আফগানিস্তানের গজনি প্রদেশে অবস্থিত পলিমেটালিক খনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

আফগানিস্তানের গজনি প্রদেশে অবস্থিত জারকাশান পলিমেটালিক খনি অনুসন্ধান, উত্তোলন এবং পরিশোধনের জন্য একটি চুক্তি সম্পাদন করেছে ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়। গত ১১ নভেম্বর খাইবার হাসান নামে একটি প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেছেন মন্ত্রী মোল্লা হিদায়াতুল্লাহ বদরি হাফিযাহুল্লাহ।
জারকাশান পলিমেটালিক খনিটি ২৪০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে খনি কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সংস্থার সাথে চুক্তি সম্পাদন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
উল্লেখ্য যে, পলিমেটালিক খনি থেকে আহরিত প্রাকৃতিক সম্পদে বিভিন্ন প্রকার ধাতব পদার্থ যেমন সীসা, দস্তা, তামা, ক্যাডমিয়াম ইত্যাদির সংমিশ্রণ থাকে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bny2cph2


Comment