Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৭ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৯ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৭ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৯ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    সালাং মহাসড়কের প্রধান রুট যান চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত



    গত ৮ ডিসেম্বর আফগানিস্তানের সালাং মহাসড়কের প্রধান রুট যান চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ এই প্রসঙ্গে বলেন, গণপূর্ত মন্ত্রী মোল্লা মুহাম্মদ ঈসা সানি হাফিযাহুল্লাহর নির্দেশে সালাং মহাসড়কের প্রধান রুট গত ৮ ডিসেম্বর সকলের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে। জ্বালানি ট্যাংকারসহ সব ধরনের যানবাহন এই রুটে চলতে পারবে।

    এর আগে ৩ ভাগে উক্ত মহাসড়কের মৌলিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই ৩টি ভাগ হল: উত্তর সালাং অংশ, দক্ষিণ সালাং অংশ ও দুশি-খাঞ্জান অংশ। পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত সংস্কার কার্যক্রম এই বছরে সম্পন্ন হয়েছে, তবে এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন কার্যক্রম এখনও চলমান আছে। ইমারাতে ইসলামিয়া সরকারের অর্থনীতি-কেন্দ্রিক নীতি ও মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিমের প্রচেষ্টার ফলস্বরূপ এই সফলতা অর্জিত হয়েছে।

    উক্ত রুটে ভ্রমণকালে শীতকালীন প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র সাথে বহন করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। মুখপাত্র মুহাম্মদ আশরাফ হকশেনাস হাফিযাহুল্লাহ গাড়িচালক ও নাগরিকদের উদ্দেশ্যে বলেন, উক্ত রুটে ভ্রমণের সময় ট্রাফিক নীতিমালা যথাযথভাবে মেনে চলুন, এছাড়া সালাং মহাসড়ক রক্ষণাবেক্ষণ বিভাগের নির্দেশনা গুরুত্ব সহকারে পালন করুন। কর্তৃপক্ষের নির্ধারিত টাইম শিডিউল মেনে ভ্রমণ করতে তিনি সকলকে আহ্বান জানান।

    উল্লেখ্য যে, সালাং আফগানিস্তানের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলের সাথে সংযোগস্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক।

    তথ্যসূত্র:
    1. https://x.com/mopw_afg/status/1997615087922880642/
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ৫টি প্রদেশে পৃথক অভিযানে ১০ অপরাধীকে আটক করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী



    আফগানিস্তানের ৫টি প্রদেশে পৃথক পৃথক অভিযানে ১০ অপরাধীকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী। এর মধ্যে নানগারহার প্রদেশের দুরবাবা জেলায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া খোস্ত প্রদেশে ৩ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে বাদাখশান প্রদেশের কিশম জেলা হতে এক চোর ও হেরাত প্রদেশ হতে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

    ৮ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই সকল তথ্য তুলে ধরা হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানায়, কাপিসা প্রদেশে জনৈক ব্যক্তিবর্গ থেকে ৯ ধরনের অস্ত্র ও সরকারি মালিকানাধীন মোটরসাইকেল জব্দ করেছে সংশ্লিষ্ট পুলিশ বাহিনী।

    উল্লেখ্য যে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের অভ্যন্তরীণ নিরপত্তা নিশ্চিত করতে সদা তৎপর ভূমিকা পালন করে এসেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5n9y9z27
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কাবুলে ১২০০টি অনিবন্ধিত যানবাহন জব্দ, যান চলাচলে শৃঙ্খলা বজায়ে তৎপর জননিরাপত্তা বিভাগ




      আফগানিস্তানের কাবুল শহরে ১২০০টি অনিবন্ধিত যানবাহন জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন জননিরাপত্তা বিভাগ। জব্দকৃত এই সকল গড়ি ইতোমধ্যে পুলিশ কম্পাউন্ডে স্থানান্তর করা হয়েছে।

      স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৮ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। কাবুল ট্রাফিক বিভাগের সহযোগিতায় লাইসেন্সবিহীন যানবাহন চলাচল রোধে তৎপর রয়েছে জননিরাপত্তা বাহিনীর সদস্যগণ।

      এই উদ্দেশ্যে কাবুল শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন স্থানে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

      উল্লেখ্য যে, শহরাঞ্চলে শৃঙ্খলা বজায়, যানজট হ্রাস এবং বেআইনি কার্যকলাপ রোধের লক্ষ্যে লাইসেন্সবিহীন ও অনিবন্ধিত যান চলাচল নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/3e575ept
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পাবলিক নিলামে ১৮ হাজার টন অপরিশোধিত তেল বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া



        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমু দরিয়া অববাহিকার কাশকারি তেলক্ষেত্র থেকে উত্তোলিত ১৮ হাজার টন অপরিশোধিত তেল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে।

        খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই অপরিশোধিত তেল প্রায় ১ কোটি ৫ লাখ ডলারে বিক্রি করা হয়েছে। নিলামের মাধ্যমে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ জাতীয় কোষাগারে জমা হবে।

        স্বচ্ছ নিলাম পদ্ধতির মাধ্যমে দেশীয় বাজারে তেল বিক্রির এ উদ্যোগ জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় আয়ে ইতিবাচক অবদান রাখবে।

        তথ্যসূত্র:
        1.Eighteen thousand tons of crude oil from the Qashqari site in the Amu Darya basin were sold
        https://tinyurl.com/3ar3x8wb
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি ঐতিহ্যবাহী হস্তশিল্প রপ্তানি



          আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে কাচের তৈরি ৫০০টি হস্তশিল্প বিদেশে রপ্তানি করা হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নকশা দিয়ে সজ্জিত। রপ্তানির উদ্দেশ্যে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে প্রেরণ করা হয়েছে।



          ইমারাতে ইসলামিয়ার হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে গত ৮ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। প্রেরিত চালানের রপ্তানি মূল্য প্রায় ৩ লক্ষ আফগানি।



          হস্তশিল্পে হেরাত প্রদেশের শত শত বছরের ঐতিহ্য। উক্ত শিল্পের বিকাশে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়ার সরকারের স্থানীয় প্রশাসন।



          গোলাম সখী নামে একজন অভিজ্ঞ ও প্রসিদ্ধ হস্তশিল্পী বলেন, হেরাতের ঐতিহ্যবাহী কাচ তৈরি হস্তশিল্প এখন বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে এবং এগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।



          উল্লেখ্য যে, এই প্রথম হেরাতের শৈল্পিক ও আলংকারিক কাচ তৈরি উপকরণগুলোর চালান সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে।

          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/52xvjjs6
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ৪৩৬ মিলিয়ন আফগানি ব্যয়ে চার পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন


            সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় চলতি সৌর বছরে কুন্দুজ, লাঘমান, পারওয়ান ও বামিয়ান প্রদেশের পৌরসভাগুলোতে মোট ৪৩৬.১৫৬ মিলিয়ন আফগানি ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারাতে ইসলামিয়া সরকার।

            ৮ ডিসেম্বর, সোমবার স্থানীয় প্রশাসনের সাধারণ অধিদপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, কুন্দুজ পৌরসভায় ২০০ মিলিয়ন আফগানি ব্যয়ে ২৩টি প্রকল্প হাতে নিয়েছে ইমারাতে ইসলামিয়া। এর মধ্যে ১৩টি সম্পন্ন হয়েছে এবং ১০টি প্রকল্পের কাজ চলছে।

            লাঘমান পৌরসভায় চলতি বছরে ১৩৫ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ৩টি প্রকল্প শেষ হয়েছে, ৪টি নির্মাণাধীন এবং আরও ৭টি প্রকল্পের জন্য ক্রয়প্রক্রিয়া চলছে।

            এদিকে, পারওয়ান পৌরসভা ৪১ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এর মধ্যে ১১টি সম্পন্ন এবং ৪টি চলমান রয়েছে।

            এছাড়া, বামিয়ান পৌরসভা ৬০ মিলিয়ন আফগানি ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে ১২টিই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে এবং ৩টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে।

            এই প্রকল্পগুলোর মাধ্যমে স্থানীয় অবকাঠামো, রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও জনসেবামূলক স্থাপনার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব প্রকল্প চলাকালীন শত শত নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পগুলো সম্পূর্ণ হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ, কৃষি ও পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট খাতের দীর্ঘদিনের সমস্যাসমূহ দূর হয়েছে।


            তথ্যসূত্র:
            1.Urban Projects Worth Over 436 million Afghanis Implemented in Four Provinces
            https://tinyurl.com/2s4h8zmn
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ইমারাতে ইসলামিয়ার সামরিক ওয়ার্কশপে আরও ১৩৪৭টি যানবাহন ও ১৬১টি অস্ত্র সংস্কার



              ১৩৪৭টি সামরিক যান ও ১৬১টি বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র মেরামতের মাধ্যমে সক্রিয় করেছেন ইমারাতে ইসলামিয়ার ২০১ তম খালিদ বিন ওয়ালিদ (রাযিয়াল্লাহু আনহু) কোরের প্রকৌশল সদস্যবৃন্দ। উক্ত কোরের সামরিক ওয়ার্কশপে এই মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল এক্স পোস্টে ৯ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

              মেরামত কৃত যানবাহনসমূহের মধ্যে রয়েছে হামভি ট্যাঙ্ক, রেঞ্জার, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সামরিক যান। এছাড়া মেরামতকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডিসি কামান, এম–১৬, এম–৪ রাইফেল, পিস্তল ও অ্যান্টি-এয়ারক্রাফটসহ অন্যান্য হালকা ও ভারী অস্ত্র।

              এই ধরনের মেরামত কার্যক্রম ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতাকে বারবার সুস্পষ্ট করেছে।






              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/59kvayem
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                আলহামদুলিল্লাহ, , আল্লাহ মুজাহিদ ভাইদের কাজগুলো কবুল করুন আমিন
                ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

                Comment

                Working...
                X