Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৯ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২১ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৯ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২১ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে ভারতে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিবর্গ


    ভারত সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে ভারত সফরে রয়েছেন ইমারাতে ইসলামিয়া সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে গত ২০ নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সাথে পৃথক বৈঠকে সাক্ষাৎ করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।

    বাণিজ্য সম্প্রসারণ, আফগানিস্তানে বিনিয়োগে আকর্ষণ ও আঞ্চলিক যোগাযোগ জোরদার প্রসঙ্গে এই সব বৈঠকে আলোচনা হয়েছে।

    ভারতে আফগান ব্যবসায়ীদের জন্য ভিসা সুবিধা বৃদ্ধির প্রস্তাব পেশ করেছেন মৌলভী আজিজি হাফিযাহুল্লাহ। এছাড়া ওষুধ শিল্প, হিমাগার সুবিধা স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ, শিল্পপার্ক, এসএমই কেন্দ্র ও রপ্তানি প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের মতো খাতে যৌথ বিনিয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

    এছাড়া ইরানের চাবাহার বন্দরে ভারত-আফগান বাণিজ্যের কার্যক্রম বাড়াতে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। আফগান-ভারত যৌথ চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠা, যৌথ ওয়ার্কিং গ্রুপ পুনরায় সক্রিয় করা প্রসঙ্গে উভয় পক্ষ সস্মত হয়েছে বলে জানা গেছে।

    উক্ত সফরকে বাণিজ্য রুট সম্প্রসারণ ও আঞ্চলিক অংশীদারগণের সাথে অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে ইমারাতে ইসলামিয়া সরকারের বাস্তবসম্মত উদ্যোগের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3vtxebv3
    2. https://tinyurl.com/33uteaur
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কান্দাহারে প্রথমবারের মতো আনার প্রক্রিয়াজাতকরণ কারখানা চালু




    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশে প্রথমবারের মতো একটি আনার প্রক্রিয়াজাতকরণ কারখানা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই কারখানা স্থানীয়ভাবে উৎপাদিত বিপুল পরিমাণ আনার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে সক্ষম হবে, যা একদিকে অপচয় রোধ করবে এবং অন্যদিকে আন্তর্জাতিক বাজারে আদর্শ মানের আনারের রস ও বীজ রপ্তানির সুযোগ তৈরি করবে।

    কারখানাটি প্রতিদিন ১০ টন পর্যন্ত আনার প্রক্রিয়াজাত করে রস ও বীজ প্রস্তুত করতে সক্ষম। কারখানার মালিক আব্দুল নাসির আদেল জানান, “শুরুতে এখানে ২০ লাখ আফগানি বিনিয়োগ করা হয়েছে, তবে এই মূলধন পরবর্তী সময়ে ৫ কোটি আফগানিতে উন্নীত করা হবে। এর ফলে আমরা আদর্শ মানের প্রক্রিয়াজাত পণ্য বাজারজাত করতে পারব এবং অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া সম্ভব হবে।”

    কান্দাহার প্রদেশে এ বছর ২,৭৪,০০০ মেট্রিক টন আনার উৎপাদিত হয়েছে বলে জানিয়েছেন কৃষি, সেচ ও পশুপালন দপ্তরের মুখপাত্র মোহাম্মদ হানিফ হাকমাল হাফিযাহুল্লাহ। তিনি বলেন, উৎপাদনের একটি বড় অংশ পরিবহন সমস্যার কারণে নষ্ট হয়ে যায়। তবে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাড়লে ক্ষতি কমবে এবং কৃষকদের আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে।

    কান্দাহার চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে যে এ বছর রাশিয়া, কাজাখস্তানসহ কয়েকটি দেশে সফলভাবে আনার রপ্তানি হয়েছে। আরও কিছু দেশে রপ্তানির পরিধি বাড়ছে।”

    স্থানীয় চাষিরাও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চালু হওয়াকে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন। তারা জানান, রাস্তা বন্ধ থাকার কারণে আগে অনেক দুশ্চিন্তা ছিল। এখন এসব কেন্দ্র থাকলে সমস্যা অনেকটাই কমে যাবে। এখন আর আমাদের আনার নষ্ট হবে না।”

    কান্দাহার বিশেষভাবে উন্নতমানের আনার ফলের জন্য আন্তর্জাতিক বাজারে পরিচিত, এবং নতুন এই প্রক্রিয়াজাতকরণ কারখানা সেই খ্যাতিকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।


    তথ্যসূত্র:
    1. Kandahar Opens First Pomegranate Processing Facility
    https://tinyurl.com/52r2d4vu
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কেনিয়ায় শত্রু সামরিক কনভয়ে আশ-শাবাবের হামলা: নিহত ৯ সৈন্য, আহত আরও ৩



      কেনিয়ার অধিকৃত ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় গারিসা রাজ্যে আশ-শাবাবের সফল এক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটির সামরিক বাহিনীর একটি কনভয়। এতে কমান্ডার সহ অন্তত ১২ সৈন্য হতাহতের শিকার হয়েছে।

      আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা যায়, শাবাব মুজাহিদিনরা গত ১৯ নভেম্বর বুধবার, গারিসা রাজ্যের ধাদাহাব শহরের কুলান এলাকায় কেনিয়ান বাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করেছেন। এতে কমপক্ষে ৯ কেনিয়ার সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে একজন উচ্চপদস্থ অফিসারও রয়েছে, যে গারিসা রাজ্যে মুসলমানদের তীব্র সমালোচক ছিল। এই হামলায় কমপক্ষে ৩ কেনিয়ান সৈন্যও আহত হয়েছে এবং একটি সামরিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

      উল্লেখ্য যে, ২০১১ সালে সোমালিয়ায় কেনিয়ার সামরিক হস্তক্ষেপের পর, আশ-শাবাবের প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে। এই আক্রমণের ধারাবাহিকতায় আশ-শাবাব মুজাহিদিনরা কেনিয়ায় গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক ঘাঁটি, যোগাযোগ লাইন এবং লজিস্টিক রুটগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালাতে শুরু করেন। এছাড়াও কেনিয়ায় অবস্থিত পশ্চিমা মালিকানাধীন প্রতিষ্ঠান এবং মার্কিন ঘাঁটিগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হতে থাকে।

      ২০২১ সালের জানুয়ারিতে, কেনিয়ার মান্দেরা রাজ্যের গভর্নর আলী রোবা বলেছিল যে, উত্তর কেনিয়ার অর্ধেক অংশ আল-কায়েদার পূর্ব আফ্রিকান সহযোগী আশ-শাবাব দ্বারা নিয়ন্ত্রিত। এরপর ২০২৩ সালের জুলাই মাসে, মান্দেরা রাজ্যের নতুন গভর্নর মোহাম্মদ আদান খলিফ বলেছিল যে, মান্দেরার ৬০ শতাংশ এলাকা আশ-শাবাবের নিয়ন্ত্রণে রয়েছে।


      তথ্যসূত্র:
      https://tinyurl.com/2bh2yd54
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভারতের বেসরকারি খাতের সাথে ইমারতে ইসলামিয়ার প্রতিনিধিদলের বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান


        আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের জন্য ভারতের বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। ২১ নভেম্বর ভারতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক ভারত ভিত্তিক আফগান বেসরকারি খাতের বেশ কয়েকজন প্রতিনিধি এবং পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

        বৈঠকে তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইমারাতে ইসলামিয়া সরকারের প্রতিষ্ঠিত সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি বলেন, আফগানিস্তানের সিমেন্ট, ওষুধ শিল্প, খাদ্যপণ্য এবং টেক্সটাইলসহ নানাবিধ খাতে বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ভারতীয় কোম্পানিগুলোর।

        একইসাথে তিনি আফগানিস্তানের বৃহৎ রপ্তানি সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন, বিশেষত আফগানিস্তানের তুলা, তাজা ও শুকনো ফল রপ্তানির প্রবল সম্ভাবনার কথা উল্লেখ করেন।

        এর আগে বাণিজ্য সম্পৃক্ততা জোরদার ও ইরানের চাবাহার বন্দরে কার্যক্রম বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ।


        তথ্যসূত্র:
        1. Azizi urges Indian private sector to boost investment and trade with Afghanistan
        https://tinyurl.com/yc4vn67f
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X