Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৩০ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২২ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৩০ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২২ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    টেকসই উন্নয়নের পথে আফগান বিদ্যুৎ খাত, ড্যাবসের ৪০০ মেগাওয়াট চুক্তি সম্পন্ন


    প্রায় ২,২২,০০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের অপার সম্ভাবনা নিয়ে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর অন্যতম। এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচন করছে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (ড্যাবস)।

    ড্যাবসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২টি সৌরবিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ৪০০ মেগাওয়াট। এছাড়া ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও পাঁচটি সৌর বিদ্যুৎকেন্দ্র ইতোমধ্যে চালু করা হয়েছে।

    ড্যাবসের মুখপাত্র মোহাম্মদ সাদিক জানিয়েছেন, বর্তমানে স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের কোম্পানিগুলো আফগানিস্তানে সৌরশক্তি উৎপাদনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “এসব প্রকল্প পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করছে।”

    অর্থনীতিবিদরা মনে করেন, বিদ্যুৎ আমদানির ওপর অতি নির্ভরশীল আফগানিস্তানের জন্য সৌরশক্তি প্রকল্প সম্প্রসারণ অত্যন্ত লাভজনক। অর্থনীতিবিদ আব্দুল জহুর মাদাবর বলেন, “আফগানিস্তান সৌরশক্তি উৎপাদনের বিপুল সম্ভাবনাময় দেশগুলোর একটি। এটি নবায়নযোগ্য জ্বালানি এবং আমরা এর সুফল ভালোভাবে গ্রহণ করতে পারি।”

    আরেক অর্থনীতিবিদ আব্দুল নাসির রশতিয়া বলেন, “দেশি বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করলে এ খাতে বিপুল বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব। নিঃসন্দেহে আমরা সৌরশক্তি দিয়েই ঘরে ঘরে বিদ্যুত পৌঁছাতে পারব।”

    ড্যাবস জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যুৎ উৎপাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব প্রকল্প দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং বিদ্যুৎ আমদানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Afghanistan Boosts Solar Energy to Cut Reliance on Imported Power
    https://tinyurl.com/3wr25wx3
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মন্ত্রণালয়ের সমর্থন পেতে গণমাধ্যমগুলোকে সরকারি নীতিমালা ও ইসলামী মূল্যবোধ মেনে চলতে হবে: ইমারাতে ইসলামিয়া



    বর্তমানে আফগানিস্তানে প্রায় ৫০০টি মিডিয়া আউটলেট সক্রিয় আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক টিভি মিডিয়াও রয়েছে। ২১ নভেম্বর এক অফিসিয়াল বার্তায় এই তথ্য জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবায়েব ঘুফরান হাফিযাহুল্লাহ।

    তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয়ের সমর্থন পেতে হলে গণমাধ্যমগুলোকে অবশ্যই সরকারি নীতিমালা ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী কাজ করতে হবে।

    এছাড়া ১৮০টি মিডিয়া আউটলেট ও মিডিয়া-সমর্থনকারী সংস্থার জন্য লাইসেন্স জারি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    অপরদিকে সাংবাদিক ইউনিয়নের প্রধান হুজ্জতুল্লাহ মুজাদ্দিদি বলেন, আফগানিস্তানে বর্তমানে ৮১টি টিভি চ্যানেল সক্রিয় আছে, এর মধ্যে ৫৬টি বেসরকারি ও ২৫টি সরকারি। এই আউটলেটগুলোতে ১৩৫৬ জন কাজ করছে বলে তিনি জানান।

    তথ্যসূত্র:
    1. Around 500 media outlets operating across Afghanistan: Ghufran
    https://tinyurl.com/mf92xukt
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তানের বাদাখশান প্রদেশের খাশ জেলায় নতুন একটি সেচনালা উদ্বোধন


      আফগানিস্তানের বাদাখশান প্রদেশের খাশ জেলায় অবস্থিত দেহপাড়া গ্রামে নতুন একটি সেচনালা উদ্বোধন করেছে ইমারাতে ইসলামিয়ার কৃষি বিভাগ। আনুষ্ঠানিকভাবে সেচনালার কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং আফগান এইড সহযোগী সংস্থার টেকনিক্যাল টিম।

      গত ২০ নভেম্বর ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

      প্রকল্পটি দেশের কৃষি খাতের উন্নয়নে প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণে ইমারাতে ইসলামিয়া সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/y3cuba6n
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানিস্তানের ঘোর প্রদেশে ২৮টি বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ প্রকল্প উদ্বোধন



        গত ২০ নভেম্বর আফগানিস্তানের ঘোর প্রদেশে ২৮টি বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ প্রকল্প উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। প্রদেশটির ৬টি জেলায় এই অবকাঠামোসমূহ বাস্তবায়িত হবে। এই প্রকল্পে ২৫ লক্ষ মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে।

        প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের প্রাদেশিক প্রধান মোল্লা জিয়াউল্লাহ খাদেম হাফিযাহুল্লাহ ও সংশ্লিষ্ট জেলা গভর্নর। এছাড়া স্থানীয় কর্মকর্তাবৃন্দ, আলেম ও বাসিন্দাগণও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

        উক্ত প্রকল্প বাস্তবায়নের সময় শত শত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া নির্মাণ কাজ সমাপ্ত হলে স্থানীয় বাসিন্দাগণ বিশুদ্ধ পানি ব্যবহারে সুবিধা লাভ করবে ইনশাআল্লাহ।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/4arwbtrx
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ১৭০ মিলিয়ন আফগানি ব্যয়ে ওয়ার্দাক প্রদেশে ১২৪ টি প্রকল্প বাস্তবায়ন



          ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশের জগতু উপজেলায় ১৭০ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয়ে ১২৪টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। ২২ নভেম্বর, শনিবার এ প্রকল্পগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

          ওয়ার্দাক প্রদেশের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। প্রকল্পসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গ্রামীণ রাস্তা, সেতু, কালভার্ট, রক্ষণাবেক্ষণ প্রাচীর, খাল এবং ছোট বাঁধ নির্মাণ। এসব প্রকল্প চলাকালীন শত শত নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। প্রকল্পগুলো সম্পূর্ণ হওয়ার ফলে জগতু উপজেলার বাসিন্দাদের যোগাযোগ, কৃষি ও পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট খাতের দীর্ঘদিনের সমস্যাসমূহ দূর হয়েছে।

          এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে জগতু উপজেলার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

          উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত জেলাগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, এর ফলে নাগরিকদের অসংখ্য সমস্যার সমাধান হয়েছে।


          তথ্যসূত্র:
          1. په ميدان وردګو ولایت کې (۱۲۴) بیلابیلې پراختیايي پروژې ګټې اخیستنې ته وسپارل شوې

          https://tinyurl.com/2s3pse5w
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X