পাঞ্জশিরে পান্না উত্তোলন শুরু: ৬০০ খনি পেয়েছে সরকারি অনুমোদন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের হিসা-এ-আওয়াল ও পারিয়ান জেলায় পান্না উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে দীর্ঘদিন ধরে এসব খনি থাকলেও এবার সরকারি অনুমোদনের মাধ্যমে উত্তোলন শুরু হয়েছে।
সম্প্রতি পাঞ্জশিরে ৩০ টি নতুন পান্না খনি আবিষ্কার করা হয়েছে। পাঞ্জশির প্রদেশে বর্তমানে নিবন্ধিত পান্না খনির সংখ্যা ১৭০০ এরও বেশি। এর মধ্যে ৬০০-রও বেশি খনি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পাঞ্জশির প্রদেশের খনিজ ও পেট্রোলিয়াম অধিদপ্তরের বিশেষজ্ঞ দল ২৭০টি নতুন পান্না খনি আবিষ্কার করেছেন। হিসা-এ-আওয়াল জেলার খেনজ, দাশত-এ-রেওয়াত ও সাফিদচের এলাকায় এবং পারিয়ান জেলার আরিব অঞ্চলে এসব খনি অবস্থিত।
পাঞ্জশিরের খনিজ সম্পদের প্রাচুর্য প্রদেশটির অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সরকারি অনুমোদন ও নিয়ন্ত্রিত উত্তোলনের মাধ্যমে পান্না শিল্পে আরও শৃঙ্খলা ও টেকসই উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
তথ্যসূত্র:
1. Emerald extraction has started in the districts of Hisa-e-Awal and Paryan of Panjshir Province.
– https://tinyurl.com/2hvjy3vc





Comment