Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৬ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ০৯ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৬ রবিউল আখির, ১৪৪৭ হিজরি|| ০৯ অক্টোবর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানের সোনা ও তামা খনি খাতে বিনিয়োগে প্রবল আগ্রহ প্রকাশ করেছে কাজাখস্তান


    আফগানিস্তানের সোনা ও তামা খনি খাতে বিনিয়োগের প্রতি প্রবল আগ্রহ প্রকাশ করেছে কাজাখস্তানের কর্মকর্তাগণ।

    ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় জানায়, কাবুলে কাজাখ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ মন্ত্রী। এই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রসঙ্গে উভয় দেশের প্রতিনিধিবৃন্দ আলোচনা করেছেন। বৈঠকে আফগানিস্তানের খনিজ সম্পদ বিশেষত সোনা ও তামা খনি খাতে বিনিয়োগের জন্য কাজাখস্তানের সংশ্লিষ্ট কোম্পানিসমূহকে আহ্বান জানিয়েছে কাজাখ শিল্প ও নির্মাণ উপমন্ত্রী।

    এছাড়া উন্নত যোগাযোগ ও খনি কার্যক্রমের সমর্থনে তুরঘুন্দি থেকে হেরাত প্রদেশ পর্যন্ত একটি রেলপথ নির্মাণের প্রস্তাব জানিয়েছে কাজাখ পরিবহন উপমন্ত্রী।

    আফগান খনি খাতে কাজাখস্তানের ক্রমবর্ধমান বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়েছেন তালিবান খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি আফগানিস্তানের আইন ও খনি বিধিমালার আলোকে সহযোগিতার ব্যাপারে কাজাখ প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন।

    উল্লেখ্য যে, আফগানিস্তান ও কাজাখস্তানের মধ্যে বর্তমানে অত্যন্ত শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। উভয় দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্য ৫০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। কাজাখস্তানে ফলের রস, অ্যালকোহলবিহীন পানীয়, কিশমিশ, শাকসবজি, পেঁয়াজ এবং আঙ্গুর রপ্তানি করে থাকে আফগানিস্তান। অপরদিকে কাজাখস্তান থেকে ময়দা, লোহা, ফ্ল্যাক্সসিড, গম, শিল্প কাঁচামাল, রাসায়নিক সার এবং পেট্রোলিয়াম পণ্য আমদানি করে থাকে আফগানিস্তান।

    তথ্যসূত্র:
    1. Kazakhstan expresses interest in investing in Afghanistan’s gold and copper Mines
    https://tinyurl.com/yzm5zmxp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইমারতে ইসলামিয়ার মাদকবিরোধী সফল অভিযানে ১০৬ কিলোগ্রাম আফিম জব্দ, গ্রেফতার ৪


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বাদাখশন প্রদেশের নিরাপত্তা বাহিনী একটি বড় ধরনের মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পুলিশের মাদকবিরোধী ইউনিটের সদস্যরা আর্গো জেলার রিজকান পাস এলাকায় এক অভিযান চালিয়ে ১০৬ কিলোগ্রাম টেরিয়াক (আফিম) জব্দ করেন। মাদকগুলি একটি টয়োটা হাইলাক্স জীপে লুকিয়ে রাখা ছিল। এই অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা দেশটিতে সক্রিয় মাদক পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান অভিযানের একটি সফল অংশ বলে মনে করা হচ্ছে।

    বাদাখশন প্রদেশের পুলিশ কমান্ডের প্রেস অফিস থেকে ৯ অক্টোবর, ২০২৫ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, গ্রেফতারকৃত চার ব্যক্তি মূলত কান্দাহার ও নিমরোজ প্রদেশের বাসিন্দা । তারা আর্গো জেলার “কোটেল রিজকান” নামক স্থান দিয়ে মাদকগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এসময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

    নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, এই ধরনের বেআইনি কর্মকাণ্ড রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় বাসিন্দাদের থেকে সক্রিয় সহযোগিতা কামনা করেন। জব্দকৃত মাদক এবং গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়।

    বাদাখশনে এই সফল অভিযান আফগানিস্তানের মধ্যে দিয়ে পরিচালিত আন্তঃপ্রাদেশিক মাদক পাচার চক্রের ওপর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে যে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে মাদক পাচার রোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশের সামগ্রিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই ধরনের সক্রিয় পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

    তথ্যসূত্র:
    1. بازداشت چهار تن در پیوند به قاچاق بیش از ۱۰۰ کیلوگرام تریاک در ولایت بدخشان
    https://tinyurl.com/mteczkme

    2. مبارزه با مواد مخدر؛ ۴ تن با بیش از ۱۰۰ کیلوگرام
    «تریاک» در بدخشان بازداشت شدند
    https://tinyurl.com/mr4c9zs4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X