Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৬ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ০৮ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৬ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ০৮ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    টিটিপিকে পাকিস্তান হতে আফগান ভূখণ্ডে স্থানান্তর করতে হবে: ইস্তাম্বুল বৈঠকে পাকিস্তানের বিস্ময়কর দাবি



    তুরস্কে চলমান শান্তি আলোচনায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে পাকিস্তান হতে সরিয়ে আফগানিস্তানে স্থানান্তরিত করার দাবি জানিয়েছে ইসলামাবাদ প্রতিনিধি। তুরস্কের একটি সূত্র ৭ নভেম্বর আরিয়ানা নিউজকে এই তথ্য প্রদান করেছে।

    সূত্রটি আরও জানায়, এটি একটি আশ্চর্যের ব্যাপার যে, একদিকে আফগান ভূখণ্ডে টিটিপি সদস্যদের আশ্রয় দেয়া হচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান, অপরদিকে তারা নিজেরাই টিটিপিকে আফগান ভূখণ্ডে স্থানান্তর করতে ইমারতে ইসলামিয়ার প্রতিনিধিদের কাছে অনুরোধ করছে।

    সূত্রমতে জানা যায়, চাপের মুখে কোনও বড় ধরনের সমস্যার জন্ম দিতে চায় না ইমারতে ইসলামিয়া সরকার।

    ইমারতে ইসলামিয়ার ন্যায্য দাবি ছিল, অন্য কোনও দেশ বা দায়েশকে আফগানিস্তানের বিরুদ্ধে পাক ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া যাবেনা। কিন্তু আফগান প্রতিনিধি’র এই যৌক্তিক দাবি এখনও মেনে নেয় নি ইসলামাবাদ।


    তথ্যসূত্র:
    1. Pakistan urges Islamic Emirate to relocate TTP to Afghanistan, sources say
    https://tinyurl.com/2whuw2x4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গত এক সপ্তাহে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কার্যক্রম


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক টুইট বার্তায় গত ১ সপ্তাহ যাবত সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী যেসব উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে, তা উল্লেখ করেছেন।

    গত এক সপ্তাহে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছেঃ

    ১. নারীর অধিকার সম্পর্কিত ৬১টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
    ২. ১৩৯ জন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
    ৩. ২৬টি জাতিগত ও পারিবারিক বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
    ৪. জাদুবিদ্যায় জড়িত ৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
    ৫. ব্যবসায়ীদের অংশগ্রহণে ৭৮টি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে নৈতিকতা, সামাজিক দায়িত্ব ও শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা বিষয়ে আলোচনা হয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, সমাজে নৈতিক মূল্যবোধ এবং শরীয়াহভিত্তিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    তথ্যসূত্রঃ
    https://x.com/Zabehulah_M33/status/1986316275451371717
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      TAPI প্রকল্পে বিরোধ মীমাংসার ভিত্তি হিসেবে শরীয়াহকে নিশ্চিত করতে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ’র সুদৃঢ় অবস্থান


      গত ৫ নভেম্বর অনুষ্ঠিত এক সেমিনারে আফগানিস্তানে TAPI (তুর্কমেনিস্তান–আফগানিস্তান–পাকিস্তান–ভারত) গ্যাসলাইন প্রকল্প গ্রহণের সময়কার একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন ইমারতে ইসলামিয়ার আমীরে মুহতারাম মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।

      তিনি বলেন, TAPI(টাপি) প্রকল্পের প্রস্তাবনাটি যখন তাঁর নিকট পেশ করা হয়, সেখানে একটি ধারায় উল্লেখ ছিল— প্রকল্প বাস্তবায়নকালে কোনও বিরোধ দেখা দিলে তা আন্তর্জাতিক আইনের আলোকে সমাধান করা হবে।

      তখন সাথে সাথেই এই ধারার ব্যাপারে আপত্তি জানান আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, বরং বিরোধ মীমাংসার একমাত্র পথ হবে ইসলামি শরীয়াহ। প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। তিনি প্রস্তাবনায় নিজ হাতে লিখে তাঁর এই দাবি সংযুক্ত করেন।

      তবে তাঁর প্রস্তাবনাটি প্রথমদিকে এই বলে ফেরত পাঠানো হয় যে, আমরা আপনার শরীয়াহ আইনকে সম্মান করি, তবে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, এছাড়া প্রকল্পে অংশগ্রহণকারী আন্তর্জাতিক কোম্পানিগুলো এই শর্ত মেনে নিবে না।

      জবাবে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ দৃঢ়ভাবে বলেন, যদি আন্তর্জাতিক অঙ্গন শরীয়াহকে স্বীকৃতি না দেয়, তবে আমরাও এই আন্তর্জাতিক অঙ্গনকে স্বীকৃতি দিই না! যে করেই হোক, বিরোধ মীমাংসার একমাত্র আইন হবে ইসলামি শরীয়াহ।

      প্রকল্পটি আফগানিস্তানের জন্য অত্যন্ত লাভজনক হবে বলে অন্যান্য সহকর্মীগণ আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহকে জানান। কিন্তু তিনি শরীয়াহভিত্তিক বিচার নিশ্চিত করতে তাঁর অবস্থানে অনঢ় থাকেন। তিনি সুস্পষ্টভাবে সহকর্মীদের জানান, যদি এই প্রকল্প গ্রহণের ফলে সমগ্র আফগানিস্তান খাঁটি সোনায় পরিণত হয়, তবুও আমি শরীয়াহ ছাড়া অন্য কোনও আইনের অধীনে বিচার মানব না। যে পরিস্থিতিই আসুক না কেন, বিরোধ সমাধানের একমাত্র আইন হবে ইসলামি শরীয়াহ।

      তাঁর সুদৃঢ় অবস্থানের দরুণ অন্যান্য দেশের সংশ্লিষ্ট মন্ত্রীগণ শরীয়াহ আইনের আলোকে বিরোধ মীমাংসায় সম্মত হতে বাধ্য হয়। তারা আমীরুল মু’মিনীনকে নিশ্চিত করেন যে, প্রকল্প চলাকালীন যে কোনও বিরোধ দেখা দিলে তা শরীয়াহ আইনের আলোকেই সমাধান করা হবে।

      এই সংবাদে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ অত্যন্ত আনন্দিত হন এবং প্রকল্পের প্রস্তাবে স্বাক্ষর করেন। সকল প্রশংসা মহান আল্লাহর।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/4kdsbcxr
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পাকিস্তানের দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় আবারও ব্যর্থ হল ইস্তাম্বুল শান্তি আলোচনা: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ



        বিগত ৬ ও ৭ নভেম্বর টানা ২ দিন পাকিস্তান প্রতিনিধি দলের সাথে ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশগ্রহণ করেছেন ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ। এবারের বৈঠকে আশা ছিল পাক প্রতিনিধিবৃন্দ তাদের নেতৃস্থানীয়দের পরামর্শে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে এবং প্রত্যাশা ছিল তারা আলোচনায় বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য দাবি উত্থাপন করবে। তবে তা হয় নি।

        দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান পক্ষ পাকিস্তানের নিরাপত্তা ইস্যু সংক্রান্ত সকল দায়িত্ব তারা ইমারতে ইসলামিয়া সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে, অপরদিকে আফগানিস্তানের নিরাপত্তার ব্যাপারে কোনও ধরনের আগ্রহ বা দায়িত্বশীল আচরণ দেখায় নি। পাক প্রতিনিধিদের এমন দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণে এবারের শান্তি আলোচনায়ও কোন সমাধান পৌঁছানো যায়নি।

        ইস্তাম্বুল বৈঠকের ফলাফল প্রসঙ্গে ৮ নভেম্বর অফিসিয়াল এক্স বার্তায় তথ্যসমূহ প্রদান করেছেন ইমারতে ইসলামিয়ার সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

        বার্তায় তিনি আরও জানান, বৈঠকে যথোপযুক্ত সমাধানে পৌঁছতে ইমারতে ইসলামিয়া সরকারের প্রতিনিধি এবং মধ্যস্থতাকারীদের সদিচ্ছা ও আন্তরিকতার কোন কমতি ছিল না।

        তিনি ইমারতে ইসলামিয়া সরকারের নীতিগত অবস্থান আবারও সুস্পষ্ট করেন এবং বলেন, আফগান ভূখণ্ড কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না ইমারতে ইসলামিয়া। একইসাথে আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সুরক্ষার বিরুদ্ধে কার্যক্রম চালাতে কোনও দেশকে তাঁরা সুযোগ দেবে না।

        বার্তায় তিনি পাকিস্তানের মুসলিম নাগরিকদের আফগান মুসলমানদের ‘ভাই’ বলে অভিহিত করেন। তিনি বলেন, শান্তি বজায় রাখতে সদিচ্ছা ও প্রত্যাশা নিয়ে কাজ করে যাবে ইমারতে ইসলামিয়া সরকার, সামর্থ্যের সীমার মধ্যে তাঁরা পাকিস্তানের সাথে সহযোগিতা বজায় রাখবে।

        তিনি জোর দিয়ে বলেন, আফগান ভূখণ্ড ও জনগণের নিরাপত্তা ইমারতে ইসলামিয়া সরকারের দ্বীনি ও জাতীয় দায়িত্ব। তাই যে কোন আগ্রাসনের বিরুদ্ধে জনগণের সমর্থন ও মহান আল্লাহর সাহায্যে তাঁরা দৃঢ়ভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।

        আফগান-পাকিস্তান শান্তি আলোচনার আয়োজন ও মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের জন্য তুরস্ক ও কাতারের প্রতি উক্ত বার্তার মাধ্যমে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ইমারতে ইসলামিয়া সরকার।

        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/ty48z7pw
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          কান্দাহার থেকে রপ্তানি করা হচ্ছে ৫ হাজার মেট্রিক টন শুকনো ফল


          ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে কান্দাহার প্রদেশ থেকে শুকনো ফল রপ্তানির পরিমাণ ৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

          মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে শুকনো ফল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও গুণগত মান উন্নয়নে সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলে রপ্তানির এ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে।

          কান্দাহার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ও আফগান ড্রাই ফ্রুট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কারি গুল মোহাম্মদ হাফিজাহুল্লাহ জানান, গত বছর কান্দাহার থেকে ৪ হাজার ৫০০ মেট্রিক টন শুকনো ফল রপ্তানি হয়েছিল। উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের কারণে এ বছর রপ্তানি ৫ হাজার মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

          তিনি আরও জানান, বলখ, তাখার, হেরাত, গজনী ও কান্দাহারসহ দেশের বিভিন্ন প্রদেশ থেকে আঞ্জির, কিসমিস ও বাদামসহ অন্তত ১৫ ধরনের শুকনো ফল সংগ্রহ করা হয়। এসব পণ্য কান্দাহারের পাসহুরন্দাম এলাকায় প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করে ভারত, পাকিস্তান এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

          পাকিস্তানের রপ্তানি রুট বন্ধ থাকায় রপ্তানিকারকরা কিছু সমস্যার মুখে পড়েছেন। তবুও ইরানের আব্বাস ও চাবাহার বন্দর ব্যবহার করে রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

          মন্ত্রণালয়ের জনসংযোগ ও সচেতনতা বিভাগের পরিচালক মৌলভী শের মোহাম্মদ হাতামী হাফিজাহুল্লাহ বলেন, “ইমারতে ইসলামিয়া শুকনো ফল খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের সহায়তায় অঙ্গীকারবদ্ধ। বর্তমানে বিদ্যমান চ্যালেঞ্জগুলো দূর করতে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি।


          তথ্যসূত্র:
          1.Kandahar dried fruit exports reach 5,000 metric tons this year
          https://tinyurl.com/3eebzp9m
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ইত্তেহাদুল মুজাহিদিন ও শত্রু বাহিনীর মধ্যে কয়েক ঘন্টার তীব্র লড়াই: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য



            ​পাকিস্তানের বান্নু জেলায় গত ৭ নভেম্বর সকাল থেকে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান ও পশ্চিমা সমর্থিত সামরিক বাহিনীর মধ্যে কয়েক ঘন্টার তীব্র এক লড়াই সংঘটিত হয়েছে। এসময় মুজাহিদদের পাল্টা ও অতর্কিত আক্রমণে কয়েক ডজন শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

            স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৭ নভেম্বর সকালে, পাকিস্তানের বান্নু জেলার বাকা খেইল এলাকায় একটি ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনদের উপর দেশটির সিটিডি এবং পুলিশ বাহিনী কর্তৃক যৌথভাবে পরিচালিত এক হামলার ঘটনায় এই সংঘর্ষটি শুরু হয়।

            সূত্রটি জানায়, আইএমপি জোটের মুজাহিদদের উপর শত্রু বাহিনী আগ্রাসন শুরু করলে জোটের অংশীদার ইনকিলাক-ই-ইসলামি পাকিস্তান এবং হাফিজ গুল বাহাদুর গ্রুপের মুজাহিদিনরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে তীব্র পাল্টা আক্রমণ শুরু করেন। এসময় মুজাহিদিনরা সিটিডি এবং পুলিশ সদস্যদের দলটিকে ঘিরে ফেলেন।

            সেই সাথে মুজাহিদিনরা শত্রুর যানবাহনগুলিকে লক্ষ্য করে স্নাইপার ও ক্লাশিনকোভ দ্বারা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলস্বরূপ, শত্রু বাহিনীর ৩০ সদস্যের একটি দল ৩টি গাড়ি সহ মুজাহিদদের অবরোধের মুখে পড়ে। মুজাহিদদের এই অবরোধ ও তীব্র আক্রমণ থেকে বাঁচতে শত্রু বাহিনী কাপুরুষতা প্রদর্শন করে গাড়ি ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং জনসাধারণকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফলে এই লড়াই বেশ কয়েক ঘন্টা ধরে চলতে থাকে।

            অন্যদিকে, শত্রু সেনাবাহিনী এই অবরোধ ভাঙতে ক্যাম্প থেকে আরও একটি সামরিক কনভয় পাঠায়। কিন্তু কনভয়টি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুজাহিদদের অতর্কিত ও তীব্র পাল্টা আক্রমণের শিকারে পরিণত হয়। অবশেষে জীবন বাঁচাতে শত্রু বাহিনীর এই সামরিক কনভয়টি পিছু হটতে বাধ্য হয়। তীব্র এই লড়াইয়ের পর শত্রুপক্ষ তাদের ২ সদস্যের মৃত্যু এবং ১০ সদস্য আহত হওয়ার দাবি করেছে। যদিও মাঠ পর্যায় থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুসারে, মুজাহিদদের আক্রমণে শত্রু বাহিনীতে মৃত ও আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়ে গেছে।


            তথ্যসূত্র:
            https://tinyurl.com/yfe7z2w7
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              পাঞ্জশির প্রদেশে ৭.৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হল পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম


              ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্পন্ন হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত “পারান্দে হাইড্রোপাওয়ার ড্যাম”নির্মাণকাজ। পাঞ্জশির মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পটি এখন বিদ্যুৎ উৎপাদনের জন্যে সম্পূর্ণ প্রস্তুত। এই প্রকল্পটির মাধ্যমে প্রথমবারের মতো পাঞ্জশিরের মানুষ জলবিদ্যুতের সুবিধা পেতে চলেছে।

              পাঞ্জশির মিডিয়া অফিসের তথ্যমতে,পারান্দে জলবিদ্যুৎ প্রকল্পটি ইউক্রেনীয় বিদ্যুৎ প্রকৌশলীদের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান Inter Global Middle East-এর কারিগরি সহায়তায় সম্পন্ন হয়েছে। পুরো প্রকল্পটি নির্মাণে ব্যয় হয়েছে ৭.৬ মিলিয়ন মার্কিন ডলার।

              ড্যামটি পাঞ্জশির নদীর পানি দ্বারা পরিচালিত হবে এবং আধুনিক টারবাইনের মাধ্যমে ৪,০০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম, যা ৪,০০০ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে পাঞ্জশিরের গ্রামীণ ও শহুরে এলাকাগুলোতে টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস পাবে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমবে এবং বনাঞ্চল রক্ষা পাবে।


              তথ্যসূত্র:
              1.Construction of the “Parande” hydropower dam in Panjshir has been completed
              https://tinyurl.com/yjuf7y2k
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X