Announcement

Collapse
No announcement yet.

আরও এক ব্যাটাকে হত্যার হুমকি !!!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আরও এক ব্যাটাকে হত্যার হুমকি !!!

    আরও এক ব্যাটাকে হত্যার হুমকি !!!








  • #2
    ভাই মুসাফির ২,
    এভাবে এক লাইনের পোষ্ট না দিয়ে বরং লিঙ্ক সহ বিস্তারিত দিলে ভাল হয়।
    জাযাকাল্লাহ আখি।

    Comment


    • #3
      আসসালামু আলাইকুম.........
      মুহতারাম ভাই ! আমি তো বেশ বড় ইমেজ পোস্ট করে ছিলাম। কিন্তু ল্যাপটপে ওই ইমেজটা তো দেখছিনা !!!

      Comment


      • #4
        বাংলাদেশের আরও এক প্রকাশককে হত্যার হুমকি





        bangladesh-publisher
        ঢাকা: এক প্রকাশককে হত্যার পর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আরও একজন প্রকাশককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাংলাদেশে। ‘সময়’ প্রকাশনের মালিক ফরিদ আহমেদকে রবিবার সকালে একটি এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি নিজে জানিয়েছেন।

        নাস্তিকদের বই ছাপানোর জন্য তাকে হত্যা করা হবে বলে বার্তা দেওয়া হয়েছে। আর এই হুমকি দিয়েছে, আল-আহরার ইউকে নামের একটি সংস্থা। ফরিদ আহমেদ বলেন, “আমি যেহেতু মুক্তচিন্তার এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন বই প্রকাশ করি এবং গতকাল আমি টক শো’তে অনেক কথা বলেছি, সেকারণে আমাকে হুমকি দেওয়া হতে পারে”। হুমকির বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি।

        শনিবার এক হামলায় শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয় এবং তার আগে আরও একটি হামলায় লালমাটিয়ায় ‘শুদ্ধস্বর’ প্রকাশনীর মালিক আহমেদুর রশিদ টুটুলসহ আরও দু’জন আহত হন।

        Comment


        • #5

          Comment


          • #6
            প্রাণ নিয়ে শঙ্কায়, আহসান কবিরের জিডি
            নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



            আহসান কবির(ফেসবুক থেকে নেয়া)
            নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জিডি করেছেন রম্য লেখক ও একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান আহসান কবির।

            সোমবার রাতে রাজধানীর বনানী থানায় জিডিটি নথিভুক্ত হয়েছে বলে জানান ওই থানার ওসি মো. সালাউদ্দিন।

            তিনি বলেন, “আহসান কবির জিডিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।”

            এ বিষয়ে আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ অক্টোবর তিন জনকে আহত ও একজনকে মেরে ফেলার পর আনসার আল ইসলাম আল কায়েদা উপমহাদেশ শাখা টুইটারে একটা বিশ্লেষণ দেয়।”

            “বিশ্লেষণের শিরোনাম ‘আহমেদুর রশীদ টুটুল ও ফয়সল আরেফিন দীপনের অপরাধ সমূহ’। সেখানে দীপনের অপরাধ দুটি। তাদের ভাষ্যমতে, একটা অপরাধ হল- অভিজিৎ রায়ের ‘বিশ্বাসের ভাইরাস ও অবিশ্বাসের দর্শন’ ছাপানো। সেখানে ইসলামকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।”

            তিনি বলেন, “ফয়সল আরেফিন দীপনের দ্বিতীয় অপরাধ হিসেবে লেখা হয়, আলেম-ওলামাদের কটাক্ষ করে আহসান কবিরের রম্য লেখা ছাপানো। জিডিতে উল্লেখ করেছি, আমার কোনো বইয়ে কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কোনো শব্দ বা বর্ণও লিখিনি।”

            আহসান কবির জানান, দীপনের জাগৃতি প্রকাশনী থেকে তার ১৬টি বই বেরিয়েছে, যার মধ্যে ৫/৬টা *উপন্যাস; বাকিগুলো রম্য রচনা।

            “টুটুল সাধারণ ডায়েরি করেছিল। অভিজিতের বই করার জন্য দীপনকেও মেরে ফেলা হল। এখন আমার নাম নতুন করে যুক্ত হল।”

            Comment

            Working...
            X