Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি|| ১১ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি|| ১১ সেপ্টেম্বর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানের কাবুলে উদ্বোধন হলো আধুনিক ভূগর্ভস্থ মার্কেট




    আফগানিস্তানের কাবুলের পুলে-খিশতি এলাকায় একটি আধুনিক ভূগর্ভস্থ মার্কেট উদ্বোধন করা হয়েছে। কাবুল পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটির নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি ১০ লাখ আফগানি।

    গত ১০ সেপ্টেম্বর আফগান গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে কাবুল পৌরসভার উপপ্রধান মুহাম্মদ খালিদ সাজিস্তানি হাফিযাহুল্লাহ জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩০ বছরের জন্য এই প্রকল্পটির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেট থেকে অর্জিত আয়ের ৬৫ শতাংশ যাবে কোম্পানির কাছে এবং অবশিষ্ট ৩৫ শতাংশ পৌরসভায় জমা হবে।

    চুক্তিবদ্ধ কোম্পানির প্রতিনিধিরা জানান, আধুনিক মানদণ্ডে উন্নত সামগ্রী ব্যবহার করে মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এখানে ছয়টি প্রবেশদ্বার এবং প্রায় ৩৪০টি দোকান রয়েছে।

    প্রকল্প বাস্তবায়নের সময় প্রায় ১,০০০ জন সরাসরি এবং আরও ৩,০০০ থেকে ৪,০০০ জন পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

    কোম্পানির প্রতিনিধি মাইওয়ান্দ বলেন, ‘আপনারা জানেন, সরকারি ও বেসরকারি প্রকল্প কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি উভয় খাতের ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রতিফলন ঘটায়।’

    চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর সাবেক বোর্ড সদস্য খান জান আলোকোজাই বলেন, ‘ইমারতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর থেকে সরকার ও বেসরকারি খাত সীমিত সম্পদ নিয়েই দেশের পুনর্গঠন কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে।’

    কাবুল পৌরসভা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীজুড়ে প্রায় ২০০টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।


    তথ্যসূত্র:
    1. Underground Market Inaugurated in Kabul Worth 281M AFN
    https://tinyurl.com/s3s9uymp


    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ’র প্রতি দু’রাকাত নামাজ পড়ে গাজার জন্য দোয়া করার আবেদন হামাসের


    ১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাতের শেষভাগে, অর্থাৎ জুমাবার তাহাজ্জুদের সময় দুই রাকাত নামাজ পড়ে কষ্ট লাঘবের দোয়া একশত বার পড়ে আল্লাহ্‌ তাআলার কাছে গাজার অসহায় মুসলিমদের জন্য দোয়া করার আবেদন জানিয়েছেন ফিলিস্তিন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসসাম বিগ্রেড।

    উম্মাহর প্রতি হামাসের সামরিক শাখার আবেদনটি নিম্নরূপ–
    “আমরা আমাদের উম্মাহর সন্তানদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা গাজায় আপনাদের অসহায় ভাইদের থেকে কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করুন—রাতের নিঃশব্দ সময়ে বিনীতভাবে দুই রাকাত নামাজ আদায় করে, এরপর নিম্নোক্ত দোয়াটি একশবার পাঠ করে:

    لَا ‌إِلَهَ ‌إِلا ‌اللهُ ‌الْعَظِيمُ ‌الْحَلِيمُ، لَا إِلَهَ إِلا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلا الله رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

    বাংলা অর্থঃ
    “আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি মহামহিমান্বিত, সহনশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি আসমানসমূহের প্রতিপালক, যমীনের প্রতিপালক এবং সম্মানিত আরশের প্রতিপালক।”

    তারপর মহান আল্লাহ তাআলা’র কাছে গাজার মানুষদের দ্রুত পরিত্রাণের জন্য দোয়া করুন। কারণ, তিনিই আমাদের একমাত্র অভিভাবক এবং তিনি তা করতে সক্ষম। তিনি ব্যতীত কোন ভরসাস্থল বা শক্তি নেই।”


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/y92n8d3n
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X