টেকসই উন্নয়নের পথে আফগান বিদ্যুৎ খাত, ড্যাবসের ৪০০ মেগাওয়াট চুক্তি সম্পন্ন

প্রায় ২,২২,০০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের অপার সম্ভাবনা নিয়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর অন্যতম। এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচন করছে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (ড্যাবস)।
ড্যাবসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২টি সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ৪০০ মেগাওয়াট। এছাড়া ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও পাঁচটি সৌর বিদ্যুৎকেন্দ্র ইতোমধ্যে চালু করা হয়েছে।
ড্যাবসের মুখপাত্র মোহাম্মদ সাদিক জানিয়েছেন, বর্তমানে স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের কোম্পানিগুলো আফগানিস্তানে সৌরশক্তি উৎপাদনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “এসব প্রকল্প পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।”
অর্থনীতিবিদরা মনে করেন, বিদ্যুৎ আমদানির ওপর অতি নির্ভরশীল আফগানিস্তানের জন্য সৌরশক্তি প্রকল্প সম্প্রসারণ অত্যন্ত লাভজনক। অর্থনীতিবিদ আব্দুল জহুর মাদাবর বলেন, “আফগানিস্তান সৌরশক্তি উৎপাদনের বিপুল সম্ভাবনাময় দেশগুলোর একটি। এটি নবায়নযোগ্য জ্বালানি এবং আমরা এর সুফল ভালোভাবে গ্রহণ করতে পারি।”
আরেক অর্থনীতিবিদ আব্দুল নাসির রশতিয়া বলেন, “দেশি বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করলে এ খাতে বিপুল বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব। নিঃসন্দেহে আমরা সৌরশক্তি দিয়েই ঘরে ঘরে বিদ্যুত পৌঁছাতে পারব।”
ড্যাবস জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যুৎ উৎপাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্রকল্প দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ আমদানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Afghanistan Boosts Solar Energy to Cut Reliance on Imported Power
– https://tinyurl.com/3wr25wx3





Comment