আফগানিস্তানের সোনা ও তামা খনি খাতে বিনিয়োগে প্রবল আগ্রহ প্রকাশ করেছে কাজাখস্তান

আফগানিস্তানের সোনা ও তামা খনি খাতে বিনিয়োগের প্রতি প্রবল আগ্রহ প্রকাশ করেছে কাজাখস্তানের কর্মকর্তাগণ।
ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় জানায়, কাবুলে কাজাখ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ মন্ত্রী। এই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রসঙ্গে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ আলোচনা করেছেন। বৈঠকে আফগানিস্তানের খনিজ সম্পদ বিশেষত সোনা ও তামা খনি খাতে বিনিয়োগের জন্য কাজাখস্তানের সংশ্লিষ্ট কোম্পানিসমূহকে আহ্বান জানিয়েছে কাজাখ শিল্প ও নির্মাণ উপমন্ত্রী।
এছাড়া উন্নত যোগাযোগ ও খনি কার্যক্রমের সমর্থনে তুরঘুন্দি থেকে হেরাত প্রদেশ পর্যন্ত একটি রেলপথ নির্মাণের প্রস্তাব জানিয়েছে কাজাখ পরিবহন উপমন্ত্রী।
আফগান খনি খাতে কাজাখস্তানের ক্রমবর্ধমান বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়েছেন তালিবান খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি আফগানিস্তানের আইন ও খনি বিধিমালার আলোকে সহযোগিতার ব্যাপারে কাজাখ প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য যে, আফগানিস্তান ও কাজাখস্তানের মধ্যে বর্তমানে অত্যন্ত শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। উভয় দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্য ৫০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। কাজাখস্তানে ফলের রস, অ্যালকোহলবিহীন পানীয়, কিশমিশ, শাকসবজি, পেঁয়াজ এবং আঙ্গুর রপ্তানি করে থাকে আফগানিস্তান। অপরদিকে কাজাখস্তান থেকে ময়দা, লোহা, ফ্ল্যাক্সসিড, গম, শিল্প কাঁচামাল, রাসায়নিক সার এবং পেট্রোলিয়াম পণ্য আমদানি করে থাকে আফগানিস্তান।
তথ্যসূত্র:
1. Kazakhstan expresses interest in investing in Afghanistan’s gold and copper Mines
– https://tinyurl.com/yzm5zmxp
Comment