রাজ্য পরিকল্পনা ২০২৬: রাজ্যে উন্নয়ন ত্বরান্বিত করতে মাদানি বিমানবন্দর এবং ১০টি শিল্প নগরী স্থাপনের পরিকল্পনা।
                          ▪️​বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান প্রশাসন (খার্তুম): ২০২৬ সালের লাইসেন্স নবায়নের প্রয়োজনীয়তা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
                          ▪️​উম্মে দোরমান: 'আল-আওসাত' পুলিশ স্টেশন পুনরায় চালু করা হয়েছে।
                          ▪️​খার্তুম বাহরি: আজ সকালে 'খিদির বশির' থিয়েটার পুনরায় উদ্বোধনের অনুষ্ঠান।
                          ▪️​ফুটবল: মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অফ নেশনসের শেষ ১৬-তে সেনেগালের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে সুদান জাতীয় দল।
                          ▪️​মোটরসাইকেল স্পোর্টস ফেডারেশন: স্বাধীনতা দিবস উপলক্ষে পোর্ট সুদানে একটি বিশাল কার্নিভালের আয়োজন করেছে।
                          ▪️​সুদান ফুটবল অ্যাসোসিয়েশন: তাদের স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকসজ্জা পুনঃস্থাপন করেছে।
                          ▪️​আজকের আবহাওয়া: তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে; দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দিনে আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং রাতে ঠান্ডা থাকবে, আর দক্ষিণে উষ্ণ থাকবে।

                          (খেলার নিউজ দেখে মনে হয় আমাদের যা কিছু হোক আমরা খেলা কখনো বাদ দিবনা। আল্লাহ আমাদের ভাইদের সহীহ বুঝ দান করুন।)

                          (উল্লেখ্য যে সুদানের মিডিয়াগুলোতে এখন যুদ্ধবিধ্বস্ত আল ফাশির,কোরদোফান,দারফুর ইত্যাদী অঞ্চলের নিউজ বেশি আসছেনা। এটা হতে পারে আরএসএফ কর্তৃক মিডিয়ার উপর কোন বিধিনিষেধের কারণে।)

                          Comment

                          Working...
                          X