এবার কর্ণাটকের জুম্মা মসজিদকে মন্দির বানানোর ঘোষণা দিল হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনা
ভারতের উত্তর প্রদেশে মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণের ঘোষণার পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আদাজল খেয়ে মাঠে নামে। শুরু হয় মসজিদ ভেঙ্গে মন্দির গড়ার মিশন। রামমন্দির আন্দোলনের সময়েই সঙ্ঘ পরিবার ও হিন্দুত্ববাদীরা হুমকি দিয়েছিল, ‘ইয়ে তো সির্ফ এক ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়’। এরই ধারাবাহিকতায় এবার কর্ণাটকের জুম্মা মসজিদকে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনা।
ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের উপর নির্যাতন বহুগুণে বাড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
অন্যদিকে একের পর এক মসজিদ ভেঙে মন্দির নির্মাণেও রয়েছে তোড়জোর।
ভারতের বাবরি মসজিদ ভেঙে রামমন্দির নির্মাণের কাজ চলছে। রামন্দিরের পরে মথুরা নিয়ে মামলা দায়ের হয়েছে বছর দু’য়েক আগেই। ওই মামলা এখনো আদালতের বিচারাধীন। এর মধ্যেই দেশটির হিন্দুত্ববাদী সংগঠনের করা মামলার ভিত্তিতে পরোক্ষে ‘বিতর্কিত’ তকমা লাগানো হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদে। এবার সপ্তদশ শতকের গৌরবময় মুসলিমদের জুম্মা মসজিদকে মন্দির হিসেবে ’পুনরুদ্ধারের’ দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনা। দলের নেতা প্রমােদ মুথালিক একটি ভিডিওতে এই দাবি করে।
সেই ভিডিওতে ওই নেতাকে বলতে শােনা যায়, রাম মন্দিরের জন্য আমাদের ৭২ বছর লড়াই করতে হয়েছিল। ৭২ বছরের লড়াইয়ের পরে আমরা ওখানে মন্দির নির্মাণ করতে পেরেছি। একই ভাবে আমি চ্যালেঞ্জ করে বলছি গড়গের জুম্মা মসজিদও আসলে ভেঙ্কটেশ্বর মন্দির ছিল। সে ভিত্তিহীন অভিযােগ তুলে বলে, টিপু সুলতানের আমলে যে সব মন্দির ধ্বংস করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই মন্দিরটি। এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমরা এর জন্য লড়াই করব।”
বেঙ্গালুরু থেকে ৪১২ কিলােমিটার দূরে অবস্থিত এই মসজিদটির সামনে দাঁড়িয়েই ওই ভিডিও রেকর্ড করে প্রমােদ। তাঁর দাবি, জুম্মা মসজিদের জায়গায় যে আগে মন্দির ছিল, সেই সংক্রান্ত দু'টি নথি এর মধ্যেই তাঁদের হাতে এসেছে। তাঁরা সেই নথি দুটিকে সামনে রেখে আন্দোলন শুরু করতে চায়। কেবল এই মসজিদটিই নয়, গােটা রাজ্যে আরও যেসব জায়গায় মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়েছিল বলে তাঁদের কাছে তথ্য আছে, সর্বত্রই তাঁরা আন্দোলন করবে বলেও দাবি করেছে ওই নেতা। ভিডিওটি সােশ্যাল মিডিয়ায় পােস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।
তথ্যসূত্র
(১)বাবরি মসজিদের পরে এবার কর্ণাটকের জুম্মা মসজিদ:মন্দির হিসেবে 'পুনরুদ্ধারে'র দাবি হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনার-https://tinyurl.com/3xumdtvf
(২)বাবরি ও মথুরার পর লক্ষ্য জ্ঞানবাপী মসজিদ-https://tinyurl.com/3zmwpycb
(৩)‘মসজিদ ও ঈদগাহ সরিয়ে মন্দির নির্মাণে দাবি’-https://tinyurl.com/3zmt23xt
(৪)আওরঙ্গজেব ভেঙেছিল কাশী বিশ্বনাথ মন্দির! স্কন্দ পুরান, ঋকবেদেও পাওয়া যায় এই স্থানের ইতিহাস-https://tinyurl.com/tap238rb
৫)কৃষ্ণ জন্মভূমি কাশী বিশ্বনাথ মন্দিরকে জ্ঞানব্যাপী মসজিদের থেকে মুক্ত করাতে গুরুত্বপূর্ণ বৈঠক সাধু-সন্ন্যাসীদের-https://tinyurl.com/r6xy2b7n
ভারতের উত্তর প্রদেশে মুসলিমদের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণের ঘোষণার পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আদাজল খেয়ে মাঠে নামে। শুরু হয় মসজিদ ভেঙ্গে মন্দির গড়ার মিশন। রামমন্দির আন্দোলনের সময়েই সঙ্ঘ পরিবার ও হিন্দুত্ববাদীরা হুমকি দিয়েছিল, ‘ইয়ে তো সির্ফ এক ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়’। এরই ধারাবাহিকতায় এবার কর্ণাটকের জুম্মা মসজিদকে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনা।
ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের উপর নির্যাতন বহুগুণে বাড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
অন্যদিকে একের পর এক মসজিদ ভেঙে মন্দির নির্মাণেও রয়েছে তোড়জোর।
ভারতের বাবরি মসজিদ ভেঙে রামমন্দির নির্মাণের কাজ চলছে। রামন্দিরের পরে মথুরা নিয়ে মামলা দায়ের হয়েছে বছর দু’য়েক আগেই। ওই মামলা এখনো আদালতের বিচারাধীন। এর মধ্যেই দেশটির হিন্দুত্ববাদী সংগঠনের করা মামলার ভিত্তিতে পরোক্ষে ‘বিতর্কিত’ তকমা লাগানো হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদে। এবার সপ্তদশ শতকের গৌরবময় মুসলিমদের জুম্মা মসজিদকে মন্দির হিসেবে ’পুনরুদ্ধারের’ দাবি করেছে হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনা। দলের নেতা প্রমােদ মুথালিক একটি ভিডিওতে এই দাবি করে।
সেই ভিডিওতে ওই নেতাকে বলতে শােনা যায়, রাম মন্দিরের জন্য আমাদের ৭২ বছর লড়াই করতে হয়েছিল। ৭২ বছরের লড়াইয়ের পরে আমরা ওখানে মন্দির নির্মাণ করতে পেরেছি। একই ভাবে আমি চ্যালেঞ্জ করে বলছি গড়গের জুম্মা মসজিদও আসলে ভেঙ্কটেশ্বর মন্দির ছিল। সে ভিত্তিহীন অভিযােগ তুলে বলে, টিপু সুলতানের আমলে যে সব মন্দির ধ্বংস করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই মন্দিরটি। এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমরা এর জন্য লড়াই করব।”
বেঙ্গালুরু থেকে ৪১২ কিলােমিটার দূরে অবস্থিত এই মসজিদটির সামনে দাঁড়িয়েই ওই ভিডিও রেকর্ড করে প্রমােদ। তাঁর দাবি, জুম্মা মসজিদের জায়গায় যে আগে মন্দির ছিল, সেই সংক্রান্ত দু'টি নথি এর মধ্যেই তাঁদের হাতে এসেছে। তাঁরা সেই নথি দুটিকে সামনে রেখে আন্দোলন শুরু করতে চায়। কেবল এই মসজিদটিই নয়, গােটা রাজ্যে আরও যেসব জায়গায় মন্দিরের জায়গায় মসজিদ তৈরি করা হয়েছিল বলে তাঁদের কাছে তথ্য আছে, সর্বত্রই তাঁরা আন্দোলন করবে বলেও দাবি করেছে ওই নেতা। ভিডিওটি সােশ্যাল মিডিয়ায় পােস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।
তথ্যসূত্র
(১)বাবরি মসজিদের পরে এবার কর্ণাটকের জুম্মা মসজিদ:মন্দির হিসেবে 'পুনরুদ্ধারে'র দাবি হিন্দুত্ববাদী সংগঠন শ্রীরাম সেনার-https://tinyurl.com/3xumdtvf
(২)বাবরি ও মথুরার পর লক্ষ্য জ্ঞানবাপী মসজিদ-https://tinyurl.com/3zmwpycb
(৩)‘মসজিদ ও ঈদগাহ সরিয়ে মন্দির নির্মাণে দাবি’-https://tinyurl.com/3zmt23xt
(৪)আওরঙ্গজেব ভেঙেছিল কাশী বিশ্বনাথ মন্দির! স্কন্দ পুরান, ঋকবেদেও পাওয়া যায় এই স্থানের ইতিহাস-https://tinyurl.com/tap238rb
৫)কৃষ্ণ জন্মভূমি কাশী বিশ্বনাথ মন্দিরকে জ্ঞানব্যাপী মসজিদের থেকে মুক্ত করাতে গুরুত্বপূর্ণ বৈঠক সাধু-সন্ন্যাসীদের-https://tinyurl.com/r6xy2b7n
Comment