অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে ভারতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিবর্গ

ভারত সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ভারত সফরে রয়েছেন ইমারাতে ইসলামিয়া সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে গত ২০ নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সাথে পৃথক বৈঠকে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।
বাণিজ্য সম্প্রসারণ, আফগানিস্তানে বিনিয়োগে আকর্ষণ ও আঞ্চলিক যোগাযোগ জোরদার প্রসঙ্গে এই সব বৈঠকে আলোচনা হয়েছে।
ভারতে আফগান ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা বৃদ্ধির প্রস্তাব পেশ করেছেন মৌলভী আজিজি হাফিযাহুল্লাহ। এছাড়া ওষুধ শিল্প, হিমাগার সুবিধা স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ, শিল্পপার্ক, এসএমই কেন্দ্র ও রপ্তানি প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের মতো খাতে যৌথ বিনিয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
এছাড়া ইরানের চাবাহার বন্দরে ভারত-আফগান বাণিজ্যের কার্যক্রম বাড়াতে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। আফগান-ভারত যৌথ চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা, যৌথ ওয়ার্কিং গ্রুপ পুনরায় সক্রিয় করা প্রসঙ্গে উভয় পক্ষ সস্মত হয়েছে বলে জানা গেছে।
উক্ত সফরকে বাণিজ্য রুট সম্প্রসারণ ও আঞ্চলিক অংশীদারগণের সাথে অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে ইমারাতে ইসলামিয়া সরকারের বাস্তবসম্মত উদ্যোগের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3vtxebv3
2. https://tinyurl.com/33uteaur



Comment