আফগানিস্তানে আরও ৭৩ জন তরুণের সেনা প্রশিক্ষণ সম্পন্ন
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন প্রতিনিয়ত তাদের সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে চলেছে। এরই অংশ হিসেবে এবার আরও ৭৩ জন আফগান যুবক সেনা প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন।
ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, হজরত আবু উবাইদাহ বিন জারারাহ রাদিয়াল্লাহু আনহু মিলিটারি একাডেমীর অধীনস্থ হজরত আবু দুজানাহ বিন খারশা রাদিয়াল্লাহু আনহু ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইউনিটের মোট ৭৩ জন তরুণ সেনা সদস্য স্নাতক অর্জন করেছেন।
সেনাদের স্নাতক উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার উমারাগণ দেশ ও জাতি রক্ষায় সেনাদের গুরুত্ব তুলে ধরেন, এবং ইসলামি শরিয়াহ ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সেনাদের গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন।
তথ্যসূত্র:
1. ۷۳ تن منسوب جوان از اکاډمي حرب حضرت ابودجانه بن خرشه رض فارغ شدند
– https://tinyurl.com/waa7k5j2
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন প্রতিনিয়ত তাদের সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে চলেছে। এরই অংশ হিসেবে এবার আরও ৭৩ জন আফগান যুবক সেনা প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন।
ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, হজরত আবু উবাইদাহ বিন জারারাহ রাদিয়াল্লাহু আনহু মিলিটারি একাডেমীর অধীনস্থ হজরত আবু দুজানাহ বিন খারশা রাদিয়াল্লাহু আনহু ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইউনিটের মোট ৭৩ জন তরুণ সেনা সদস্য স্নাতক অর্জন করেছেন।
সেনাদের স্নাতক উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার উমারাগণ দেশ ও জাতি রক্ষায় সেনাদের গুরুত্ব তুলে ধরেন, এবং ইসলামি শরিয়াহ ও ইসলামি মূল্যবোধ রক্ষায় সেনাদের গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন।
তথ্যসূত্র:
1. ۷۳ تن منسوب جوان از اکاډمي حرب حضرت ابودجانه بن خرشه رض فارغ شدند
– https://tinyurl.com/waa7k5j2
Comment