Originally posted by কালো পতাকা
View Post
কালো পতাকা ভাই, ধন্যবাদ। পেটের চর্বি কমার জন্য কিছু করতে হবে আর কিছু ছারতে হবে।
#যা ছাড়তে হবে।
শর্করা জাতীয় খাবার পরিহার করতে হবে। যেমন : গরুর গোশত, গরুর কলিজা, গরুর ভুরি। পোল্ট্রি ফার্ম / ফার্মের মুরগি। পাংগাস মাছ, শুটকি, ভাত, বাইরের খোলা খাবার, ফ্যাট জাতীয় সকল খবার পরিহার করুন,সামনে যেটা আসে সেটাই খাইলাম আর ভুরি কমানোর চিন্তা করলাম কোন লাভ নেই। এগুলো বাস্তবিক পক্ষে ছাড়তে হবে। শুধু ফোরামে পড়লাম, এর দ্বারা কি ভুরি কমবে?
#যা করতে হবে।
নিয়মিত ব্যায়ম করতে হবে। তাহাজ্জুদের সময় দু রাকাত নামায পড়ে ব্যায়ামে লেগে যান। শরীরকে নিজের আয়ত্তে আনুন। পেটের ব্যায়াম করুন। পেটের ব্যায়ামের জন্য, ফ্লোরে কিছু বিছিয়ে শুয়ে যান, উপর হউন। উভয় হাত লম্বা করে তালু দিয়ে ফ্লোরে চাপ দিন, সাথে সাথে আপনার একটি পা কে উপরের দিকে তুলুন লম্বা করে, এভাবে অপর পা। দুনো একসাথেও করতে পারেন। উভয় পা একসাথে করে শুধু পাগুলোকে উপরের দিকে তুলুন এভাবে বারবার করুন, খেয়াল করুন আপনার পেটে এক ধরণের চাপ অনুভব হচ্ছে।
next loadging.
Comment