সালাং মহাসড়কের প্রধান রুট যান চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত

গত ৮ ডিসেম্বর আফগানিস্তানের সালাং মহাসড়কের প্রধান রুট যান চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ এই প্রসঙ্গে বলেন, গণপূর্ত মন্ত্রী মোল্লা মুহাম্মদ ঈসা সানি হাফিযাহুল্লাহর নির্দেশে সালাং মহাসড়কের প্রধান রুট গত ৮ ডিসেম্বর সকলের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে। জ্বালানি ট্যাংকারসহ সব ধরনের যানবাহন এই রুটে চলতে পারবে।
এর আগে ৩ ভাগে উক্ত মহাসড়কের মৌলিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ৩টি ভাগ হল: উত্তর সালাং অংশ, দক্ষিণ সালাং অংশ ও দুশি-খাঞ্জান অংশ। পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত সংস্কার কার্যক্রম এই বছরে সম্পন্ন হয়েছে, তবে এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন কার্যক্রম এখনও চলমান আছে। ইমারাতে ইসলামিয়া সরকারের অর্থনীতি-কেন্দ্রিক নীতি ও মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিমের প্রচেষ্টার ফলস্বরূপ এই সফলতা অর্জিত হয়েছে।
উক্ত রুটে ভ্রমণকালে শীতকালীন প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র সাথে বহন করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ গাড়িচালক ও নাগরিকদের উদ্দেশ্যে বলেন, উক্ত রুটে ভ্রমণের সময় ট্রাফিক নীতিমালা যথাযথভাবে মেনে চলুন, এছাড়া সালাং মহাসড়ক রক্ষণাবেক্ষণ বিভাগের নির্দেশনা গুরুত্ব সহকারে পালন করুন। কর্তৃপক্ষের নির্ধারিত টাইম শিডিউল মেনে ভ্রমণ করতে তিনি সকলকে আহ্বান জানান।
উল্লেখ্য যে, সালাং আফগানিস্তানের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলের সাথে সংযোগস্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক।
তথ্যসূত্র:
1. https://x.com/mopw_afg/status/1997615087922880642/
















Comment