সৌদি সন্তষ্ট না-হওয়া পর্যন্ত কাতারিদের রোজা কবুল হবে না!
সৌদি আলেম "জামআন দব" আলআযহার কর্তৃক কাতারের ভূমিকার শরয়ী দৃষ্টিভঙ্গি নির্ধারণের আহবানের পর একটি ফতওয়া ইস্যু করেন,
যেখানে কাতারিরা সৌদির কাছে ক্ষমা প্রার্থনা না-করা পর্যন্ত এবং সৌদি কর্তৃক অনুমোদিত না-হওয়া পর্যন্ত কাতারিদের রোযা কবুল হবে না মর্মে জানানো হয়েছে।
কারণ, তারা "উলিল আমর"(দায়িত্বশীল) এর আনুগত্য ত্যাগের মাধ্যমে বিদ্রোহ করেছে!
তিনি সৌদি-বিরোধীদের সাদ্দামের পরিণতি মনে করিয়ে বলেন, এটাই কাফেরদের পরিণতি!
তিনি কাতারিদের দ্রুত তাওবা করার উৎসাহ দিয়ে বলেন, সৌদির করুণা সবকিছুতে পরিব্যাপ্ত, কাতারিরা নতুনভাবে তাওবা-নামা জমা দিলে এবং অনুমতি! ছাড়া সন্ত্রাসী গোষ্ঠীদের সমর্থন করা হতে বিরত থাকলে; নিশ্চিত, তাদের ক্ষমা করা হবে, নতুবা সৌদির ক্রোধ ও অভিষাপ তাদের ওপর আপতিত হবে।
সূত্র:মরক্কোর "হুদুদ"পত্রিকা
তারিখ:০৭/০৬/২০১৭
সুত্র:- http://alhudood.net/10142/%D8%A7%D9%...1%D8%B6%D9%89/
Comment