হযরত ইবরাহীম আ. কে অবমাননা করে নাস্তিক ও শাতিম হিসেবে নিজের পরিচয় প্রকাশ করলো জ.ই মামুন!
সাংবাদিক জ.ই. মামুন প্রশ্ন তুলেছেন, "হযরত ইব্রাহিম কি করে মোছলমানের জাতির পিতা হন, তিনি তো অমুসলিম!"
লক্ষ করুন, জ.ই. মামুন "মুসলমান" লেখার সভ্যতা দেখাননি, লিখেছেন বিকৃত উচ্চারণে "মোছলমান"!
যাই হোক, মামুনের দাবি হযরত ইব্রাহিম (আ.) নাকি অমুসলিম!
তিনি পবিত্র কুরআনের ন্যারেটিভের সম্পূর্ণ বিপরীত দাবি তুলেছেন। কুরআন অনুযায়ী, মহানবী মুহাম্মাদ (সা.) দুনিয়াতে হযরত ইব্রাহিমের দ্বীন নিয়েই এসেছিলেন।
- "বল: 'আমার প্রতিপালক তো আমাকে সরল পথ প্রদর্শন করেছেন। এটাই সুপ্রতিষ্ঠিত দ্বীন, ইব্রাহিমের ধর্মাদর্শ। সে ছিল একনিষ্ঠ এবং সে অংশীবাদীদের অন্তর্ভূক্ত ছিল না।'" [আল কুরআন ৬:১৬১]
- "তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের ধর্মে কায়েম থাক। তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলির জন্যে।" [আল কুরআন ২২:৭৮]
- "যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহীমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্ম কার? আল্লাহ ইব্রাহীমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন।" [আল কুরআন ৪:১২৫]
- ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। [আল কুরআন ২:১৩০]
.... ... ...
জ.ই. মামুন ব্যক্তিজীবনে কী বিশ্বাস করেন, সেটা আমার ইস্যু নয়। কিন্তু তিনি কি কোটি কোটি মানুষের বিশ্বাসের নবী ইব্রাহিম (আ.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করতে পারেন?
মূলতঃ এর মাধ্যমে নাস্তিক ও শাতিম হিসেবে সে তার পরিচয় প্রকাশ করলো মাত্র!
অস্বীকার করলো কুরআনের ঘোষণা, "মিল্লাতা আবিকুম ইবরাহীম।"
আমরা অনতিবিলম্বে তার দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি চাই!
Comment