খোরাসান | একটি ব্রীজসহ দীর্ঘ ২০ কি.মি. সড়ক নির্মাণ কাজ শুরু করেছে তালেবান
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিয়ন্ত্রিত পাকতিয়া প্রদেশের জুরমাত ও জানি-খাইল জেলা দুটিতে দীর্ঘ ২০ কিলোমিটারের ২টি সড়ক ও একটি ব্রীজ নির্মাণ কাজ শুরু করেছেন। চলিত মাসের শুরুর দিকে সড়ক ২টির নির্মাণ কাজ শুরু করেছে তালেবান।
স্থানীয় জনসাধারণ ও তালেবানরা বলছেন, জুরমাত ও জানি-খাইল জেলায় নির্মাণাধীন সড়ক দুটি ও এক ব্রীজটি পাকতিয়া প্রদেশের ৩টি জেলাকে একত্রিত করবে। জুরমাত জেলায় নির্মাণাধীন সড়কটি মোট ১২ কিলোমিটার দীর্ঘ হবে। অপরদিকে জানি-খাইল জেলায় নির্মাণাধীন সড়কটি ৮ কি.মি. দীর্ঘ হবে বলেও নিশ্চিত করেছে তালেবান। এছাড়াও সড়ক দুটির আশপাশের কয়েকটি রাস্তাও পুনর্নির্মাণের কাজ করছে তালেবান, যাতে সড়ক পথে জনসাধারণের চলাচল আরো সহজ হয়ে যায়।
বেশ কিছুদিন পূর্বে ইমারাতে ইসলামিয়ার পৌর প্রশাসনের কর্মকর্তারা এবং রাস্তা নির্মাণকারী দলের ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের সাথে সড়কটি পরিদর্শন করেন তালেবানদের ‘আল-ইমরাহ ইস্টুডিও’র কয়েকজন প্রতিনিধি। তখন তাঁরা সড়কগুলোর কিছু চিত্রও ক্যামেরায় ধারণ করেছিলেন।
পরবর্তিতে গত ১০ ডিসেম্বর তালেবানদের কেন্দ্রীয় মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ্, তাঁর টুইটার একাউন্টে নির্মাণাধীন এসব সড়ক ও ব্রীজের কিছু ছবি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, তালিবানরা সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মসজিদ ও রাস্তা ছাড়াও জনসাধারণের সুযোগ-সুবিধা ও জনস্বার্থে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছেন। এসকল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে হাজার হাজার বেকার তরুণরা তাদের কর্মস্থল পাবে বলেও জানিয়েছে তালেবান।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার তাদের নিয়ন্ত্রিত পাকতিয়া প্রদেশের জুরমাত ও জানি-খাইল জেলা দুটিতে দীর্ঘ ২০ কিলোমিটারের ২টি সড়ক ও একটি ব্রীজ নির্মাণ কাজ শুরু করেছেন। চলিত মাসের শুরুর দিকে সড়ক ২টির নির্মাণ কাজ শুরু করেছে তালেবান।
স্থানীয় জনসাধারণ ও তালেবানরা বলছেন, জুরমাত ও জানি-খাইল জেলায় নির্মাণাধীন সড়ক দুটি ও এক ব্রীজটি পাকতিয়া প্রদেশের ৩টি জেলাকে একত্রিত করবে। জুরমাত জেলায় নির্মাণাধীন সড়কটি মোট ১২ কিলোমিটার দীর্ঘ হবে। অপরদিকে জানি-খাইল জেলায় নির্মাণাধীন সড়কটি ৮ কি.মি. দীর্ঘ হবে বলেও নিশ্চিত করেছে তালেবান। এছাড়াও সড়ক দুটির আশপাশের কয়েকটি রাস্তাও পুনর্নির্মাণের কাজ করছে তালেবান, যাতে সড়ক পথে জনসাধারণের চলাচল আরো সহজ হয়ে যায়।
বেশ কিছুদিন পূর্বে ইমারাতে ইসলামিয়ার পৌর প্রশাসনের কর্মকর্তারা এবং রাস্তা নির্মাণকারী দলের ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের সাথে সড়কটি পরিদর্শন করেন তালেবানদের ‘আল-ইমরাহ ইস্টুডিও’র কয়েকজন প্রতিনিধি। তখন তাঁরা সড়কগুলোর কিছু চিত্রও ক্যামেরায় ধারণ করেছিলেন।
পরবর্তিতে গত ১০ ডিসেম্বর তালেবানদের কেন্দ্রীয় মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ্, তাঁর টুইটার একাউন্টে নির্মাণাধীন এসব সড়ক ও ব্রীজের কিছু ছবি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, তালিবানরা সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মসজিদ ও রাস্তা ছাড়াও জনসাধারণের সুযোগ-সুবিধা ও জনস্বার্থে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছেন। এসকল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে হাজার হাজার বেকার তরুণরা তাদের কর্মস্থল পাবে বলেও জানিয়েছে তালেবান।
Comment