টিটিপিকে পাকিস্তান হতে আফগান ভূখণ্ডে স্থানান্তর করতে হবে: ইস্তাম্বুল বৈঠকে পাকিস্তানের বিস্ময়কর দাবি

তুরস্কে চলমান শান্তি আলোচনায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে পাকিস্তান হতে সরিয়ে আফগানিস্তানে স্থানান্তরিত করার দাবি জানিয়েছে ইসলামাবাদ প্রতিনিধি। তুরস্কের একটি সূত্র ৭ নভেম্বর আরিয়ানা নিউজকে এই তথ্য প্রদান করেছে।
সূত্রটি আরও জানায়, এটি একটি আশ্চর্যের ব্যাপার যে, একদিকে আফগান ভূখণ্ডে টিটিপি সদস্যদের আশ্রয় দেয়া হচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান, অপরদিকে তারা নিজেরাই টিটিপিকে আফগান ভূখণ্ডে স্থানান্তর করতে ইমারতে ইসলামিয়ার প্রতিনিধিদের কাছে অনুরোধ করছে।
সূত্রমতে জানা যায়, চাপের মুখে কোনও বড় ধরনের সমস্যার জন্ম দিতে চায় না ইমারতে ইসলামিয়া সরকার।
ইমারতে ইসলামিয়ার ন্যায্য দাবি ছিল, অন্য কোনও দেশ বা দায়েশকে আফগানিস্তানের বিরুদ্ধে পাক ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া যাবেনা। কিন্তু আফগান প্রতিনিধি’র এই যৌক্তিক দাবি এখনও মেনে নেয় নি ইসলামাবাদ।
তথ্যসূত্র:
1. Pakistan urges Islamic Emirate to relocate TTP to Afghanistan, sources say
– https://tinyurl.com/2whuw2x4




Comment