আফগানিস্তানের কাবুলে উদ্বোধন হলো আধুনিক ভূগর্ভস্থ মার্কেট

আফগানিস্তানের কাবুলের পুলে-খিশতি এলাকায় একটি আধুনিক ভূগর্ভস্থ মার্কেট উদ্বোধন করা হয়েছে। কাবুল পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটির নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি ১০ লাখ আফগানি।
গত ১০ সেপ্টেম্বর আফগান গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে কাবুল পৌরসভার উপপ্রধান মুহাম্মদ খালিদ সাজিস্তানি হাফিযাহুল্লাহ জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩০ বছরের জন্য এই প্রকল্পটির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কেট থেকে অর্জিত আয়ের ৬৫ শতাংশ যাবে কোম্পানির কাছে এবং অবশিষ্ট ৩৫ শতাংশ পৌরসভায় জমা হবে।
চুক্তিবদ্ধ কোম্পানির প্রতিনিধিরা জানান, আধুনিক মানদণ্ডে উন্নত সামগ্রী ব্যবহার করে মার্কেটটি নির্মাণ করা হয়েছে। এখানে ছয়টি প্রবেশদ্বার এবং প্রায় ৩৪০টি দোকান রয়েছে।
প্রকল্প বাস্তবায়নের সময় প্রায় ১,০০০ জন সরাসরি এবং আরও ৩,০০০ থেকে ৪,০০০ জন পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
কোম্পানির প্রতিনিধি মাইওয়ান্দ বলেন, ‘আপনারা জানেন, সরকারি ও বেসরকারি প্রকল্প কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি উভয় খাতের ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রতিফলন ঘটায়।’
চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর সাবেক বোর্ড সদস্য খান জান আলোকোজাই বলেন, ‘ইমারতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর থেকে সরকার ও বেসরকারি খাত সীমিত সম্পদ নিয়েই দেশের পুনর্গঠন কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে।’
কাবুল পৌরসভা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীজুড়ে প্রায় ২০০টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
তথ্যসূত্র:
1. Underground Market Inaugurated in Kabul Worth 281M AFN
– https://tinyurl.com/s3s9uymp
Comment