বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম। দাওয়াহ ইলাল্লাহ ফোরামে আপনাকে স্বাগতম।
আপনার আসল ইমেইল এড্রেস দিয়ে এখানে আইডি খুলবেন না। আগে আসল ইমেইল আইডী দিয়ে থাকলে সেটাও পরিবর্তন করুন।
পাসওয়ার্ড ও ইমেইল এড্রেস পরিবর্তনের জন্য Settings - Edit Email and Password এ ক্লিক করুন।
আমাদের বর্তমান আইপি এড্রেসঃ https://82.221.139.185
***
বাংলা না দেখা গেলে, এখানে ক্লিক করুন
*****
ফোরামে সদস্য হতে চাইলে এখানে রেজিষ্টার করুন
*****
ফোরামের অনিওন এড্রেসঃ dawah4m4pnoir4ah.onion
*****
bangladesh-publisher ঢাকা: এক প্রকাশককে হত্যার পর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আরও একজন প্রকাশককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশে। ‘সময়’ প্রকাশনের মালিক ফরিদ আহমেদকে রবিবার সকালে একটি এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি নিজে জানিয়েছেন।
নাস্তিকদের বই ছাপানোর জন্য তাকে হত্যা করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে। আর এই হুমকি দিয়েছে, আল-আহরার ইউকে নামের একটি সংস্থা। ফরিদ আহমেদ বলেন, “আমি যেহেতু মুক্তচিন্তার এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন বই প্রকাশ করি এবং গতকাল আমি টক শো’তে অনেক কথা বলেছি, সেকারণে আমাকে হুমকি দেওয়া হতে পারে”। হুমকির বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।
শনিবার এক হামলায় শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং তার আগে আরও একটি হামলায় লালমাটিয়ায় ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর মালিক আহমেদুর রশিদ টুটুলসহ আরও দু’জন আহত হন।
তিনি বলেন, “আহসান কবির জিডিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।”
এ বিষয়ে আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ অক্টোবর তিন জনকে আহত ও একজনকে মেরে ফেলার পর আনসার আল ইসলাম আল কায়েদা উপমহাদেশ শাখা টুইটারে একটা বিশ্লেষণ দেয়।”
“বিশ্লেষণের শিরোনাম ‘আহমেদুর রশীদ টুটুল ও ফয়সল আরেফিন দীপনের অপরাধ সমূহ’। সেখানে দীপনের অপরাধ দুটি। তাদের ভাষ্যমতে, একটা অপরাধ হল- অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন’ ছাপানো। সেখানে ইসলামকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।”
তিনি বলেন, “ফয়সল আরেফিন দীপনের দ্বিতীয় অপরাধ হিসেবে লেখা হয়, আলেম-ওলামাদের কটাক্ষ করে আহসান কবিরের রম্য লেখা ছাপানো। জিডিতে উল্লেখ করেছি, আমার কোনো বইয়ে কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কোনো শব্দ বা বর্ণও লিখিনি।”
আহসান কবির জানান, দীপনের জাগৃতি প্রকাশনী থেকে তার ১৬টি বই বেরিয়েছে, যার মধ্যে ৫/৬টা *উপন্যাস; বাকিগুলো রম্য রচনা।
“টুটুল সাধারণ ডায়েরি করেছিল। অভিজিতের বই করার জন্য দীপনকেও মেরে ফেলা হল। এখন আমার নাম নতুন করে যুক্ত হল।”
Comment