Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১২ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ০৫ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১২ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ০৫ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    সুবিধা বঞ্চিতদের জন্য ৮ মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে আফগান সরকার


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের পাকতিকা, কুনার, ফারিয়াব, সামাঙ্গান, তাখার ও দাইকুন্ডি প্রদেশে সুবিধা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন ও সহনশীলতা বৃদ্ধির জন্য ৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮ মিলিয়ন ডলার) মূল্যের প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

    গত ৪ অক্টোবর মন্ত্রণালয়ের সেচ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক উপমন্ত্রী মাওলানা বাজ মুহাম্মাদ ফাইজান হাফিযাহুল্লাহ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘এই প্রকল্পের জন্য নির্ধারিত বাজেট অবশ্যই কার্যকরভাবে ব্যয় করতে হবে, যাতে এর ফলাফল জনগণ ও কৃষকদের জন্য উপকারী হয়। কার্যক্রমগুলো বাস্তবধর্মী হতে হবে, প্রদর্শনমূলক নয়।’

    প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির মেয়াদ তিন বছর এবং এর মোট বাজেট ২২ মিলিয়ন পাউন্ড।

    মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাজেটের প্রথম ধাপের ৬ মিলিয়ন পাউন্ড দশ মাসের মধ্যে আফগান এইড সংস্থা এবং তাদের অংশীদার প্রতিষ্ঠানগুলো, যেমন সেভ দ্য চিলড্রেন, কনসার্ন, ওয়ার্ল্ড ওয়াইড, এবং টি. এল. ও. (টিএলও) এর মাধ্যমে বাস্তবায়িত হবে।

    প্রথম ধাপে প্রায় ৭,৬০০ জন মানুষ সরাসরি এই প্রকল্পের সুবিধাভোগী হবেন এবং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

    এই ধাপের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে, জলাধার ব্যবস্থাপনা কমিটি গঠন, ভূমির প্রাকৃতিক ঢালের ভিত্তিতে নালা (কনটুর ট্রেঞ্চ) খনন, গ্যাবিয়ন ও পাথরের বাঁধ নির্মাণ, ফলদ ও অ-ফলদ বৃক্ষরোপণ, জলাধারে সেচব্যবস্থা স্থাপন এবং বৃক্ষের নিয়মিত সেচ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।


    তথ্যসূত্র:
    1. £6 Million Project to Improve Livelihoods and Strengthen Resilience Launched in Afghanistan
    https://tinyurl.com/5cc89cx5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বিগত ৩ বছরে আফগানিস্তানের পাঞ্জশিরে নিরাপত্তা বিঘ্ন সংক্রান্ত কোনও ঘটনা ঘটে নি



    বিগত ৩ বছরের মধ্যে আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে নিরাপত্তা বিঘ্ন সংক্রান্ত কোনও ঘটনা সংঘটিত হয় নি। প্রদেশটির অভ্যন্তরীণ সূত্রমতে, পাঞ্জশির আফগানিস্তানের অন্যতম একটি প্রদেশ, যেখানে স্থিতিশীল নিরাপত্তা পরিবেশ বিরাজ করছে।

    এই প্রসঙ্গে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র সাইফুদ্দিন লাতুন হাফিযাহুল্লাহ বলেন, কিছু অজ্ঞাত ফেসবুক একাউন্ট থেকে প্রদেশে নিরাপত্তার অভাব সংক্রান্ত দাবি্গুলো ভিত্তিহীন। এই সব তথ্যের কোনও বিশ্বাসযোগ্য সূত্র বা প্রমাণ নেই। তিনি আরও বলেন, এসব পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন প্রচারণার উদ্দেশ্য হল জনগণের মধ্যে বিভ্রান্তির বীজ বপন করা।

    তিনি জোর দিয়ে বলেন, পাঞ্জশির প্রদেশে সম্পূর্ণ সুরক্ষা বিরাজ করছে। এখানে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিস্থিতি বিদ্যমান আছে, যা প্রদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

    তথ্যসূত্র:
    1. No Security Incident in Panjshir During Last 3 Years
    https://tinyurl.com/4u28j5sh



    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তানের হেরাত দমকল বিভাগে ১৬টি অকেজো অগ্নিনির্বাপক যানবাহন পুনরায় সচল


      ১৬টি অকেজো অগ্নিনির্বাপক যানবাহন মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করেছে আফগানিস্তানের হেরাত পুলিশ সদর দপ্তরের আওতাধীন দমকল বিভাগ।

      প্রাদেশিক এই দপ্তরের মুখপাত্র গুলাম নবী নবিজাদা হাফিযাহুল্লাহ জানিয়েছেন, সংশ্লিষ্ট যানবাহনগুলোর সকল টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। জরুরি মুহূর্তে জনগণের সেবায় ব্যবহারের জন্য এই গাড়িগুলো এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।

      আগুনের দ্বারা সৃষ্ট সম্ভাব্য জীবন ও সম্পদের ক্ষতি মোকাবেলায় অগ্নিনির্বাপক যানবাহনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই অকেজো যানবাহনগুলোর পুনরায় সচল হওয়া অগ্নিনির্বাপণ প্রচেষ্টার ক্ষেত্রে উল্লেখযোগ্য তাৎপর্য বহন করছে।


      তথ্যসূত্র:
      1. 16 Firefighting Vehicles Reinstated in Herat
      https://tinyurl.com/3k6n4ve2

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        খাইবারে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের পৃথক দুটি সফল অভিযান: নিহত অন্তত ২, আহত ১



        ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) মুজাহিদিনরা খাইবার এজেন্সিতে পাকিস্তান জালিম সামরিক বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী অপারেশন পরিচালনা করেন।

        ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, ৪ অক্টোবর (শনিবার) মুজাহিদিনরা শত্রু বাহিনীকে লক্ষ্য করে খাইবার এজেন্সির তিরাহ ভ্যালির দার্স এলাকার বুচি পোস্টে স্নাইপার হামলা চালায়। উক্ত অভিযানে এক শত্রু সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছে।

        ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদরা তিরাহ ভ্যালির ছা চৌক এলাকার কাদবোকাই চেকপোস্টে দিনের দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন।
        উক্ত অভিযানের শুরুতে মুজাহিদিনরা স্নাইপার রাইফেল দিয়ে এক শত্রু সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করেন। এরপর মুজাহিদরা চেকপোস্টে হামলার তীব্রতা বাড়াতে হালকা অস্ত্র ও গ্রেনেড ব্যবহার করেন।

        খাইবার এজেন্সির তিরাহ উপত্যকার দার্স এলাকায় শত্রু সেনাবাহিনীর কাছ থেকে প্রাপ্ত গনিমতের ছবি



        তথ্যসূত্র:



        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          সোমালিয়ার মোগাদিশুতে গোয়েন্দা দপ্তরে শাবাব মুজাহিদিনদের সমন্বিত হামলা: অসংখ্য বন্দি মুক্তি



          ৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় মোগাদিশুর (গোদাকা জালিয়ো) “উচ্চ সিকিউরিটি কারাগার ও গোয়েন্দা দপ্তরে” আশ শাবাব মুজাহিদিন অতর্কিত আক্রমণ পরিচালনা করেন বলে জানিয়েছে সংগঠনটির সামরিক নেতৃত্ব।

          সংগঠনের সামরিক শাখা এক বিবৃতিতে জানায়,
          “(৪ অক্টোবর ) শনিবার সন্ধ্যা ৪টা ৫০ মিনিটে মুজাহিদিন বাহিনী রাজধানী মোগাদিশুতে অবস্থিত ‘গোদাকা জালিয়ো’ নামের সরকারি কারাগার ও কেন্দ্রটিতে একটি ইসতিশহাদি ও অনুপ্রবেশমূলক অভিযান চালায়।

          এই কেন্দ্রটি এমন একটি স্থান, যেখানে গ্রেফতার হ‌ওয়া আশ শাবাব মুজাহিদদের ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। হামলার সময় সেখানে গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে মোগাদিশু শাখার কেন্দ্রীয় গোয়েন্দা সদস্যরা, রাজধানীর বাসিন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে বৈঠক করছিল।

          মুজাহিদদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান শুরু হয় এবং মুজাহিদিন বাহিনী—আল্লাহর অনুগ্রহে কেন্দ্রটিকে ঘিরে থাকা সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে সক্ষম হয়। এরপর তারা শত্রুপক্ষের অফিসের ভেতর থেকেই আক্রমণ শুরু করে, যেখানে তীব্র সংঘর্ষ চলে।

          রাজধানী মোগাদিশু থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানানো হয়েছে, আশ শাবাব মুজাহিদিনরা শনিবার সন্ধ্যায় শহরের এই সরকারি কেন্দ্রটিতে হামলার সময় সেখানে আটক বিপুল সংখ্যক বন্দিকে মুক্ত করেছে।

          “গোদাকা জালিয়ো” কারাগার ও গোয়েন্দা দপ্তর থেকে মুক্তি পাওয়া একজন বন্দি এক বার্তায় বলেন:

          “আমি ছিলাম ‘গোদাকা জালিয়ো’ কেন্দ্রে আটক বন্দিদের একজন। আজ আল্লাহর অনুগ্রহে মুজাহিদিনরা আমাকে মুক্ত করেছেন। আমি জানি না, জীবনে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে কিনা। এক ঘণ্টা আগেও আমি দুঃখ ও কষ্টে ছিলাম, আর এখন আমি আনন্দ ও তৃপ্তিতে আছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তাঁর পথে যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার সৌভাগ্য আমাকে দান করেন।”


          তথ্যসূত্র:

          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হয়ে আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান শায়েখ আহমাদুল্লাহ’র



            জনপ্রিয় ইসলামী আলোচক ও স্কলার শায়েখ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বানকে খুবই যৌক্তিক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পশ্চিমা বিশ্বের মোড়লদের অনুসরণ করে একটি মুসলিম দেশের সাথে সম্পর্ক ছিন্ন রাখা দাসসুলভ মানসিকতার পরিচায়ক।

            গত ০৪ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নকারীর জবাবে তিনি এ কথা বলেন। এক ফলোয়ার প্রশ্ন করেন- বাংলাদেশের কয়েকজন আলেম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন। তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা?

            জবাবে শায়েখ আহমাদুল্লাহ বলেন, ‘প্রথম কথা হলো আফগানিস্তান ভৌগলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একটি দেশ। দ্বিতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম এবং আফগানিস্তানও মুসলিম দেশ। ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরী। বিশেষ করে সেখানে একটি টেকসই সরকার আছে এবং সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বর্তমান সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে। কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে? রাশিয়া, চায়নার মত অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তান পর্যন্ত করছে। সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায়?’

            তিনি বলেন, ‘আজকের পৃথিবীর মোড়লরা যেটাকে বৈধ বলছে, সেটাকে আমরা বৈধ মনে করছি। তারা যেটাকে অবৈধ বলছে, সেটাকে আমরা অবৈধ মনে করছি। এই দাসসুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার। সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তাব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন। কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মুলা ঝুলিয়ে তাদেরকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা, তাদের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন।’

            তিনি আরও বলেন, ‘বর্তমানে আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের, তবে সম্পর্ক স্থাপনেই আলেমদের এই সফর। অতএব ওলামায়ে কেরাম যেটি চেয়েছেন বা যেটির আহ্বান করেছেন, সেটি খুবই যৌক্তিক আমি মনে করি। আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্য থেকে একটি। এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদের নামও মুখে নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়াই যাবে না, এই অচ্ছুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা, পশ্চিমাদের থেকেই কিন্তু আমাদের মধ্যে এটি সৃষ্টি হয়েছে।’

            সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত। বাংলাদেশের মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী বা মোড়লদের দাসে পরিণত হয়ে যাবে, এটা আমাদের জন্য খুবই লজ্জাকর একটি বিষয়। একটি দেশ ভালোভাবে চলছে, তাদের দেশের শাসক এবং জনগণের মধ্যে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। অথচ পৃথিবীর মোড়লরা তাদেরকে স্বীকৃতি দেয়নি, সেজন্য আমরা তাদেরকে একদম অচ্ছুত মনে করব, তাদের সাথে মিশতে গেলেও সেটাকে অপরাধ মনে করব, এটা গোলামীসূলভ মানসিকতা ছাড়া আর কিছুই হতে পারে না। তাই আমি জোর দিয়ে বলতে চাই যে, সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সরকারের উচিত আফগানিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করা।


            তথ্যসূত্র:
            1. বাংলাদেশি আলেমদের আফগান সফর সম্পর্কে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
            https://tinyurl.com/449p7cwe
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              সোমালিয়ায় আশ শাবাবের “অপারেশন নুসরাতুল মাজলুমিন”: শত্রু বাহিনীর অন্তত ৪১ গোয়েন্দা কর্মকর্তা নিহত , আহত ১৯



              ৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায়, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর প্রাণকেন্দ্রে “গোদাকা জালিয়ো” নামক উচ্চ সিকিউরিটি কারাগার ও গোয়েন্দা দপ্তরে দীর্ঘদিন ধরে আটক থাকা মুজাহিদিন ও বেসামরিক নাগরিকদের মুক্ত করার লক্ষ্যে পূর্ব আফ্রিকা আল কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন মোগাদিশু প্রশাসনের উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে এক যুগান্তকারী অভিযান পরিচালনা করেন— যা “অপারেশন নুসরাতুল মাজলুমিন” – অর্থাৎ নিপীড়িতদের সাহায্যের জন্য অভিযান নামে অভিহিত হয়েছে। এটি সোমালিয়ায় আশ শাবাবের চতুর্থ বৃহৎ অভিযান।

              আশ শাবাব মুজাহিদিনরা প্রথমে ইসতিশহাদি অপারেশনের মাধ্যমে উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা “গোদাকা জালিয়ো” —উচ্চ সিকিউরিটি কারাগার ও গোয়েন্দা দপ্তরে প্রবেশ করেন। মুজাহিদিনদের তীব্র ও অতর্কিত আক্রমণের ফরে শত্রু বাহিনীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আশ শাবাব মুজাহিদিন এমন সময় “অপারেশন নুসরাতুল মাজলুমিন” পরিচালনা করেন— যখন “গোদাকা জালিয়ো” এর ভিতরে সোমালিয়ার সবচেয়ে উচ্চ পদস্থ গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করছিল এবং তারা মুজাহিদদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছিল। আশ শাবাব মুজাহিদিনের ফিদায়ী মুজাহিদরা ইনগিমাসি হামলার মাধ্যমে “গোদাকা জালিয়ো” এর ভিতরে ঢুকে পুরো কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নেন। শত্রু বাহিনীর সাথে শাবাব মুজাহিদদের প্রায় ১০ ঘন্টা যাবত চলমান লড়াইয়ে মুজাহিদরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন। আশ শাবাব মুজাহিদিনরা উক্ত কারাগার থেকে আটক হ‌ওয়া অসংখ্য মুজাহিদ ও বেসামরিক নাগরিকদের মুক্ত করেন, যারা দীর্ঘদিন এই ভূগর্ভস্থ কারাগারে বন্দি অবস্থায় অমানুষিক অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসছিল। বন্দিদের মুক্ত করার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছতে সাহায্য করেন শাবাব মুজাহিদিনরা।

              শাহাদাহ নিউজ এজেন্সির বরাতে জানা যায়, “অপারেশন নুসরাতুল মাজলুমিন” এ আশ শাবাব মুজাহিদিনদের শক্তিশালী হামলায় শত্রু বাহিনীর ৪১ জন উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছে — যাদের অধিকাংশই ছিল National Intelligence and Security Agency (NISA)— “জাতীয় গোয়েন্দা সংস্থা” -এর বিশেষ ইউনিটের কর্মকর্তা। শাহাদাহ নিউজের বরাতে আরো জানা যায়, মুজাহিদিন কর্তৃক উক্ত হামলায় শত্রু বাহিনীর ৯ টি সামরিক যান ধ্বংস হয় এবং তাদের কার্যালয় ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

              হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন এক বিবৃতিতে ” অপারেশন নুসরাতুল মাজলুমিন” এর বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতটি উদ্ধৃত করেন:

              وَقٰتِلُوْهُمْ حَتّٰي لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَي الظّٰلِمِيْنَ

              “আর তাদের বিরুদ্ধে লড়াই কর যে পর্যন্ত না ফিতনা নির্মূল হয়ে যায় এবং দীন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয়, তাহলে যালিমরা ছাড়া (কারো উপর) কোন কঠোরতা নেই।” (সূরা আল বাকারাহ, আয়াত- ১৯৩)


              তথ্যসূত্র:

              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X